নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিপন ইমরান

রিপন ইমরান › বিস্তারিত পোস্টঃ

পঙ্গু সাংবাদিক...

২০ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:২৪

আমি একটা কথা বলি, এই যে সাংবাদিক প্রবীর সিকদারকে নিয়ে প্রায় সমস্ত মিডিয়া, সামাজিক যোগােযাগ মাধ্যমে পঙ্গু সাংবাদিক-পঙ্গু সাংবাদিক বইলা আওয়াজ তুলল এইটা আমার কাছে একটুও ভালো লাগে নাই...

তার সাহসী সাংবাদিকতার কথা প্রসঙ্গে নির্যাতিত হয়ে পা হারানোর গল্পটা রিপোর্ট বা লেখায় আসাটাই স্বাভাবিক...কিন্তু তাকে একজন শারীরিক ত্রুটিসম্পন্ন মানুষ হিসেবে পরিচয় করিয়ে দেয়াটা!!!

যদিও এই বিষয়টি কেউ তাকে হেয় করার জন্য লেখেনি...নিতান্তই অভ্যাসবশত লিখেছেন...যেমনটি আমরা হরহামেশাই দুস্থ কোন মুক্তিযোদ্ধার নামের আগে লিখে দেই 'পঙ্গু মুক্তিযোদ্ধা'...যাতে তার জন্য সহমর্মিতার পরিমান আরো বেড়ে যায়...

তবুও কারও শারীরিক ত্রুটি সংক্রান্ত অ্যাখ্যা দেয়াটা আমার কাছে মানসিক বৈকাল্য ছাড়া আর বেশি কিছু মনে হয় না...অামার কাছে মনে হয়, এতে ওই মানুষটির অপমান করা হয়...তার বীরত্ব তার কর্মকে খাটো করে দেখা হয়...

আমি যদি হঠাৎ খুব ভালো কিছু করে ফেলি আর সমস্ত গণমাধ্যমে আমাকে নিয়ে লেখা হতে থাকে ' মোটকা সাংবাদিক রিপন ইমরান...তখন আমার কেমন লাগবে চিন্তা করতেই মাথাটা একটা চক্কর মেরে উঠলো...

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৭

মাঘের নীল আকাশ বলেছেন: আমরাই মানসিকভাবে পঙ্গু!

২| ২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪০

তপ্ত সীসা বলেছেন: সে পঙ্গু না আন্ধা ওইডা কথা না ভায়া, কথা হইলো সে সত্যি আকাম কুকাম অপরাধ করছে নাকি। যদি কইরা থাকে তাইলে ল্যাংড়া বইলা মাফ পাওয়া উচিত না, আর অপরাধ না হইলে উসাইন বল্টুর মত ফিট হইলেও তার সাথে থাকন উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.