| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
পায়ে পায়ে নিষেধ বাঁধা 
জীব জ্বলে যায় ঝালে 
মানুষ তবু সামনে ছুটে
যে আছে যার তালে ।
সামনে ছুটা-ই ধর্ম লোকের
থেমে থাকা-ই হার
সময়টাকে দেয়া উচিৎ
মূল্য সঠিক তার।
 
৩১ শে জানুয়ারি, ২০১৬  বিকাল ৫:৪০
পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: ধন্যবাদ বিজন রয়।
২| 
৩১ শে জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:০৫
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর।
 
৩১ শে জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:৩১
পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: সুন্দর মনের মানুষের কাছে সব কিছুই সুন্দর।ধন্যবাদ শুভ্র বিকেল।
৩| 
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১২:২২
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর
 
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:৪০
পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৬  বিকাল ৫:২৬
বিজন রয় বলেছেন: সময় এক বৃদ্ধ যাযাবর।
+++