![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সকালের বাতাস বলে-
কাল সকালে বৃষ্টি হবে
দুর্বাঘাসের মিটবে তৃষা
চাতক-প্রহর আকাশ থেকে মুখ ফেরাবে
বৃষ্টি হবে বৃষ্টি হবে ।
শ্মশান ঘাটের ছাইয়ের কালি
এক নিমিষেই ধুয়ে নিবে
গোরস্থানে কেউ যাবে কোদাল হাতে।
বাতাস যদি মিথ্যে না হয়
কাল সকালেই বৃষ্টি হবে
অঝর ধারায় বৃষ্টি হবে
নিষ্কলঙ্ক বৃষ্টি হবে।
খরার মরা থাকলে ঘরে ,আমের বোলে বোলতা বসে
মরার কফিন ফুল সাজিয়ে লাভ কী বলো, সশ্য যদি ভষ্ম হল ?
মোমের আলো ক্যামনে বলুন অমাবশ্যার তিমির তাড়ায় ?
কাল সকালে বৃষ্টি হবে
বাতাস যদি মিথ্যে না হয়
গুল্ম-লতা সজীব হবে
পথের ধুলো, চরের বালি আবার পরান ফিরে পাবে
কাল সকালেই বৃষ্টি হবে।
২| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪১
আরাফআহনাফ বলেছেন: "কাল সকালে বৃষ্টি হবে"
আমিও চাই বৃষ্টি ঝরুক কাল সকালে।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৪
বিজন রয় বলেছেন: বৃষ্টির দিনেই বৃষ্টির কবিতা।
বাহ! +++