![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক সাধারণ ছেলে যার আছে কিছু অসাধারণ স্বপ্ন।
শুনলাম রানার ব্যাপারে রাষ্ট্রপক্ষের কৌশুলী নাকি বলেছেন, "ইমারত আইনে রানার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড" অনেকে অনেক কথা বলবেন। আমার একটি প্রশ্ন আছে।
#রানার বিরুদ্ধে জনরোষের কারণ কি শুধুই ত্রুটিপূর্ণ ভবন নির্মাণ? একবার ভেবে দেখুন তো, ভবনে ফাটল দেখা দিয়েছিল আগেই। দুর্ঘটনার দিন যদি শ্রমিকদের জোর করে ভবনে না ঢুকানো হত, তাহলে হয়ত কেবল আর্থিক ক্ষতি হত। এখন কথা হল যদি ভবন ধসে পড়ে কেবল রানা আর গার্মেন্টস্ মালিকদের ক্ষতি হত, তাহলে কতজন রানার বিচার নিয়ে ব্যস্ত হতেন? নিজের কথাই একবার ভাবুন। রানা কেবল মরণফাঁদ বানায় নি, নিরীহ মানুষগুলোকে বাধ্য করেছে সেই ফাঁদে পা দিতে। তার প্রধান অপরাধ হল মানুষ হত্যা, অবৈধ দালান নির্মাণ নয়। তাহলে খুনি রানার বিচার? আপামণির সোনার ছেলে, সাভার আওয়ামীলীগ এর প্রাণ এবং আওয়ামী কর্মী হেতু অধিকার সূত্রে মুক্তিযুদ্ধের চেতনার ধারক কলু রানার বিচার যে অধরাই রবে, তার গ্রেফতার যে কেবল সাজানো নাটক তা কানার ভাই অন্ধ ও বুঝে। আওয়ামী কৌশুলীর উক্তি কেবল তাতে শেষ পেরেক ঠুকল।
©somewhere in net ltd.