নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রামন

রামন › বিস্তারিত পোস্টঃ

অনলাইনের যে আকর্ষনীয় সাইটগুলো আপনার 'বুকমার্কস' বারে ঠাঁই পাওয়ার যোগ্যতা রাখে

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:০০



এই কথাটি নতুন করে বলার অপেক্ষা রাখে না যে ইন্টারনেট আমাদের জীবনকে সহজ থেকে সহজতর করে তুলেছে। আজ থেকে তিন যুগ আগে যা আমদের নিকট ছিল কল্পনাতীত ইন্টারনেটের কৃপায় এখন সেই জিনিষ আমদের কাছে মূর্তিমান। এই অন্তর্জালের মহাসমুদ্রে প্রতিদিন তৈরী হচ্ছে নতুন নতুন ওয়েব সাইট আর জনপ্রিয় সাইটগুলোতে হচ্ছে হালনাগাদ। এভাবে মানুষের সেবায় নিয়োজিত ইন্টারনেটের সাইটগুলো নিত্য নতুন তথ্য নিয়ে হাজির হচ্ছে আমাদের দোর্ গড়ায়। এটা অস্বীকার করার কোন উপায় নেই যে ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ৷ সে যাইহোক কথা না বারিয়ে আজ আপনাদের সামনে অনলাইন থেকে সংগ্রহ করা এমন কিছু আকর্ষনীয় সাইট উপস্থিত করব যা আসলেই আপনদের ভাল লাগার মত এবং আমার আশা সাইটগুলো থেকে আপনারা কমবেশী উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক:





১.এই সাইটটিতে দেয়া বিশ্বমানচিত্রে দেখা যাবে বাস্তব সময়ে আকাশে চলমান বিশ্বের বিভিন্ন কোম্পানির বিমানের অবস্থান। মানচিত্রে ভাসে আসা প্রতিকী বিমানে ক্লিক করার মাধ্যমে আপনি জানতে পারবেন বিমানটির পরিচয় এবং তার প্রস্থান ও গন্তব্যস্থলের ঠিকানা সহ সংশ্লিষ্ট তথ্য।

http://www.flightradar24.com/23.85,90.83/7

সাইটের বাম পার্শ্বে ইনফরমেশন বক্সে "3D" বাটনে ক্লিক করার মাধ্যমে আপনি বিমানের ককপিট থেকে লাইভ দৃশ্যগুলো অবলোকন করতে



পারবেন।





২.আপনি কখনও রাতের দূর আকাশে উজ্জ্বল আলোর ছটা দ্রুত গতিতে ছুটে চলতে দেখে ভাবতে পারেন সেই ফেনোমেনোন 'ইউ এফ ও' এর কথা৷ কিন্তু আসলে তা নয়, বাস্তবে সেটি ছিল এক মহাকাশ কেন্দ্র, যা আই এস এস নামে পরিচিত। আপনি এই সাইটে দেয়া ট্রাকারের সাহয্যে একক পাতায় আন্তর্জাতিক মহাকাশ যানের বর্তমান অবস্থান, অতীত এবং ভবিষ্যত কক্ষপথ সম্পর্কে বাস্তব সময়ে জানতে পারবেন।

http://www.isstracker.com/

এই সাইটে হাই ডেফিনেশন ক্যামেরার সাহায্যে পাঠানো নভোচারীদের

http://www.nasa.gov/multimedia/nasatv/iss_ustream.html#.VNi6KvmsVV0

লাইভ ছবি দেখতে পারবেন।







৩.ইন্টারনেট ব্যবহারকারীদের নিকট সাইবার ক্রাইম বা সাইবার আক্রমন পরিচিত শব্দ। সাইবার দ্বন্দ্ব নিয়ে বিভিন্ন সময়ে খবরের কাগজে, ওয়েব সাইটে এবং ভিডিওতে ইন্টারেস্টিং সংবাদ দেখতে পাই৷ এবারে আপনি এই সাইটের দেয়া মানচিত্রের সাহায্যে বাস্তব সময়ে কথিত সাইবার যুদ্ধ দেখতে পারবেন। প্রতিনিয়ত বিশ্বের একপ্রান্ত থেকে ওপর প্রান্তে স্প্যাম, ম্যালওয়ার, ব্যাডওয়ার, সাইবার ক্রাইম হুবস ইত্যাদি ভাইরাস বা সাইবার অস্ত্র দিয়ে যে আক্রমন সঞ্চালিত হচ্ছে তার একটি বাস্তব চিত্র, তথ্য সহকারে এই সাইটের মানচিত্রের সাহায্যে ফুটিয়ে তোলা হয়েছে।

