![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতি মেঘে অনাবৃষ্টি
অতি স্নেহে অনাসৃষ্টি।
হাতে দই পাতে দই
তবু কয় কই কই ।
লাজের মাথায় পড়ুক বাজ
সাধন কর আপন কাজ।
লোকে কয় আছে ভাল
শালুক খেয়ে দাঁত কালো।
লুকিয়ে খেলে শুকিয়ে যায়
লোকের কাছে লজ্জা পায়।
লক্ষীর ঘরে কাল পেঁচা
ঝিনুক দিয়ে সাগর সেচা।
লাখ কথার এক কথা
হারায় যেথা খুঁজো সেথা।
পরের দুধে দিয়ে ফুঁক
পুড়িয়ো না নিজের মূখ
পরের ধনে বরের বাপ
মিথ্যেবাদীর নেইতো মাফ।
পাঁচশ জুতা গুণে খায়
ফুলের ঘায়ে মুর্ছা যায়।
পান্তা ভাতে নুন জুটেনা
বেগুন পোড়ায় ঘি
মরছে মরুক পরের ছেলে
তোমার তাতে কী?
পারদ আর পাপে
কার সাধ্য চাপে?
পেট পুড়ে ভাতের তরে
সোনার আংটি হাতে পরে।
২| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৯
বিজন রয় বলেছেন: দারুন
সুন্দর।
++++++
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৭
সুমন কর বলেছেন: দারুণ তো !! +।