![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পারভেজ রশীদ মঙ্গল
===============
লাশের মাথায় লক্ষীবিলাস
তেলের সুবাস যতই ভাসুক
গা চম চম শিউরে ওঠা
আপন জনের বুক ছাড়েনা।
মরা কি আর মারামারি করতে পারে?
তার সাথে কি একটা দিনও যায়না থাকা?
অথচ সে একটা রাতও থাকলে দূরে
দুচোখ বেয়ে জল গড়াতো।
যা ছিল তার সবই আছে-
কাজল কালো চোখের পাতা
সুঠাম সুঠাম দেহের গঠন
আরো যত থাকার জিনিস ,সবই আছে
কেবলশুধু ঠোঁটের ফাঁকে এই পৃথিবীর সকল কথা আটকে আছে।
অতএব কথাই মানুষ
কথাই মায়া
কথাই মোহ
কথা ছাড়া সবই ছায়া
কথা ছাড়া সবই কায়া।
©somewhere in net ltd.