https://cybermap.kaspersky.com/





4.এই সাইটে বৈশ্বিক আবহাওয়ার পূর্বাভাস সুপার কম্পিউটারের সাহায্যে ভার্চুয়াল মানচিত্রে তুলে ধরা হয়েছে৷ সাইটটিতে প্রতি তিন ঘন্টা অন্তর সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা, ঢেউয়ের উচ্চতা, বাতাসের গতিবেগ ইত্যাদি বিশ্বব্যাপী আবহওয়ার কাল্পনিক দৃশ্য হালনাগাদ করে মানচিত্রের মাধ্যমে দেখানো হয়৷

http://earth.nullschool.net/







৫.এই সাইটে সমুদ্রে ও মহাসমুদ্রে বাস্তব সময়ে চলমান জাহাজ বা নৌযানের গতিপথ ও অবস্থান দেখা যাবে। সাইটটি অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম প্রযুক্তি ব্যবহার করে আশেপাশে চলমান জাহাজ ও স্যাটেলাইটের সাহায্যে তথ্য বিনিময় করার মাধ্যমে যে কোন নৌযানকে শনাক্ত ও তার অবস্থান জানতে পারে। আপনি মানচিত্রে দেয়া প্রতিকী জাহাজে ক্লিক করে জাহাজটির পরিচয়, তার প্রস্থান ও গন্তব্যস্থল ইত্যাদি প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

http://www.marinetraffic.com/





৬. এই সাইটটি আবহাওয়া পরিসেবামূলক একটি ওয়েব সাইট। সাইটটি মানচিত্রের সাহায্য সতর্কতার সাথে আপনাকে জানাবে এই মুহুর্ত্তে কোথায় ভারী বৃষ্টিপাত বা তুষারপাত হচ্ছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে।

http://www.rain-alarm.com/





৭.এই বিশ্বব্রহ্মাণ্ডে প্রতিমহুর্ত্তে ঘটছে দুর্যোগ আর বিপর্যয়। অনেক সময় মিডিয়ার অপ্রতুলতার কারণে এসব বিপর্যয়ের সংবাদ আমাদের অগোচরেই রয়ে যায়৷ আর সেই চিন্তা মাথায় রেখে বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে তৈরী করা হয়েছে মিডিয়া সেবামূলক এই সাইটটি যার নাম ইমার্জেন্সী এন্ড ডিজেস্টারস ইনফরমেশন সার্ভিস। আপনি এই সাইটে পৃথিবীর বিভিন্ন স্থানে বাস্তব সময়ে ঘটে যাওয়া ভূমিকম্প, বন্যা, আগুন, গাড়ী ও বিমান দুর্ঘটনা,ভূমিধস, জৈব ঝুঁকি, চরম বৃষ্টিপাত, বাযু দূষণ ,তুষার ঝড়, গ্রীষ্মমন্ডলীয় ঝড়, সুনামি ইত্যাদি দুর্যোগ স্যাটেলাইটের মাধ্যমে মানচিত্রে দেখতে পারবেন। একই সাথে মানচিত্রে রঙিন আইকনে

ক্লিক করে দুর্গতস্থানের একটি সংক্ষিপ্ত তথ্য জানতে পারবেন।

http://hisz.rsoe.hu/alertmap/index2.php





৮.আপনি নিস্পত্তিযোগ্য বা ক্ষনস্থায়ী ই-মেইল বানাতে চাইলে এই সাইটটির সাহায্য নিন৷ এই সাইটিতে কোন রেজিস্ট্রেশন ছাড়াই ২সপ্তাহের জন্য বিনামূল্যে হুলু প্লাস ই-মেইল এড্রেসের সুবিধা পাবেন। এবং এই এড্রেস থেকে পাঠানো মেইলটির নিশ্চিতকরণ বার্তা আপনাকে জানানোর ১০ মিনিটের মধ্যেই এড্রেসটি স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজে ধ্বংশ হয়ে যাবে।

http://10minutemail.com/10MinuteMail/index.html





৯.এই সাইটে আপনি মৌলিক গণিত থেকে শুরু করে রাসায়নিক সমীকরণের যে কোন সমস্যা এবং তার সামাধান পাবেন। এছাড়া জ্যামিতি, ত্রিকোণমিতি, ক্যালকুলাস, পরিসংখ্যান এবং হোমওয়ার্ক প্রশ্নের উত্তর ধাপ ধাপে ব্যাখ্যা সহকারে জানতে পারবেন।

https://mathway.com/







১০.অনলাইনে আপনার সম্পূর্ণ নতুন একটি পরিচয় ( আই ডি ) প্রয়োজন হলে এই সাইটের সাহায্যে আপনার আকাঙ্খিত আই ডি বানাতে পারবেন।

