![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ চেনো সঙ্গে
পোষাক চেনো রঙে।
সবার মতে মত
কেঊ চড়ে না রথ।
স্বভাব বেটার শক্ত ভীত
মরলে উজায় বিপরীত।
গড়িয়ে যদি পাথর যায়
ময়লা কি তার লাগে গায়।
সুযোগ বুঝে মারলে কুপ
উপড়ে যাবে হাজার ঝুপ।
বিয়ের আগে ভাবতে হবে
কোথায় এনে বউটা থোবে।
শত হলেও রক্তের টান
ভিন্ন মানুষ একই গান ।
কাঁটা দিয়ে কাঁটা তুলো
ভোর হয়েছে দোয়ার খোলো ।
বদান্যতা পরম ধন
এতে মিলে হরির মন ।
লক্ষীর পুঁতে ভিক্ষা মাগে
চোর পালালে বুদ্ধি জাগে ।
যতই দামী হোক না তেল
পড়ে গেলে কান্না ফেল ।
এদিক ওদিক তাকিয়ে নাও
লাফের লাগি বাড়াও পাও ।
সকল কিছু জানতে গেলে
সব কিছুতে ডিম্ব মিলে ।
জোয়ান বুড়ো হও না যে-ই
লেখা পড়ার বয়স নেই ।
ভালবাসা অন্ধ হলে
অল্প দিনে প্রমাণ মিলে।
জ্ঞানই শক্তি তাকে কেনো
পরকে ছেড়ে আপন চেনো ।
বিপদ যখন আসতে চায়
আরো বিপদ খাবি খায় ।
আবিষ্কারের মহামাতা
প্রয়োজনের শূণ্য খাতা ।
প্রয়োজন তো আইন মানে না
বাচ বিচার কী তাও জানে না ।
ধান ভান্তে শিবের গীত
এক মাঘে তো যায় না শীত
যেথায় ধোঁয়া সেথায় আগুন
বারোটি মাস নয়তো ফাগুন
দুঃখের ঘা ধীরে শুকায়
টাকার পিছে সত্য লুকায়
শেয়াল নিজেই মস্ত ঠক
আঙ্গুর ফল তাই তো টক।
মুখে মধু মনে বিষ
খরায় মরে সশ্য শীষ ।
আজ এর শিশু কাল- এর বাপ
মির্জাফরের নেইতো মাফ ।
কয়লা বলে ওরে ছাই
এতো কাল কেন ভাই।
ধীরে সুস্থে করলে কাজ
মাথায় জুটে জয়ের তাজ।
ঝিকে মারলে বউ কি বুঝে
আরো বেশি কিন্তু খুঁজে।
২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:২৯
পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: ধন্যবাদ আপনাকে
২| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৩
ভ্রমরের ডানা বলেছেন: বানানে কিছু ভুল আছে! ঠিক করে নিয়েন!
অসাধারণ ছড়া! খুব ভাল লেগেছে! প্লাস
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৫
আরজু পনি বলেছেন:
দারুণ শেয়ার...
জ্ঞানই শক্তি তাকে কেনো
পরকে ছেড়ে আপন চেনো ।