![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খাঁটি সোনা যাচাই করি
কষ্টিপাথর ঘষে
ফলারাদি হচ্ছে যাচাই
খেজুর গুঁড়ের রসে।
কয়লা থাকে খনির ভিতর
হীরের নিবাস তাই
খাঁটি মানুষ যাচাই করার
একটি পাথর চাই।
কারো কাছে থাকলে বলুন
জীবন ইনাম দিয়ে
হাজার কিলো রাস্তা হেঁটে
আনতে পারি গিয়ে।
পাথর দিয়ে পাথর পরখ
মানুষ দিয়ে মানুষ
যাচাই ছাড়া এই মানুষই
হয়তো রাঙা ফানুস।
১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৪
পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম
২| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৩
বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
পাথর অনেক উপকারী।
১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৫
পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: ধন্যবাদ
৩| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২১
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ।
১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৫
পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৪| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:০২
অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগলো।
৫| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৭
ভ্রমরের ডানা বলেছেন: দুর্দান্ত ছড়া!!
কয়লা থাকে খনির ভিতর
হীরের নিবাস তাই
খাঁটি মানুষ যাচাই করার
একটি পাথর চাই।
বাহ!
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০২
নুর আমিন লেবু বলেছেন: ভাল লাগল ভাই