http://www.fakenamegenerator.com/





১১.অনলাইনে ব্যাকরণিক অভিধান।

http://www.etymonline.com/





১২.সামাজিক নেটওয়ার্কে যেমন স্কাইপ, ফেসবুক, উইন্ডো লাইভ, ইয়াহু ইত্যাদি সাইটে আপনার অপ্রয়োজনীয় একাউন্ট শুধুমাত্র নিস্ক্রিয় নয়,সম্পূর্ণভাবে বন্ধ করতে চাইলে এই সাইটটি আপনাকে সাহায্য করবে।

http://www.accountkiller.com/en/







১৩. এই সাইটিতে দেয়া ক্যালকুলেটরের সাহায্যে আপনি দুইটি ভিন্ন তারিখের মধ্যকার সময়ের পার্থক্য বছর, মাস, সপ্তাহ দিন অথবা আপনার সঠিক বয়সও গণনা করতে পারবেন।

http://www.timeanddate.com/date/duration.html







১৪.আপনি প্রতিদিন খাদ্য তালিকায় যে খাবার খাচ্ছেন সেগুলো আপনার জন্য স্বাস্থকর কিনা বা কোন খাবারে কি পরিমান ক্যালোরি বা এনার্জি আছে সেটা এই সাইটে দেয়া সরঞ্জামের সাহায্যে আপনি জানতে পারবেন।

http://www.twofoods.com/







১৫.এই সাইটে আপনি বিশ্বের মধ্যে বিদ্যমান বইয়ের বেশির ভাগ বইয়ের সন্ধান পাবেন। এটি একটি অলাভজনক সংস্থা। এই লাইব্রেরী এমন ভাবে ধীরে ধীরে তৈরী করা হয়েছে যাতে সর্বোচ্চ সংখ্যক বই এই সাইটিতে অ্যাক্সেস প্রদান করা যায়৷ যদিও এই সাইটে পেমেন্ট লিংক দেয়া আছে তবুও আপনি চাইলে বিনামূল্যে বইয়ের কপি ডাউন লোড করতে পারবেন।

https://openlibrary.org/







১৬.এই সাইটে একাধিক ফরম্যাটে ই-বুক, এইচটিএমএল, ই-রিডার, পিডিএফ, বড় প্রিন্ট পিডিএফ, এবং প্লেইন টেক্সট সহ প্রায় ২৯ হাজার বইয়ের সন্ধান পাওয়া যাবে। এছাড়া সার্চ ইঞ্জিনের সাহায্যে শিরোনাম ফিল্টার করে আপনার পছন্দের বই ডাউনলোড করতে পারবেন।

http://manybooks.net/



পোস্ট দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য ৭১ টি রেটিং +২০/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৩

বিপ্লব06 বলেছেন: তুলে রাখলাম! কামের জিনিস!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৬

রামন বলেছেন:

ধন্যবাদ।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৩

কলাবাগান১ বলেছেন: পোস্ট প্রিয়তে..... আমার পছন্দের অনেক কিছুই আপনি দিয়েছেন

স্কুলের ছেলেমেয়েদের অংক করানোর জন্য এই মোবাইল এপ টা ও খুব কাজের.....যদিও মোবাইলের জন্য
https://photomath.net/

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

রামন বলেছেন:
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য,কলাবাগান১।
আপনি গুগল এপ থেকে এই সাইটটিও ডাউনলোড করে নিতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৩

ভূতের কেচ্ছা বলেছেন: পোস্ট প্রিয়তে

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

রামন বলেছেন:
অনেক ধন্যবাদ।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৮

বৃতি বলেছেন: পোস্ট প্রিয়তে নিলাম। অনেক ধন্যবাদ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

রামন বলেছেন:

পোস্ট দেখার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৫

মঞ্জু রানী সরকার বলেছেন: সমৃদ্ধ হলাম

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

রামন বলেছেন:
আমিও খুশি হলাম, ধন্যবাদ।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১১

বাবুলব৭৮৭ বলেছেন: ভাল লেগেছে

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

রামন বলেছেন:
জেনে ভাল লাগলো। আপনাকে ধন্যবাদ।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৩

আজকের বাকের ভাই বলেছেন: কথা ছাড়াই প্রিয়তে নিলাম

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

রামন বলেছেন:
উপকারে আসবে কোনদিন। ধন্যবাদ।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

দারুণ পোস্ট+++

প্রিয়তে থাকল।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

রামন বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে পোস্ট দেখার জন্য, বঙ্গভূমির রঙ্গমেলায়।

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৯

আমি তুমি আমরা বলেছেন: পোস্টে পঞ্চম ভাল লাগা। সাথে পোস্ট প্রিয়তে :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

রামন বলেছেন:
অনেক ধন্যবাদ, আমি তুমি আমরা।

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৬

বশর সিদ্দিকী বলেছেন: সুবগুলো আমার বুকমার্ক লিস্টে চলে গেল। অনেক ধন্যবাদ আপনাকে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

