![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোটর সাইকেলে ফুটবল খেলা। ১৯১৯ সাল।
নিউ ইয়র্কের নির্মানাধীন গগনচুম্বী অট্টালিকার সুউচ্চ স্থানে বসে ছবি
তুলছেন বিখ্যাত ফটোগ্রাফার চার্লস সি এবেট। সাল ১৯০৫।
ক্লাস করাচ্ছেন বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। সাল ১৯৩৪।
মাইকেল জ্যাকসন কনসার্টে হেলে/ ঝুকে গান গাওয়ার জন্য এই জুতো ব্যবহার করতেন।
যুক্তরাস্ট্রের সিরিজ কিলার টেড বান্ডি এবং ইলেকট্রিক চেয়ারে বসার আগে জীবনের শেষ রাতের খাবারের ছবি।
১৯৭১ সাল অবধি শেভ্রলেট গাড়িগুলোকে এভাবেই সংবাহন করা হত।
১৯০৩ সালে যুক্তরাস্ট্রের একটি জেলে সদৃশ্য চেহারার এবং একই নামে কিন্তু আত্মীয়তার সম্পর্ক নেই এমন দুই কয়েদিকে সনাক্ত করা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। আর তখন থেকেই ব্যক্তি সনাক্ত করার জন্য ফিঙ্গারপ্রিন্ট প্রথা চালু হয়।
শতাব্দীর সেরা মুষ্টিযুদ্ধ। ১৯২১ সালে নিউ জার্সিতে প্রায় ৯০ হাজার দর্শকের উপস্থিতিতে যোদ্ধা দেম্পসি এবং কার্পেন্টার এর মধ্যকার লড়াইয়ের দৃশ্য।
উনবিংশ শতাব্দিতে এই ধরনের অদ্ভুত পোশাক পরিধান করে সাইবেরিযরা ভাল্লুক শিকার করত।
মৃত্যুর আগের দিনগুলোতে স্টেভ জবস।
শিল্পী Piotr Pavlensky তার কারা মুক্তির দাবিতে যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য এভাবেই নিজের ঠোট সেলাই করেন।
ভিয়েতনাম যুদ্ধ: মার্কিন সৈন্যরা এক বন্দী ভিয়েতনামির মুখমন্ডল কাপড় দিয়ে পেচিয়ে নির্যাতন করছে।
গভীর সাগরের তলদেশে নিমজ্জিত টাইটানিক।
মঙ্গল গ্রহ থেকে সূর্যাস্তের দৃশ্য।
৪০ শতকে এভাবেই পুরুষের দাড়ি চাঁচা হত।
এই প্রাণীটির নাম হারকিউলেস। সিংহ এবং বাঘিনীর ক্রসে জন্ম নেয়া হরকিউলাস ছিল বিড়াল জাতীয় প্রানীদের মধ্যে সর্ববৃহৎ প্রাণী।
টাইটানিকের এ সকল বাদকগণ যাত্রীদের মধ্যে সাহস ও উদ্দীপনা যোগাতে জাহাজটি নিমজ্জিত হওয়ার আগ পর্যন্ত বাদ্যযন্ত্র বাজিয়ে ছিলেন।
বিবাহ অনুষ্ঠানে নব দম্পতির চুম্বনের দৃশ্য দেখার পর তিনটি শিশুর প্রতিক্রিয়া।
লন্ডনের রাস্তায় স্কিনহেড ও হিপ্পী। সাল ১৯৬৯।
নিমজ্জিত টাইটানিকের সর্বশেষ খবর সংগ্রহে ব্যস্ত ব্রডওয়ে।
১৯০০ সালে শিশুদের এ ভাবেই ডাক পরিষেবার থলেতে ভরে গন্তব্যস্থলে পাঠানো হত।সে সময় ট্রেনের টিকিটের চেয়ে ডাক টিকিট ছিল বেশী সস্তা ।
জানেন ছবিটি কার? এটি ম্যাকাপ ছাড়া চার্লি চ্যাপলিনের ছবি।
দখলদার ইসরাইলির বিরুদ্ধে পশ্চিম তীরে এক ফিলিস্তিনি মহিলার প্রতিরোধ।
এক ভিয়েতনামি সৈন্যের মৃতদেহ ট্যাঙ্কের পিছনে বেধে টেনে নিয়ে যাচ্ছে মার্কিনি সাজোয়া বাহিনী।
মার্টিন ওয়াল্ডসিমুল্যার এর সৃষ্টি প্রথম বিশ্বম্যাপ। সাল ১৫০৭।
গাড়িতে টেলিভিশন। সাল ১৯৬৫।
কলিসিও রোমানোতে লড়াইরত চক নরিস এবং ব্রুসলি।
উম্ব্লেডনে আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতার প্রথম খেলা। সাল ১৮৮৩।
ক্যামেরা সজ্জিত পায়রা যা ইন্টারনেট আবিষ্কারের বহু আগে উদ্ভাবন হয়েছিল। সাল ১৯০০।
দুই সাহসী খেলোয়ার ভূমি থেকে ১০০০ মিটার উচ্চে বিমানের ডানায় টেনিস খেলছে। সাল ১৯২৫।
