নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য বড়ই কঠিন

সত্য যে কঠিন; কঠিনেরে আমি ভালবাসিলাম

ক্লাউনবয়৮৭

পবিত্র ঈদে মীলাদুন নবী মোবারক হো!!!

ক্লাউনবয়৮৭ › বিস্তারিত পোস্টঃ

পাহাড় থেকে সেনা সরানোকে আপনি কি সমর্থন করেন..? আমি করি না, কারণ...

০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৬:১৪

আমার বিগত একটি পোস্টে প্রশ্ন ছিল- ‘সিআইএ’, ‘র’, এবং ‘আইএসআই’-এর সাথে যোগসাজশের অভাবে প্রধানমন্ত্রী ২০০১-এ ক্ষমতায় আসতে পারেননি। এবারে যে ২০০৮-এ ক্ষমতায় এসেছেন, সেটা কী তাহলে তাদের সাথে যোগসাজশ করেই এসেছেন?

বিগত ৬-৭ মাসের হিসাব, সেনা প্রত্যাহারের পর বিবদমান ত্রি-পক্ষের লড়াইয়ে অন্তত নিহত হয়েছে ৫০ এরও বেশি। এছাড়াও পরস্পরের উপর সশস্ত্র হামলা ২৬ , বন্দুকযুদ্ধ হয়েছে ১৯ বার, আহত শতাধিক, অপহরণ ২২, চাঁদাবাজি হিসাব ছাড়া।

* পাহাড়ে জামাতী ভাবধারার ছাত্র সংগঠন ‘বাঙালি ছাত্র পরিষদ’ তৎপর রয়েছে। খাগড়াছড়িতে উপজাতিদের ঘর পোড়ানোয় জামাত-শিবির ক্যাডার মূল ভূমিকা পালন করে। এদের অনেকেই বিদেশীদের দালাল। এ কারণে আইন-শৃঙ্খলা বাহিনীও তাদের সমীহ করে চলে।

* নাকদারাসুরে এখন উলফাসহ ভারতের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলো ঘাঁটি স্থাপন করেছে বলে মিডিয়া তেমন কিছু প্রকাশ না করলেও আমরা সকলেই এ ব্যপারে নিশ্চিত। উলফা সম্পর্কিত খবর থেকেই এ বিষয়ে স্পষ্ট ইশারা পাওয়া যায়।

* নিষিদ্ধ ঘোষিত এনজিও হেরিটেজ, রাবেতা আলেম আল ইসলামী, এনাম আর নট, তাওহীদ ট্রাস্ট এ ব্যাপারে অর্থায়ন করছে। এদের সঙ্গে আল কায়েদারও যোগসাজশ রয়েছে।

* এছাড়া দুগর্ম পাহাড়ি এলাকায় গভীর অরণ্যে সবজি চাষের ফাঁকে ফাঁকে গাঁজা, হাসিস, আফিম, পপি চাষ করা হচ্ছে। ভূমি নিয়ে পাহাড়ি-বাঙালি বিরোধ জিইয়ে রাখা হয়েছে। জমির মালিকানা পাহাড়িদের বুঝিয়ে দেয়া হচ্ছে না। এই বিরোধ জিইয়ে রেখে দেশী-বিদেশী চক্র তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।

.............সব মিলিয়ে পাহাড়ের অবস্থা ঘোর বিপদসঙ্কুল।

পাহাড়ের গুরুত্বপূর্ণ এলাকা থেকে সেনাবাহিনী প্রত্যাহারের সুযোগেই কি এ অব্যাহত সন্ত্রাস আর খুনোখুনি?

কিছুদিন আগে আমি আমার একটা পোষ্টে আমাদের সরকারদের ‍র" সি.আই.এ আইএসআই এব‍ং মোসাদের যোগসাজশ বিষয়ক একটা পোষ্ট দিয়েছিলাম, আমার মনে প্রশ্ন, পাহাড় থেকে সেনা সরানোও কি তাদেরই ইঙ্গিত?

____________________

১২ মার্চ: গনতন্ত্র ফাঁস হল যেভাবে....(?)

