![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বউয়ের গুণে শ্বশুর বাড়ি
শালির গুণে থাকা
শালার গুণে রং-তামাশা
না হলে সব ফাঁকা ।
চুনের গুণে পান-সুপারি
নুনের গুণে কারি
সকল গুণের সাথে কি আর
তাল মিলাতে পারি ।
গাছের গুণে ফলের ফলন
পানির গুণে মাছ
নিজের গুণেই সবাই গুণী
এটাই হাতের পাঁচ।
২| ২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৭
বিজন রয় বলেছেন: সুন্দর।
+++
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৯
সচেতনহ্যাপী বলেছেন: ভাল লাগলো।।