যুক্তরাস্ট্রে শেষবারের মত জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য। ১৯৩৬ সাল।
নির্মানাধীন আইফেল টাওয়ার , জুলাই ১৮৮৮।
নিমর্জ্জিত হওয়ার আগে টাইটানিকের সর্বশেষ ছবি। এপ্রিল ১৯১২।
ব্রুসলি তার এক হাতের বুড়ো আঙুল ও তর্জনীর উপর সারা শরীর ভর রেখে পুশ আপ অনুশীলন দেখাচ্ছে।
এক মহিলা ও শিশু তাদের নিজ অ্যাপার্টমেন্টে অগ্নিকান্ডের সময় আগুন থেকে বাঁচার আশায় জানলা দিয়ে লাফিয়ে পরছে।
ম্যাস সুইসাইড। গায়নার জনসটাউনের একটি উপসনালয়ে এক ধর্মীয়নেতা ২৭৬টি শিশু সহ মোট ৯১৩ জন একযোগে আত্মহত্যা করে।
Auschwitz এর নাৎসি বন্দীশিবিরের গ্যাস কক্ষের দেয়ালে নখের আচড়ের দাগ।
১৯৬৬ সালে বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী তার প্রতিদ্বন্দ্বী উইলিয়াম ক্লেভল্যান্ডকে মাত্র ৩ রাউন্ডে ধরাশায়ী ও নকআউট করে জয়লাভ করেন।
এই ব্যাক্তির শ্মশ্রু ছিল দৈর্ঘ্যে প্রায় ১,৪ মিটার যা শ্মশ্রুর ইতিহাসে সবচেয়ে লম্বা শ্মশ্রু। ১৮৭৬ সালে একদিন নিজ দাড়িতে হোঁচট খেয়ে পরে গিয়ে তার ঘাড় ভেঙ্গে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি ।
১৯৩৬ সালে বার্লিনে অলম্পিক গেমস উদ্বোধন কালে হিটলার।
নির্মাণাধীন টাইটানিকের মটর ও চালকযন্ত্রের বিশালতা মুগ্ধনয়নে অবলোকন করছে নির্মাণকারীরা।
কোকাকোলার প্রথম পরিবেশক। ১৯০৯।
প্রথম ক্যামেরা ।
প্যারিস ইউনিভার্সাল প্রদর্শনী, প্যারিস ১৯৩৭। বামে নাৎসী শিবির এবং ডানে রুশ পটমণ্ডপ। উভয়েই মুখোমুখি।
হিটলারের শেষ ছবি। ১৯৪৫ সালের ৩০ এপ্রিল হিটলার যে বাংকারে সুইসাইড করেছিলেন ছবিটি সেখানে তোলা হয়েছিল।
মেয়েদের সাতার কাটার পোশাকটি অনুমোদিত সাইজের চেয়ে ছোট কিনা সেটা পরীক্ষা করছে যুক্তরাস্ট্রের পুলিশ। ওয়াসিংটন ১৯২২।
নিল নদের অপর পাড় থেকে পিরামিড গিজার দৃশ্য, মিশর ১৯২৭।
ল্যান্ডসবার্গ কারাগার থেকে মুক্তি লাভ করার পর ৩৫ বছরের আডলফ হিটলার। ২০ ডিসেম্বর ১৯২০।
এ্যটম বোমা বিস্ফোরিত হওয়ার ২০ মিনিট পর জাপানের নাগাসাকি শহর। ১৯৪৫।
নিউইয়র্কের মালব্যারী সড়কের একটি চিত্তাকর্ষক রঙিন ছবি। ১৯০০ সাল।
গিলোটিনে ইগুয়েন ভেডম্যানের শিরচ্ছেদ করার দৃশ্য। ফ্রান্সের ইতিহাসে যে সকল অপরাধীদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল ইগুয়েন ছিল তাদের মধ্যে সর্বশেষ ব্যক্তি। ১৯৩৯ সাল।
কার্পাথিয়া জাহাজ থেকে তোলা টাইটানিকের বেচে যাওয়া যাত্রীদের প্রথম ছবি। সাল ১৯১২।
১৯৪০সালে প্যারিস পতনের সংবাদ শোনার পর হিটলারের উল্লাস নৃত্য।
ট্যাণ্ডেম চালনায় পা বিহীন এলি বয়েন এবং হাত বিহীন চার্লস। সাল ১৮৯০।
সন্তান বিক্রয় করতে আসা এক দরিদ্র মা লজ্জায় ক্যামেরার সামনে মুখ লুকাচ্ছে। শিকাগো ১৯৪৮।
উড়ন্ত গাড়ি কনভেয়ার মডেল ১১৮। ১৯৪৭ সালে সাধারণ মানুষের জন্য এই প্রোটোটাইপ উড়ন্ত গাড়ি শুধুমাত্র ২টি বানানো হয়েছিল।
টাইটানিক জাহাজের বিখ্যাত সিড়ি।
ক্যালিফোর্নিয়া সড়ক , সান ফ্রান্সিসকো ১৯৬৪।
এক দৃশ্যে জীবন এবং মৃত্যু।
রায় ক্যাম্পবেল এবং ডিক হাইল্যান্ডের মধ্যে দুর্দান্ত বক্সিং ম্যাচের ফটো, কানাডা, ১৯১৩। .