____________________

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৬:১৮

ক্লাউনবয়৮৭ বলেছেন: আরো একবার পরাধীনতার স্বাদ নিতে তৈরি হও হে বাংলা....!!!!

২| ০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৬:১৮

রাতুলবিডি বলেছেন: পাহাড় থেকে সেনা সরানোকে আমি সমর্থন করি না

০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৬:২০

ক্লাউনবয়৮৭ বলেছেন: এ সুযোগকে সবচাইতে বেশি কাজে লাগাবে ‘র’

৩| ০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৬:২৩

নন্দনপুরী বলেছেন:

ভাইজান এইটা কোন সুত্রের খবর ???

০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৬:২৪

ক্লাউনবয়৮৭ বলেছেন: ব্যক্তিগতভাবে আমি মিডিয়া থেকে কালেকশন করে লিখেছি। এছাড়া যারা নিয়মিত মিডিয়াতে চোখ রাখেন....তারা এর সত্যতা সম্পর্কে ভালই জানবেন...

৪| ০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৬:৩৫

চিরতার রস বলেছেন: হুমমম। "র" তো পুরাই লাগছে বাংলাদেশের পিছে। বাংলাদেশে একবার তারা শক্ত ঘাটি কইরা ফালাইলেই এদেশে আর শান্তি প্রতিষ্টা করা সম্ভব হবেনা।

০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৬:৪৫

ক্লাউনবয়৮৭ বলেছেন: হগ্গলে মিল্লা দাবড়ানি দিলে বাঙালির সামনে ‘র’ কন আর ব কন সব পালাইয়া কুল পাইবোনা...!!!
তয় দাবড়ানি দেয়ার মত মনের জোর আমাগোরে আবার ফিরাইয়া আনেতে অইবো ৭১-এর মতন কইরা....

৫| ০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৬:৪৭

রিযাদ হোসাইন রনি বলেছেন: আমাদের সেনাবাহিনী নিরব কেন।তাদের এ সকল বিষয়ে সচেতন হওয়া উচিত।

০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৭:১১

ক্লাউনবয়৮৭ বলেছেন: আমাদের সেনাবাহিনীর একটা ভিতরের খবর শুনাই: সেনাবাহিনীতে যে সকল পার্টি হয়, পার্টিতে সেনারা মদ বিয়ার এসবতো খায়ই সাথে সাথে তারা একজন আরেকজনের স্ত্রী বদল করে মৌজ করে পার্টি শেষে।
---------তো সেই সেনাবাহিনী থেকে আমরা কি আশা করব?
তবু বাঙালি সেনা বলে কথা.....তবে তাদেরকে আবারো জাতীয়চেতনা ও শুচি সংস্কৃতির পরশে রাখলে তাদের থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি।

৬| ০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৬:৫৩

সবখানে সবাই আছে বলেছেন: বাল পোস্ট।

০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৭:১৩

ক্লাউনবয়৮৭ বলেছেন: দেশটাতে তোমাদের মত আবালে ভরে উঠছে বলেই......আজও আমরা খিচুড়ি সংস্কৃতির দেশে পরিণত হয়েছি।

৭| ০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৭:১৯

ক্লাউনবয়৮৭ বলেছেন: শুধু লেখার চকমকি আর অলংকারের মোহ-ই আমাদেরকে ব্লগের অনেক গুরুত্বপূর্ন পোস্ট-এর মর্ম উপলব্ধি থেকে বঞ্চিত করছে।
কোনো পোস্টে লেখকের অপরিপুর্ণতা থাকতে পারে........কিন্তু লেখকের সৎ উদ্দেশ্যের জন্য অবশ্যই লেখককে উৎসাহ দেয়া উচিত। এটাই হবে সত্যিকারের দেশপ্রেমিকের নুমনা। বাঙালি আজ শতধা বিভক্ত। যার ফলশ্রুতিতে আজও আমরা ভারতের কাছে নতজানু।

৮| ০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৭:২২

অস্থির পৃথিবী বলেছেন: লেখক বলেছেন: আমাদের সেনাবাহিনীর একটা ভিতরের খবর শুনাই: সেনাবাহিনীতে যে সকল পার্টি হয়, পার্টিতে সেনারা মদ বিয়ার এসবতো খায়ই সাথে সাথে তারা একজন আরেকজনের স্ত্রী বদল করে মৌজ করে পার্টি শেষে।
---------তো সেই সেনাবাহিনী থেকে আমরা কি আশা করব?

