নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তার সকাল সন্ধ্যা

এস.এম.মেহেদী হাসান মামুন

আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।

এস.এম.মেহেদী হাসান মামুন › বিস্তারিত পোস্টঃ

হবে কি!

১৮ ই জুন, ২০১৭ রাত ৯:২৭

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৭ রাত ৯:৪৫

উজ্জ্বল হায়দার বলেছেন: এভাবেই পালাতে হবে কোহলিকে। আমি খুব খুশি হয়েছি।ওদের অহংকার অনেক বেশি। এটা তাদের প্রাপ্য।

১৮ ই জুন, ২০১৭ রাত ৯:৫৬

এস.এম.মেহেদী হাসান মামুন বলেছেন: অহংকারীর পতন অনিবার্য।

২| ১৮ ই জুন, ২০১৭ রাত ১১:২০

উম্মু আবদুল্লাহ বলেছেন: বাংলাদেশী খেলোয়াররা মনে হয় ভারতের সাথে খেলার সময় নার্ভাস হয়ে যায়।

রেটিং এ বাংলাদেশ নামবে জেনেও আমি পাকিস্তানকে সমর্থন দিয়েছিলাম। ভারতের প্রতি আইসিসির পক্ষপাতের অভিযোগটা অমূলক মনে হয় না আমার। যাক, পাকিস্তান নিরাশ করেনি। গুড়িয়ে দিয়েছে ভারতের যত অহমিকা। সামনে বাংলাদেশকে সেই রকম দেখতে চাই।

ইমরান খান এখন কি জবাব দেবে সেটা দেখার অপেক্ষায়। এতদিন পাকিস্তান কোন একটা খেলায় হারলেই তিনি সেই হারের জন্য নওয়াজ শরীফকে দায়ী করে বিবৃতি দিতেন। এখনকার পাকিস্তানের এই জয়ে কি তিনি নওয়াজকে কৃতিত্ব দিতে রাজী?

৩| ১৯ শে জুন, ২০১৭ রাত ১:৫৭

কলাবাগান১ বলেছেন: "রেটিং এ বাংলাদেশ নামবে জেনেও আমি পাকিস্তানকে সমর্থন দিয়েছিলাম।"
রেটিং কেন পাকিস্হান বাংলাদেশের খেলার সময় ও আপনার মত লোকেরা পাকিস্হান কে সাপোর্ট দিবেন।

১৯ শে জুন, ২০১৭ সকাল ৯:৫৯

এস.এম.মেহেদী হাসান মামুন বলেছেন: আপনার মন্তব্যটি নিতান্তই অযৌক্তিক ভাইয়া। এটা বলে আপনি মেন্টাল স্যাটিশফ্যাকশন লাভ করছেন, এজন্য বলছেন। বাস্তবে আমি ভারত পাকিস্তান দুটোকেই ঘৃণা করি। আর ভারতকে একটু বেশিই। আশা করি বুঝেছেন।

৪| ১৯ শে জুন, ২০১৭ সকাল ১০:৫৪

উম্মু আবদুল্লাহ বলেছেন: "এটা বলে আপনি মেন্টাল স্যাটিশফ্যাকশন লাভ করছেন, এজন্য বলছেন।"

এরা মানসিকভাবে নিতান্তই সংকীর্ন। নিজেদের মানসিক দৈন্যতা থেকে এইসব প্রলাপ বকতে থাকে।

"বাস্তবে আমি ভারত পাকিস্তান দুটোকেই ঘৃণা করি। "

এইখানে আমি অবশ্য আলাদা। বাংলাদেশের পরে অনেক ইস্যুতে ভারতকে সমর্থন করি। পশ্চিম বাংলার লেখকদের বই পড়ি, তাদের টিভি সিরিয়াল দেখি - সুতরাং কিছুটা পক্ষপাত তো থাকেই। অন্যদিকে পাকিস্তানীদের সাথে একই মসজিদে নামাজ পড়ি। যার ফলে ভারত কিংবা পাকিস্তানের মানুষকে আমার দূরের মনে হয় না। কিন্তু ক্রিকেটে যেহেতু আইসিসিকে আমার পক্ষপাতদুষ্ট মনে হয়, সেজন্যে সেখানে আমি বিরক্ত হয়ে ভারতের বিরুদ্ধে যাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.