পানির নিচে অনুশীলনরত হেভিওয়েট চ্যাম্পিয়ন মোহামদ আলী।
১১ বছর বয়সে এডলফ হিটলার।
৬ ডিফেন্ডারের বিরুদ্ধে দিয়াগো মারাদোনা।
প্রথম বিমান ক্যারিয়ার, ১৯১০ সাল।
কম্পিউটার প্রস্তুতকারী আই বি এম কোম্পানির ৫ মেগাবাইট ক্ষমতা সম্পন্ন ১ হাজার কিলো ওজনের একটি হার্ড ডিক্স বিমানে লোড করা হচ্ছে। ১৯৫৬ সাল।
বুলেট প্রুফ জ্যাকেট পরীক্ষা। ১৩ সেপ্টেম্বর ১৯২৩ সাল, ওয়াশিংটন।
লিওনিদ রগজভ, বয়স ২৭ বছর। এন্টার্টিকায় বসবাসকারী রাশিয়ানদের মধ্যে তিনি ছিলেন একমাত্র শল্য চিকিৎসক। একদিন তার শরীরে উচ্চ তাপমাত্রায় জ্বর এবং পেটে ব্যথা শুরু হলে তিনি পরীক্ষা করে ধরতে পারলেন যে তার এপেনডিক্স স্ফীত হয়ে গেছে এবং সেটা যে কোনো সময় ফেটে যাওয়ার সম্ভবনা রয়েছে। পরিস্থিতি বুঝেই এপেনডিক্স অপসরণ করার জন্য তিনি লোকাল অ্যানাসথেসিয়া প্রয়োগ করে নিজের অপারেশন নিজেই করেন।
এক পলাতক আসামিকে নিজেদের অধীনে রাখতে চেষ্টা করছে ম্যাক্সিকো ও যুক্তরাস্ট্রের বর্ডার গার্ড।
কোপেন হেগেন শহরের একটি ওভারকোট বিক্রয় কেন্দ্র। ১৯৩৬ সাল।
এক জার্মান সৈন্যের হিমায়িত মৃতদেহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পূর্ব রনাঙ্গনে এই মৃতদেহকে সূচক হিসেবে ব্যবহার করা হয়েছিল।
শিম্পাঞ্জি নভোচারী হ্যাম ,পত্রিকার শিরোনামে আসা নিজের ছবি দেখাচ্ছে। সাল ১৯৬১।
জন স্মিথ ওরফে Gaa-binagwiiyaas; মিনিসোটার অধিবাসী এই চিপ্পেওয়া রেড ইন্ডিয়ান বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটি ১২৯ বছর আয়ু লাভ করেছিলেন।
সবাইকে ধন্যবাদ।
০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
রামন বলেছেন:
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
২| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০০
এহসান সাবির বলেছেন: জটিল পোস্ট।
+++++
০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
রামন বলেছেন:
হুমম , জটিল কিছু থাকাটা অসম্ভব নয়, ধন্যবাদ।
৩| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৬
চারশবিশ বলেছেন: সত্যিই অসাধরন, অবাক হয়ে দেখলাম
তবে কুড়াল দিয়ে দাড়িকাটা সম্ভব নয়, এটা হয়তো কোন কমেডি ছবি
০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২
রামন বলেছেন:
কমেডি হতে পারে তবে অবস্থার প্রেক্ষিতে সবই সম্ভব। ধন্যবাদ।
৪| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৯
গোলাপ বলেছেন: দারুন সব ছবি
০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২
রামন বলেছেন:
ধন্যবাদ।
৫| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১১
ইমরাজ কবির মুন বলেছেন:
অসাম পোস্ট !!
০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
রামন বলেছেন:
ধন্যবাদ।
৬| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৪
সাদা মনের মানুষ বলেছেন: অসাধারণ কালেকশন, সরাসরি প্রিয়তে
০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
রামন বলেছেন:
পোস্ট দেখার জন্য ধন্যবাদ।
৭| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪২
ফারজুল আরেফিন বলেছেন: অনেক কিছু দেখা হলো, ধন্যবাদ আপনাকে।
০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
রামন বলেছেন:
বহুদিন পর ফারজুল আরেফিন !! ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৮| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫
মোঃ নাহিদ শামস্ বলেছেন: খুব ভালো লাগলো ছবিগুলো। ইতিহাস যেনো চোখের সামনেই দেখতে পাচ্ছিলাম। শুভকামনা রইলো।
০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
রামন বলেছেন:
এ ধরনের আরও ছবি আমার সংরক্ষণে আছে, অবসরে ছবিগুলো দেখি সুদুর অতীতের কথা ভাবি এবং ভালই লাগে। ধন্যবাদ আপনাকে।
৯| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৬
বোধহীন স্বপ্ন বলেছেন:
ক্লান্ত হয়ে গেছি, দেখতে দেখতে লগ আউট !!! প্রিয়তে নিলাম...
০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
রামন বলেছেন:
বুঝতে পেরেছিলাম পোস্টে ছবি দেয়া বেশী হয়ে যাচ্ছে , এরপরও কোন ভালো বাদ পড়ল কিনা সেটা নিয়েও ইতস্ততঃছিলাম। ধন্যবাদ।
১০| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৬
বোধহীন স্বপ্ন বলেছেন:
ক্লান্ত হয়ে গেছি, দেখতে দেখতে লগ আউট !!! প্রিয়তে নিলাম...
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৪৩
রামন বলেছেন:
ধন্যবাদ।
১১| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৭
বোকা ছেলে ৯৮৯ বলেছেন: দারুন লাগল। আপনাকে ধন্যবাদ এতো সুন্দর ছবি গুলো দেখার সুজগ করে দেয়ার জন্য
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৪৩
রামন বলেছেন:
পোস্ট দেখার জন্য আপনাকেও ধন্যবাদ।
১২| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৩
হেডস্যার বলেছেন:
অদ্ভুত, অসাধারন....এক্সক্লুসিভ
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৪৫
রামন বলেছেন:
অনেক ধন্যবাদ।
১৩| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৩
নাসির শ্রাবন বলেছেন: +++++++++++++++++দারুন সব ছবি ।
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৪৭
রামন বলেছেন:
ভাল লেগেছে জেনে খুশি হলাম ।
১৪| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৫
কলাবাগান১ বলেছেন: Children For Sales পরের ইতিহাস এখানে
Click This Link
১৫| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৬
কলাবাগান১ বলেছেন: Children For Sale এর পরের ইতিহাস এখানে
Click This Link
০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:০০
রামন বলেছেন:
দেখলাম লিঙ্কটি। আসলেই ব্যাপারটি অবাক হবার মত যখন একদিকে ধনী তার উপর ক্ষমতাধর কোনো দেশের নাগরিকের বেলায় এই ধরনের মানবেতর ঘটনা ঘটে।
১৬| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪২
ঢাকাবাসী বলেছেন: অসাধারণ সুন্দর সব ছবি, খুব ভাল লাগল।
০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:০১
রামন বলেছেন:
ভাল লাগা জানাবার জন্য ধন্যবাদ।
১৭| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫০
আয়রন ম্যান বলেছেন: ওয়ান্ডারফুল!
কিভাবে সংগ্রহ করলেন এতোসব ঐতিহাসিক চিত্র?