তা ভাই এত ভেতরের খবর রাখেন আর এইটুকু জানেন না যে সেনা সরানো যেমন সরকারের সিদ্ধান্ত সেনা মোতায়েন করার এখতিয়ারও সরকারই রাখেন। জনগন যদি সত্যি চায় আওয়াজ তোলে না কেন? পাহাড়ে সেনা মোতায়েন থাকাকালীন বিতর্ক কি কম হয়েছে? সুতরাং সেনা মোতায়েন সরকারের ইচ্ছাতেই হওয়া উচিত। আর ভাই দয়া করে একটু জানাবেন ভেতরের খবরটা আপনি কিভাবে পেলেন?

০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৭:৩০

ক্লাউনবয়৮৭ বলেছেন: ভেতরের খবরটি আমি আমার ফেমিলিয়ার সংশ্লিষ্টজন থেকেই জেনেছি।
----
অবশ্যই সবই সরকারের মাধ্যমেই এসব হয়। তবে ছায়া সরকারের কথা নিশ্চয়ই শুনেছেন। উদাহরণত, সুরঞ্জিত বাবুরা ছায়া সরকারের কারণেই রক্ষা পায়, তাদের কুকর্মগুলিও পর্দার আড়ালে চলে যায় এভাবে।
...........বিনোদনে বুঁদ হয়ে থাকা জনগণ আর বিদেশী বিদেশী বলে যারা স্টাইল আর ফ্যাশনের জো তুলেন, শুধু এক ১লা বৈশাখেই পান্তা খান তারা মাথা তুলবে কেমেনে..?
বিএসএফ বাঙালিকে যেভাবে গরু-ছাগলের মত নির্যাতন করে......সেটার জন্য ৥অস্থির পৃথিবী’ আপনি কাকে দায়ী করবেন?

৯| ০৩ রা মে, ২০১২ রাত ৮:০৯

অস্থির পৃথিবী বলেছেন: বি এস এফ এর নিষ্ঠুরতার জন্য আমি আমাদের পররাষ্ট্র নীতিকে দায়ী করব। জাতি হিসেবে আগে নিজেদের উপর নিজেদের বিশ্বাস আনতে হবে।
আর ভাই একটা কথা বলি আপনি সেনাবাহিনীতে পার্টি সম্বন্ধে যা শুনেছেন এগুলো সঠিক নয়।

০৩ রা মে, ২০১২ রাত ১০:৩২

ক্লাউনবয়৮৭ বলেছেন: দায়ী করেই আপনার কম্ম শেষ? ভারতী সিনেমা আর সংস্কৃতি থেকে নিজেকে কতটুকু মুক্ত রাখতে চেষ্টা করেছেন?
শুধু সরকারই দায়ী......আপনার নাগরিক দায়িত্ব কোথায়?

১০| ০৩ রা মে, ২০১২ রাত ১০:৫০

নাহিয়ান বিন হোসেন বলেছেন: পাহাড়ে সেনা সরানো দূরে থাক উপরন্তু প্রচন্ড শক্তিশালি সামরিক অবস্থান গ্রহন করা দরকার। বিপুল সংখ্যক সেনা মোতায়েন সহ পার্বত্য চট্টগ্রামে সব সময় বাংলাদেশ সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা উচিৎ এবং সেখানে কঠোর সেনা নিয়ন্ত্রন আরোপ করা উচিৎ।


@ লেখক, সেনাবাহিনী সম্পর্কে অনেক গুলো ফালতু মিথের মধ্যে এটা একটা (যেটা আপনি বললেন) । সব দেশের সেনাবাহিনীতেই কিছু কিছু নষ্টামি থাকে। কিন্তু তার জন্য পুরো সেনাবাহিনীকে ব্লেম করা হাস্যকর রকম বোকামি। আরেকটা কথা ,সেনাবাহিনী নিজ ইচ্ছায় পাহাড়ে থাকতে বা সরতে পারে না। সরকার এটা করায়। এবার পাহাড় থেকে সেনা সরানোর পেছনে গভীর চক্রান্ত আছে বাকশালীদের।

