নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যোগ বিয়োগ

পারভেজ রশীদ মঙ্গল

সত্যানুসন্ধানী

পারভেজ রশীদ মঙ্গল › বিস্তারিত পোস্টঃ

প্রবাদের পদ্যরুপ -১১

৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৮

পদটা যত ছোট যার
বসের মত কথা তার।

পতঙ্গদের ছয়টি পা
কেউ বলেনা হেঁটে যা ।

ঘড়ি যদি বন্ধ হয়
সময় কি আর আটকে রয়?

ভাল মানুষ চড় খেলে
ঢোকের মত গিলে পেলে।
খারাপ লোকে খেলে চড়
ঘুর্ণিসহ ছুটে ঝড়।

টাকা যার যত কম
দূরে থাকে তার যম।

যেথা হারাও সেথা খুঁজো
নিজের বুঝ নিজেই বুঝো।

শত্রু যত মিত্র তত
সুনাম বাড়ে অবিরত।

ছোট মুখে বড় কথা
আমিই বৃক্ষ তুমি লতা।

সকল রাত নয় অমাবশ্যা
শুভ কাজের হোক তপস্যা ।

বেঙ করেনা জ্বরের ভয়
বালির ঘরের কীসের ক্ষয়?

নিজের ঝালে পুড়লে গাল
বুঝতে হবে এ-ই কপাল।

যত পায় তত চায়
অবশেষে সবই যায়।

শত হলেও মায়ের মন
দুখ দিলেও বাচাধন।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৭

দেবজ্যোতিকাজল বলেছেন:

২| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: উপদেশমূলক কাব্য ভাল লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.