এতোগুলো ঐতিহাসিক ছবি একসাথে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।
ধন্যবাদ আপনাকে।
০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:০৬
রামন বলেছেন:
কেন, ছবিগুলো তো অনলাইনে পাওয়া যায়, কেবলমাত্র সেগুলো একত্রিত করতে একটু পরিশ্রম করতে হু আর কি।যাইহোক পোস্ট ভাল লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ।
১৮| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯
নীলতিমি বলেছেন: খুব ভালো লাগলো ধন্যবাদ।
আচ্ছা এটা কি ঠিক আছে?
মোটর সাইকেলে ফুটবল খেলা। ১০১৯ সাল।
??
০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:০৮
রামন বলেছেন:
ভুল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ। এখন সঠিক তারিখ দেয়া আছে।
১৯| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪
শাহরিয়ার খান রোজেন বলেছেন: একবার দেখে মন ভরলো না, তিন বার দেখা লাগলো এবং সঙ্গে প্রিয়তে।
০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:০৯
রামন বলেছেন:
ভাল লাগা জানাবার জন্য ধন্যবাদ,খাঁন রোজেন।
২০| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬
রায়হান(তন্ময়) বলেছেন: অসাধারন কালেকশন।
০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:১০
রামন বলেছেন:
অসংখ্য ধন্যবাদ।
২১| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪
সদয় খান বলেছেন: অসাধারণ একটা পোস্ট । অনেক ধন্যবাদ আপনাকে । প্রিয়তে নিলাম ।
০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:১১
রামন বলেছেন:
অনেক ধন্যবাদ।
২২| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৪
রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট ।
০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:১২
রামন বলেছেন:
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২৩| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৭
স্বপ্নবাজ অভি বলেছেন: এক্সক্লুসিভ কালেকশন!
০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:১৩
রামন বলেছেন:
পোস্ট দেখার জন্য ধন্যবাদ।
২৪| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩
গোঁফওয়ালা বলেছেন: অসাধারন !! খুব ভালো লাগলো ছবিগুলো দেখে। দুর্দান্ত কালেকশন।
০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:১৪
রামন বলেছেন:
ধন্যবাদ।
২৫| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৮
শাহরিয়ার রিয়াদ বলেছেন:
দারুণ পোস্ট।
কুড়াল দিয়ে শেভ করার ছবিটা দেখে আঁতকে উঠছিলাম। ভাগ্যিস রেজার আবিষ্কার হইছিল। আবিষ্কারকে ধন্যবাদ।
স্টিভ জবসের ছবিটা হৃদয় বিদারক।
তিনটি শিশুর প্রতিক্রিয়া মজা পাইছি।
০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:২৩
রামন বলেছেন:
সকল সৃষ্টিশীল পণ্ডিতদের প্রতি কৃতজ্ঞতা যারা ধারাবাহিকভাবে আবিষ্কারের মাধ্যমে আমাদের জীবনকে সহজ থেকে সহজতর করে দিয়েছে।
ধন্যবাদ।
২৬| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৩
মোঃ ইসহাক খান বলেছেন: সবগুলো ছবি দেখলাম।
অনেক পরিশ্রমী পোস্ট। এত ছবি একসঙ্গে দেখার সুযোগ করে দেয়ার জন্য কৃতজ্ঞতা।
০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:২৪
রামন বলেছেন:
বিনীত ধন্যবাদ।
২৭| ০৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১
বেকার সব ০০৭ বলেছেন: এক কথায় অসাধারন ৮ ছবি এই প্রথম দেখলাম। অনেক পরিশ্রম করেছেন পোস্টে +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ না দিয়ে পারলাম না
০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:২৬
রামন বলেছেন:
অদেখা কিছু ছবি দেখেছেন জেনে ভাল লাগলো। ধন্যবাদ।
২৮| ০৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৬
শহুরে আগন্তুক বলেছেন: অসামান্য পোস্ট । কিছু ছবি নামিয়ে রাখলাম ।
০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৩৩
রামন বলেছেন:
অবশ্যই, পছন্দের ছবি রেখে দেবেন, ধন্যবাদ।
২৯| ০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
আরিফ আরাফাত রুশো বলেছেন: সন্তান বিক্রয় করতে আসা এক দরিদ্র মা লজ্জায় ক্যামেরার সামনে মুখ লুকাচ্ছে। শিকাগো ১৯৪৮।
০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৩১
রামন বলেছেন:
এ ধরনের ঘটনা বিশ্বের সকল শিশুদের জন্য বেদনাদায়ক।
৩০| ০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১
ডপলগ্যাংগার বলেছেন: অদ্ভুত। ব্ল্যাকবোর্ডের উপর চকে লেখা আইনস্টাইনের হাতের লেখা দেখার সুযোগ হয়েছিলো অক্সফোর্ডে।
০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৩২
রামন বলেছেন:
আপনি নিঃসন্দেহে ভাগ্যবান।
৩১| ০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
নীলসাধু বলেছেন: জটিল
০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৩৪
রামন বলেছেন:
হুমম,সে রকমই।
৩২| ০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
সোহেল রনি বলেছেন: বিশাল কালেকশন, দুর্দান্ত পোষ্ট।
০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৩৬
রামন বলেছেন:
পোস্ট দেখার জন্য অনেক ধন্যবাদ।
৩৩| ০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
টুম্পা মনি বলেছেন: জাস্ট অসাম!!!!! প্রিয়তে না নিলে মিস হয়ে যেত।
০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৪০
রামন বলেছেন:
ধন্যবাদ পোস্টটি প্রিয়তে ঠাই দেবার জন্য।
৩৪| ০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
আলোড়ন বলেছেন: Good Collection. বিশেষ করে , এক দৃশ্যে জীবন এবং মৃত্যু।
০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৪৪
রামন বলেছেন:
ছবিটির তাৎপর্য ব্যাপক। ধন্যবাদ।
৩৫| ০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
বশর সিদ্দিকী বলেছেন: খুব ভাল লাগল।
০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৪৪
রামন বলেছেন:
ধন্যবাদ।
৩৬| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৭
হৃদয় রিয়াজ বলেছেন: প্রিয়তে নিলাম। আরেকবার মনোযোগ সহকারে দেখতে হবে। ভাল পোস্ট। ধন্যবাদ।
০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৪৬
রামন বলেছেন:
অবশ্যই দেখবেন। মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
৩৭| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২০
দার্শনিক ফিনিক্স বলেছেন: প্রথম ক্যামেরায় ছবি তোলার দৃশ্য কিভাবে ক্যামেরাবন্দী করা হলো ? নিশ্চয়ই দ্বিতীয় ক্যামেরায় নয়!