০৩ রা মে, ২০১২ রাত ১১:০৯

ক্লাউনবয়৮৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে!
আপনার উচিতের সাথে উচ্চকন্ঠে আমিও সহমত জানাই।

বিষয়টাকে আপনি যতটুকু ফালতু বলছেন, ততটুকু নয়...আমি বিষয়টি যথেষ্ট শক্তিশালী মাধ্যমে জানি। আপনার মত আমিও আমাদের সেনাবাহিনীকে শ্রদ্ধা-সম্মান করি। তবে অসুস্থ ধারা আমাদের সমাজে যেভাবে বাড়ছে সেটা সেনাবাহিনীতে প্রবেশ করছেনা বা করবেনা এর কতটুকু নিশ্চয়তা দিতে পারবেন আপনি?

১১| ০৪ ঠা মে, ২০১২ রাত ২:২৩

অস্থির পৃথিবী বলেছেন: না সরকারের উপর সব দায় চাপাতে পারি না কিন্তু বড় দায় সরকারেরই এ ব্যাপারে কোন সন্দেহ নাই। আর এখনকার ভারতীয় সংস্কৃতি সম্পর্কে আমি নিজে অন্তত সচেতন ।

০৪ ঠা মে, ২০১২ রাত ২:৪৭

ক্লাউনবয়৮৭ বলেছেন: আপনার সচেতনতার জন্য ধন্যবাদ।
আসুন আমরা সকলে বিদেশী অপসংস্কৃতি সর্ম্পকে অপর বাঙালিদেরও সচেতন করার মহান দায়িত্ব নিজের কাঁধে তুলে নিই....

১২| ২০ শে মে, ২০১২ সকাল ১১:১০

এস এম মোমিন বলেছেন: পাহাড়ে সেনা সরানো দূরে থাক উপরন্তু প্রচন্ড শক্তিশালি সামরিক অবস্থান গ্রহন করা দরকার। বিপুল সংখ্যক সেনা মোতায়েন সহ পার্বত্য চট্টগ্রামে সব সময় বাংলাদেশ সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা উচিৎ এবং সেখানে কঠোর সেনা নিয়ন্ত্রন আরোপ করা উচিৎ।

২০ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৫০

ক্লাউনবয়৮৭ বলেছেন: জোর সহমত

১৩| ২০ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:১১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: নাহিয়ান বিন হোসেন বলেছেন: পাহাড়ে সেনা সরানো দূরে থাক উপরন্তু প্রচন্ড শক্তিশালি সামরিক অবস্থান গ্রহন করা দরকার। বিপুল সংখ্যক সেনা মোতায়েন সহ পার্বত্য চট্টগ্রামে সব সময় বাংলাদেশ সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা উচিৎ এবং সেখানে কঠোর সেনা নিয়ন্ত্রন আরোপ করা উচিৎ।


@ লেখক, সেনাবাহিনী সম্পর্কে অনেক গুলো ফালতু মিথের মধ্যে এটা একটা (যেটা আপনি বললেন) । সব দেশের সেনাবাহিনীতেই কিছু কিছু নষ্টামি থাকে। কিন্তু তার জন্য পুরো সেনাবাহিনীকে ব্লেম করা হাস্যকর রকম বোকামি। আরেকটা কথা ,সেনাবাহিনী নিজ ইচ্ছায় পাহাড়ে থাকতে বা সরতে পারে না। সরকার এটা করায়। এবার পাহাড় থেকে সেনা সরানোর পেছনে গভীর চক্রান্ত আছে বাকশালীদের।

***************

পূর্ণ সহমত!

২০ শে মে, ২০১২ রাত ১০:২৭

ক্লাউনবয়৮৭ বলেছেন: ধন+
কিন্তু এ বিষয় আদায় করতে আমরা সরকারের নিকট কি কোন চাপ প্রয়োগ করতে পারি না???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.