![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একুশ আছে লাল-সবুজে
একুশ আছে মাঠে
একুশ আছে গান- কবিতায়
একুশ আছে হাঁটে।
একুশ আছে মুখে মুখে
একুশ আছে চোখে
একুশ আছে দুঃখ এবং
একুশ আছে সুখে।
একুশ আছে টিভির মাঝে
একুশ সেলুলারে
একুশ আছে খাতার পাতায়
তারে ও বেতারে ।
একুশ আছে দুর্বাঘাসে
একুশ নদীর তীরে
একুশ আছে যায় না তারা
একুশ আসে ফিরে।
একুশ আছে ফুল পাখিতে
প্রজাপতির পাখায়
একুশ আছে শিমুল আরো
কৃষ্ণচূড়ার শাখায়।
একুশ আছে সভা-মঞ্চে
বিবৃতি-ভাষণে
একুশ আছে মিলে মিশে
শাসন - সুশাসনে
সকল খানেই একুশ আছে
আমার কথা এই
বুকের মাঝে না থাকলে তো
একুশ কোথাও নেই।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৭
অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার একুশের ছড়া।।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬
প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৩
বিভাজন বলেছেন: চমৎকার