০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:০৫
রামন বলেছেন:
খুব ভালো প্রশ্ন করেছেন। ধরুন, সে সময় এই মডেলের ২টি ক্যামেরা তৈরী করা হয়েছিল, পরে ১ম ক্যামেরা দিয়ে দ্বিতীয়টির ছবি তোলা হয়েছিল।
হা হা হা , জোক করলাম। আমার মনে হয় এটা প্রথম ক্যামেরা না বলে এটাকে প্রথম জাম্বো ক্যামেরা বললে ঠিক বলা হবে, ধন্যবাদ।
৩৮| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২২
মাহমুদ তূর্য বলেছেন: পোস্টে ভালোলাগা রেখে গেলাম +++++++++++
০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:০৬
রামন বলেছেন:
অনেক ধন্যবাদ।
৩৯| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪০
সুপান্থ সুরাহী বলেছেন: প্রিয়তে...
০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:০৬
রামন বলেছেন:
ধন্যবাদ।
৪০| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২৮
গোলক ধাঁধা বলেছেন: ভাল পোস্ট। ধন্যবাদ। এবং প্রিয়তে
০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:০৭
রামন বলেছেন:
পোস্ট দেখা ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪১| ০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:১৭
জাতির শ্বশুর বলেছেন: দারুন লাগল। আপনাকে ধন্যবাদ...........
০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩
রামন বলেছেন:
আপনাকেও ধন্যবাদ।
৪২| ০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৪
দি সুফি বলেছেন: বেশ কষ্টসাধ্য পোষ্ট। ++++
০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭
রামন বলেছেন:
পোস্ট দেখার জন্য ধন্যবাদ আপনাকে
৪৩| ০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪
কাউসার রুশো বলেছেন: দারুন পোস্ট
০৯ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
রামন বলেছেন:
পোস্ট দেখার জন্য ধন্যবাদ,কাউসার রুশো।
৪৪| ০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: দারুণ একটা পোস্ট! ডাবল লাইক
০৯ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
রামন বলেছেন:
পোস্ট পছন্দ হয়েছে জেনে ভাল লাগলো। ধন্যবাদ ভাললাগা জানাবার জন্য।
৪৫| ০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৭
জনাব মাহাবুব বলেছেন: সুন্দর এবং অবাক হওয়ার মত পোষ্ট
প্রিয়তে না নিলে বিরাট ভুল হবে।
ডাইরেক্ট প্রিয়তে
০৯ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
রামন বলেছেন:
পোস্ট দেখা ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৪৬| ০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২০
নস্টালজিক বলেছেন: দারুণ লাগছিলো ছবিগুলো দেখতে!
শুভেচ্ছা, রামন!
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০১
রামন বলেছেন:
আপনার জন্যও রইল শুভকামনা, নস্টালজিক।
৪৭| ০৯ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
মামুন রশিদ বলেছেন: দুর্দান্ত কালেকশন, সাথে সুন্দর বর্ণনা!
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০২
রামন বলেছেন:
অসংখ্য ধন্যবাদ।
৪৮| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৯
সাফকাত আজিজ বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++
৪৯| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৯
সাকিব বাপি বলেছেন: অসাধারণ পোস্ট। সরাসরি প্রিয়তে ...
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩৭
রামন বলেছেন:
ধন্যবাদ।
৫০| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২২
মাহমুদা সোনিয়া বলেছেন: গ্রেট পোস্ট!!!!
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩৯
রামন বলেছেন:
পোস্টে মন্তব্য রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
৫১| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩১
লিন্কিন পার্ক বলেছেন:
দুর্দান্ত ! +++ প্রিয়তে
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৪০
রামন বলেছেন:
অসংখ্য ধন্যবাদ।
৫২| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১০
স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার পোষ্ট +++
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৪১
রামন বলেছেন:
আপনাকে ধন্যবাদ।
৫৩| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২০
আমার মন বলেছেন: বিশাল সংগ্রহ !
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৪৭
রামন বলেছেন:
আরও ছবি দিতে পারলে ভাল লাগত কিন্তু পোস্ট এমনিতেই বড় হয়ে গেছে। যাইহোক মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫৪| ১০ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:১০
ধূসরধ্রুব বলেছেন: ভাল লাগল । অনেক ছবি আগে দেখা অনেকগুলো আজ নতুন দেখলাম । কিছু কিছু ছবি রিলেটেড ছিল এক সাথে দিলে ভাল হত যেমন টাইটানিক বা হিটলারের ছবিগুলো
আর ম্যারাডোনার ছবিটি নিয়ে বলব এটা ভুল
শুধু ডিয়েগো ম্যারাডোনার ক্যারিয়ারে নয়, ফুটবলেরই অন্যতম 'আইকনিক' ছবি হয়ে আছে এটি। ম্যারাডোনাকে খুব ভালোভাবে সংজ্ঞায়িতও করে স্পেন বিশ্বকাপের এই ছবিটি। এই ছবিটি নিয়ে প্রথম আলো একবার একটা ফিচার করেছিল , রাজিব ভাই লিখছিল ফিচারটি । প্রথম আলোর লিঙ্কটি এখন আর কাজ করছে না । তবে ইউটিউবে খুজলে পেতে পারেন কারন প্রথম আলো সাথে ভিডিও লিঙ্ক দিয়েছিল
১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৮
রামন বলেছেন:
রিলেটেড ছবিগুলো এক সাথে দেয়ার প্রস্তাবটির সাথে আমার দ্বিমত নেই। কিন্তু ১৯৮২ সালের বিশ্বকাপ ফুটবল খেলার এই ছবিটি কেন ম্যারাডোনার ক্যারিয়ারের জন্য ভুল ছিল সেটা বিস্তারিত ভেঙ্গে না বললে তো বুঝতে পারব না। আর কোন রাজীব ভাইয়ের রেফারেন্স দিলেন, ইউটিউবে তো এই নামে ম্যারাডোনা সম্পর্কিত কোনো ক্লিপ খুঁজে পেলাম না। আপনি পেলে দয়া করে দিয়েন।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
৫৫| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৭
শরৎ চৌধুরী বলেছেন: অনবদ্য, দারুণ একটা পোষ্ট। +।
১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩২
রামন বলেছেন:
ধন্যবাদ আপনাকে পোস্ট দেখা ও মন্তব্য দেয়ার জন্য।
৫৬| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চ্রম কালেকশান!!!! দুর্দান্ত!!!!!!!!!!!!!!!!!!
