| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
জোঁকের গায়ে জোঁক বসে না 
মশার গায়ে মশা
শশার গায়ের দাগ মিটে না
ঘষেন যদি শশা ।
কাকের মাংস খায় না কাকে 
হাঁসে হাঁসের ডিম
দুষ্ট লোকের মিষ্টি কথা
তিক্ত যেন নিম ।
উলু বনে খাটাস রাজা 
নিজের গৃহে কুকুর
ঘটির গলা ছোঁয় না জলে
নামে যে তাল পুকুর।
কাঁটা দিয়ে আরেক কাঁটা 
তুলতে যাবে যেই
দেখতে পাবে মারছে ঠেলা
আগের কাঁটাতেই ।
কানা ছেলের নাম যদি হয়
পদ্মলোচন ভাই
তোমার মত পদ্মলোচন
বাংলাদেশে নাই।
কৈ-এর তেলে কৈ ভেজে খায়
ভাতের ফেনে ভাত
তাই বলে কি ভেস্তে গেল
সাত-পুরুষের জাত ?
প্রবাদের পদ্মরুপ-০২
==============
কাদায় যদি পড়ে হাতি
চামচিকাও মারে লাথি।
জাম্বুরা কয় ওভাই বেল
গাছে কাঁঠাল গোঁফে তেল।
ঘর জামাইয়ের  পোড়া মুখ
বাঁচা মরা সমান সুখ।
ঘরে নাই ঘটি বাটি
কোমরে তার চাবির আটি।
ঘরের ইঁদুর কাটলে বাঁশ
জিন্দা মানুষ মরা লাশ।
ঘরের ষাঁড়ে পেট ফাঁড়ে
পুরান চালে ভাত বাড়ে।
ঘোড়ার পেট, গাধার পিঠ
খালি থাকে কদাচিৎ।
চকচকালেই হয় না সোনা
বেঙাচি নয় মাছের পোনা।
ঘোমটা দিয়ে খ্যামটা নাচ
ছুঁই না পানি, ধরি মাছ।
চন্দ্র সূর্য অস্ত গেল,জোনাক জ্বালায় বাতি
মোগল পাঠান হদ্দ হল ফার্সি পড়ে তাঁতি।
ছুঁচোয় যদি আতর মাখে 
তাতে কি তার গন্ধ ঢাকে?
পেটে খেলে পিঠে সয়
ছাই চাপা কী আগুন রয়?
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১১:২৩
এম.এ.জি তালুকদার বলেছেন: ধন্যবাদ দিয়ে ছোট করবো না।