১১ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:৫১
রামন বলেছেন:
আপনাকে ধন্যবাদ।
৫৭| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩০
খাটাস বলেছেন: অসাধারণ পোস্ট। প্লাস সহ বক্সে।
১১ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:৫২
রামন বলেছেন:
অসংখ্য ধন্যবাদ পোস্টে মন্তব্য রাখার জন্য।
৫৮| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪১
সাদরিল বলেছেন: অনেকগুলো ছবি সাথে অনেক অজানা ইতিহাস। ব্লগের ইতিহাসে অন্যতম সেরা ছবি সংকলন।আমাদের পেইজে শেয়ার রইলো
১১ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:৫৪
রামন বলেছেন:
শেয়ার করার জন্য ধন্যবাদ।
৫৯| ১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩
ড. জেকিল বলেছেন: খুব সুন্দর পোস্ট, অনেক চমতকার ছবি দেখলাম।
কিন্তু একটা দ্বিধা থেকে গেলো, একটি ছবি দিয়ে বলেছেন সেটা নাকি প্রথম ক্যামেরা !!!
তাহলে সেই ক্যামেরার ছবি কিভাবে তোলা হলো ?
নাকি বুঝতে ভূল করলাম !!
১১ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:১৪
রামন বলেছেন:
আপনার আগে একই প্রশ্ন উপরের ৩৭ নং মন্তব্যকারী করেছিলেন। আসলে আমি যেখান থেকে ছবিটি সংগ্রহ করেছিলাম সেখানে এই ক্যামেরাটিকে প্রথম ক্যামেরা বলে উল্লেখ করা ছিল। সেখানেও কেউ কেউ প্রশ্ন করেছিলেন ছবিটি যদি প্রথম ক্যামেরার হয় তাহলে সেটার ছবি কিভাবে তোলা হলো। জবাবে কেউ রসিকতা করে বলেছেন, তখন একই মডেলের ২টি ক্যামেরা তৈরী করা হয়েছিল, আবার কেউ ফটো তোলার জন্য আয়না ব্যবহারের কথা বলেছিলেন।
যাইহোক আমরা জানি সর্বপ্রথম ক্যামেরা আবিষ্কার করেছিলেন ১৮২৬ সালে ফ্রান্সের জোসেফ নিসফোরে নাইপ্সে। পরবর্তীতে তার আবিষ্কৃত ক্যামেরাটাও আমরা দেখেছি এবং এই ক্যামেরাটি যে জোসেফ নাইপ্সের ক্যামেরা নয় সেটা নিঃসন্দেহে বলা যায়। আর তখন আসল সত্য জানার জন্য সুত্র ধরে ক্যামেরাটির উৎস ও ইতিহাস জানার চেষ্টা করলাম।
এরপর নেট ঘেটে যে তথ্য পেলাম সেই মোতাবেক এই ক্যামেরাটি হচ্ছে বিশ্বের ফটোগ্রাফিক ক্যামেরার মধ্যে সবচে বড় ক্যামেরা। ১৯০০ শতাব্দিতে যুক্তরাস্ট্রের প্যানোরামিক ফটোগ্রাফার এবং বিমান ডিজাইনার জর্জ লাউরেন্স ক্যামেরাটি তৈরী করেন। ক্যামেরাটির বিশাল আকৃতির কারণে নামকরণ করা হয় মামুট। এর ওজন ছিল ৬৩৪ কেজি, লম্বায় ছিল ৪ মিটার এবং গ্লাস প্লেটের আয়তন ছিল ১৫০ X ২৪০ সে. মি। এই মামুটকে হ্যান্ডেলিং করার জন্য প্রয়োজন হত ১৫ জন অপারেটর।
এসব বিবেচনা করে ক্যামেরাটিকে প্রথম ক্যামেরা না বলে বৃহৎ(জ্যাম্বো ) ক্যামেরা বলাটা যুক্তিযুক্ত বলে মনে করি। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৬০| ১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫
মোহাম্মদ জাকারিয়া বলেছেন:
সত্যিই চমৎকার একটি কালেকশন। অনেক ধন্যবাদ আপনাকে এই দূলর্ভ ছবিগুলোর জন্য যার অনেকগুলোই আমার অদেখা।
১১ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:১৯
রামন বলেছেন:
কিছু অদেখা ছবি দেখাতে পেরেছি জেনে ভাল লাগলো। ধন্যবাদ আপনাকে।
৬১| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩০
অদ্বিতীয়া আমি বলেছেন: সত্যি অনেক চমৎকার , প্রিয়তে নিলাম ।
১২ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৩২
রামন বলেছেন:
ধন্যবাদ আপনাকে পোস্টে মন্তব্য করার জন্য।
৬২| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:৪১
জুন বলেছেন: অনেকদিন পর আসলেন আপনার অসাধারণ সংগ্রহের ঝাপি নিয়ে রামন।
জার্মান সৈন্যের হিমায়িত মৃতদেহ দেখে বরফের শক্তি ভয় জাগিয়ে তুল্লো মনে।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো।
১৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:২৩
রামন বলেছেন:
ধন্যবাদ জুন পোস্টে মন্তব্য রাখার জন্য। আসলেই জুন, বরফকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। কামনা করি যে কোনো প্রতিকুল অবস্থায় যেন আপনার সাহস ও শক্তি দুটোই অটুট থাকে।
আবারও ধন্যবাদ মিসেস এর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাবার জন্য।
৬৩| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অতীতে বিচরণ উপভোগ করলাম...অনেকগুলো ছবিই প্রথম দেখা!
এক মায়ের সন্তান বিক্রির ছবিটি বেদনার সৃষ্টি করেছে মনে....
সব মিলিয়ে অসাধারণ!
পোস্টদাতাকে অসংখ্য ধন্যবাদ।
১৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:২৮
রামন বলেছেন:
কিছু অদেখা ছবি দেখাতে পেরেছি জেনে ভালো লাগলো। আসলেই ছবিটি বিশ্বের সকল শিশুদের জন্য বেদনাদায়ক।
অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
৬৪| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৬
মহামহোপাধ্যায় বলেছেন: সত্যিই ইতিহাস বিখ্যাত কিছু অদেখা ছবি দেখা হল। অনেক ধন্যবাদ। পোস্ট প্রিয়তে।
২০ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:১৬
রামন বলেছেন:
ছবিগুলো পছন্দ হয়েছে জেনে অনেক খুশি হয়েছি মহামহোপাধ্যায়। শুভেচ্ছা নিরন্তর।
৬৫| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০২
নীল ভোমরা বলেছেন: ভাল লাগলো! থ্যাংকস!
২০ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:১৮
রামন বলেছেন:
বহুদিন পর আপনার উপস্থিতি দেখে অনেক অনেক ভালো লাগলো। আশাকরি আগের মতই আপনার কাছ থেকে কালজয়ী লেখা উপহার পাব। কৃতজ্ঞতা জানবেন।
৬৬| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৭
ভাইটামিন বদি বলেছেন: দারুন কালেকশান....রেখে দিলাম
০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
রামন বলেছেন:
অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
৬৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
তাসজিদ বলেছেন: অসাধারণ
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩১
রামন বলেছেন:
পোস্ট দেখার জন্য ধন্যবাদ।
৬৮| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৯
মাথা ঠান্ডা বলেছেন: অসাধারন কালেকশন।
১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১১
রামন বলেছেন:
ধন্যবাদ।
৬৯| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২১
ভুং ভাং বলেছেন: এমন পোস্ট দেখার পর ধন্যবাদ না দেওয়াটা অন্যায়। সিম্পলি অসাধারন।
১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১২
রামন বলেছেন:
পোস্ট দেখার জন্য আপনাকেও ধন্যবাদ।
৭০| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:২৬
নিয়েল হিমু বলেছেন: অসাধারণ কিছু একটা দেখঅলেন আপনি । অনেক ভাল একটা অনুভুতি
২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১০
রামন বলেছেন:
ভাললাগা জানাবার জন্য অনেক ধন্যবাদ।
৭১| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২২
খেয়া ঘাট বলেছেন: কী জিনিস দেখাইলেনরে ভাই।
সালাম নেন।
২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৮
রামন বলেছেন:
ওলাইকুম আসসালাম । শুভকামনা আপনার জন্য।
৭২| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৭
শুটিং স্টার লষ্ট বলেছেন: সিম্পলি ওয়াও... অনেক অনেক ধন্যবাদ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪০
রামন বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ ।
৭৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১০
স্পেলবাইন্ডার বলেছেন: চমৎকার!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৩
রামন বলেছেন:
ধন্যবাদ ।
৭৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৪
একজন আরমান বলেছেন:
দারুণ একটি পোষ্ট। না দেখলে সত্যিই অনেক কিছু মিস করতাম !
২৬ শে জুলাই, ২০১৪ রাত ৩:৫৯
রামন বলেছেন:
পোস্ট পছন্দের হয়েছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ।
৭৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৭
কসমিক- ট্রাভেলার বলেছেন:
দেরিতে হলেও দেখার সৌভাগ্য হলো।
এক কথায় অসাধারণ।
দেখতে দেখতে চোখ লেগে গেছে কিন্তু ক্লান্ত হইনি।
ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাইনা
কৃতজ্ঞতা রইলো।
২৬ শে জুলাই, ২০১৪ ভোর ৪:০২
রামন বলেছেন:
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
৭৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯
সঞ্জয় মুখার্জী বলেছেন: অসম্ভব সুন্দর পোস্ট!
সরাসরি প্রিয়তে!
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৯
রামন বলেছেন:
ধন্যবাদ পোস্ট দেখার জন্য ।
৭৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ঐতিহাসিক পোস্ট। সোজা প্রিয়তে।
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১০
রামন বলেছেন:
ধন্যবাদ ।
৭৮| ১৩ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
সবুজ স্বপ্ন বলেছেন: ভাই দাড়ি কা্তর জায়গায় লিখসেন ৪০ শতকে? আসলে এতাত ৪০ দশকে হবে তাই না?
৭৯| ১৩ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫
সবুজ স্বপ্ন বলেছেন: ভাই দাড়ি কা্তর জায়গায় লিখসেন ৪০ শতকে? আসলে এতাত ৪০ দশকে হবে তাই না?
১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০৩
রামন বলেছেন:
আপনি সঠিক বলেছেন ভাই, ধন্যবাদ।
৮০| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১:২০
জেনারেশন সুপারস্টার বলেছেন: গ্র্যাট পোস্ট!
১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০৪
রামন বলেছেন:
অনেক ধন্যবাদ।
৮১| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৪৮
সচেতনহ্যাপী বলেছেন: শিল্পী Piotr Pavlensky তার কারা মুক্তির দাবিতে যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য এভাবেই নিজের ঠোট সেলাই করেন।
মন ছুয়ে গেলো।। ধন্যবাদ।
২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১২
রামন বলেছেন:
ধন্যবাদ পোস্ট দেখার জন্য।
৮২| ০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১১:৩৪
চোখেরবালি বলেছেন: খুব ভালো লাগলো।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫১
রামন বলেছেন:
মন্তব্যের জবার দিতে দেরী হওয়ায় দুঃখিত।
পোস্ট ভাল লেগেছে জেনে আনন্দিত হলাম। ধন্যবাদ।
৮৩| ০৪ ঠা জুলাই, ২০১৪ দুপুর ১২:০৪
রাতুল_শাহ বলেছেন: +++++
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৪
রামন বলেছেন:
অনেক ধন্যবাদ।
৮৪| ১৩ ই জুলাই, ২০১৪ ভোর ৪:০০
অতঃপর জাহিদ বলেছেন: অসাধারণ ছবিগুলো, আপনাকে অনেক ধন্যবাদ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৭
রামন বলেছেন:
মন্তব্যের জবাব দিতে দেরী হওয়ায় দুঃখিত।
পোস্ট দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
৮৫| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৬
ভূতের কেচ্ছা বলেছেন: বুজলাম না হয় প্রথম ক্যামেরা . কিন্তু এই ক্যামেরার ছবি তোলা হল কোন ক্যামেরা দিয়ে???????
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:০০
রামন বলেছেন:
আপনি দয়া করে উপরের ৫৯ নং মন্তব্যের উত্তরটি দেখুন।
অনেক ধন্যবাদ পোস্ট দেখা ও মন্তব্য করার জন্য।
৮৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৬
মাঘের নীল আকাশ বলেছেন: প্রথম ক্যামেরার ছবি কি দ্বিতীয় ক্যামেরায় তোলা
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:০৬
রামন বলেছেন:
কঠিন প্রশ্ন করলেন ভাই, কি উত্তর দেব বুঝে উঠতে পাচ্ছিনা। আপনি বরং ৫৯ নং প্রশ্নের উত্তরটি দেখুন, হয়ত বা সম্ভাব্য উত্তর পেয়ে যাবেন।
অনেক ধন্যবাদ আপনাকে পোস্ট দেখার জন্য।
৮৭| ২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৫
সৌদি প্রবাসী আশরাফ বলেছেন: ছবির সাথে বর্ননা থাকায় ছবি সহ ইতিহাস জানতে পারলাম...অসাধারন মানের ছবি পোষ্ট।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:০৮
রামন বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে পোস্ট দেখে মন্তব্য রাখার জন্য।
৮৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৩০
বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনার কালেকশন খুব ভালো লাগলো। মনে হল এর কোনটাই আগে দেখেনি। বেশ উপভোগ করলাম পোস্টএর ছবিগুলো। ক্যাপশন দেয়াতে বুঝতে অনেক সুবিধা হয়েছে। সব মিলিয়ে দারুণ একটা পোস্ট।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৪০
রামন বলেছেন:
এখানে দেয়া প্রত্যেকটি ছবির পেছনে রয়েছে একটি প্রেক্ষাপট, একটি ঘটনা। এসব ঘটনার কোনটি ছিল হৃদয়গ্রাহী আবার অন্যটি মর্মস্পর্শী। কালের সাক্ষী হিসেবে ছবিগুলোর আবেদন ফুটিয়ে তুলতে হলে কিছুটা হলেও ছবির পেছনের ইতিহাস তুলে ধরা বান্ছনীয়। আর ছবির সাথে স্বল্প আকারের বর্ণনা ছিল তার একটি প্রয়াস।
অনেক ধন্যবাদ, বিদ্রোহী বাঙালি।
৮৯| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১:৩৩
হাইপারসনিক বলেছেন: আল্লাহ আপনাকে দির্ঘ হায়াত দান করুক..
১৮ ই মার্চ, ২০১৫ ভোর ৬:১৩
রামন বলেছেন:
ধন্যবাদ আপনাকে পোস্ট দেখার জন্য।
৯০| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৬
প্রকাশক পপি চৌধুরী বলেছেন: ধন্যবাদ। অসাধারণ সব ছবি। চার সন্তান বিক্রির ছবিটি হৃদয় বিদারক। এর পরের তথ্য জানতে খুব ইচ্ছে করছে। আপনার গোচরে থাকলে জানাবেন প্লীজ।
১৭ ই মে, ২০১৫ সকাল ৭:৪৭
রামন বলেছেন: আপনি দয়া করে এই পোস্টের ৮নং মন্তব্যটি দেখুন। ধন্যবাদ।
৯১| ১৫ ই মে, ২০১৫ রাত ৮:৩৯
সুমন আহমাদ স্বাধীন বলেছেন: আমার জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করার জন্য ধন্যবাদ
৯২| ১৫ ই মে, ২০১৫ রাত ৮:৩৯
সুমন আহমাদ স্বাধীন বলেছেন: আমার জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করার জন্য ধন্যবাদ
১৭ ই মে, ২০১৫ সকাল ৭:৪৭
রামন বলেছেন: আপনাকে ও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: তথ্যবহুল পোস্ট
বিবাহ অনুষ্ঠানে নব দম্পতির চুম্বনের দৃশ্য দেখার পর তিনটি শিশুর প্রতিক্রিয়া।
১৯০০ সালে শিশুদের এ ভাবেই ডাক পরিষেবার থলেতে ভরে গন্তব্যস্থলে পাঠানো হত।সে সময় ট্রেনের টিকিটের চেয়ে ডাক টিকিট ছিল বেশী সস্তা ।
সব গুলো অনেক মজার ছিল,
পোস্টে ভালোলাগা রেখে গেলাম
শুভ কামনা