রামন বলেছেন:
আশা করি কাজে লাগবে, ধন্যবাদ।

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৩

ডট কম ০০৯ বলেছেন: ভাল পোষ্ট।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

রামন বলেছেন:
আপনাকে ধন্যবাদ।

১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৩

এনামুল রেজা বলেছেন: বাহ। দারুণ ব্যাপার।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

রামন বলেছেন:
মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৬

যোগী বলেছেন: ভালো পোষ্ট +

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

রামন বলেছেন:

ধন্যবাদ যোগী ।

১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৭

সুমন কর বলেছেন: প্রিয়তে রেখে দিলাম। ধন্যবাদ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৫০

রামন বলেছেন:

ধন্যবাদ সুমন কর৷ কাজে লাগবে আশাকরি।

১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৬

রিয়াদমিনোর০০৭ বলেছেন: খুব ভাল লাগলো।
প্রিয়তে........

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৫২

রামন বলেছেন:

ভালোলাগা জানাবার জন্য ধন্যবাদ।

১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৪

মৃদুল শ্রাবন বলেছেন: প্রিয়তে

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৫৩

রামন বলেছেন:
অনেক ধন্যবাদ পোস্ট দেখার জন্য।

১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৫৩

রামন বলেছেন:

আপনাকেও ধন্যবাদ।

১৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

শহিদুল বলেছেন: চমৎকার জিনিস শেয়ার করলেন
ধন্যবাদ

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:১৫

রামন বলেছেন:
শেয়ার করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

১৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:


ভালো তথ্য

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৫৭

রামন বলেছেন:
ধন্যবাদ।

২০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৬

ক্ষতিগ্রস্থ বলেছেন: অনবদ্য... কয়েকটি আমার জন্য একেবারে নতুন! বুকমার্কড।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:০৬

রামন বলেছেন:
নতুন কিছু জানাতে পেরেছি জেনে ভালো লাগলো, ধন্যবাদ।

২১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




খুবই দরকারি পোস্ট দিয়েছেন। প্রিয় তালিকায় যুক্ত।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:১২

রামন বলেছেন:
আপনার কাজে আসলে আমি সার্থক। পোস্ট দেখা ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

২২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৬

অপু তানভীর বলেছেন: চমৎকার পোস্ট :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:১২

রামন বলেছেন:
ধন্যবাদ অপু তানভীর।

২৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৯

সূশণ বলেছেন: খুুব ভাল

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:১৩

রামন বলেছেন:

ধন্যবাদ।

২৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: আমারই কি কম দরকার নাই? অবশ্যই আছে। তাই সরাসরি প্রিয়তে। :)
শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ রামন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৬

রামন বলেছেন:
আসলেই সাইটগুলো দরকারী । প্রয়োজনের সময় আপনার কাজে আসলেই আমি সার্থক। পোস্ট শেয়ার করার জন্য আপনাকেও ধন্যবাদ।

২৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৬

গোধুলী রঙ বলেছেন: এত্ত গুলো বুকমার্ক না করে এই পোস্টের লিংকটাই বুকমার্ক করে রাখলাম, আশা করি সামু এই অসাধারন কাজের পোস্ট সরিয়ে ফেলবে না।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৩

রামন বলেছেন:

এই পোস্ট সামুর নীতি সাথে সাংঘর্ষিক নয় যে সরিয়ে ফেলা হবে৷ তবে লেখক লেখাটি সরিয়ে ফেলেন বা যদি সামু চিরতরে হারিয়ে যায়- সেটা একটি প্রশ্ন।

শুভেচ্ছা নিরন্তর।

২৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২২

গেন্না বয় বলেছেন: চরম জিনিস, ভাই অসংখ্য ধন্যবাদ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৪

রামন বলেছেন:
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

২৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ পোস্ট।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৩

রামন বলেছেন:
পোস্ট দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

২৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৯

প্রবাসী পাঠক বলেছেন: দারুণ পোস্ট।

ভালো লাগা সহকারে প্রিয়তে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৪

রামন বলেছেন:
পোস্ট পছন্দ হয়েছে জেনে ভাল লাগলো। শুভকামনা।

২৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০০

অন্ধবিন্দু বলেছেন:
ভালো পোস্ট করেছেন, রামন। আইএসএস ট্রাকার, ওপেন লাইব্রেরী, মেনিবুকস নাইস সাইট ! আপনাকে ধন্যবাদ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৩

রামন বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ পোস্ট দেখার জন্য।

৩০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৭

চাঁদগাজী বলেছেন:


অনলাইন এখন এত বড় যে, কোনটা পড়তে হবে সেটাই বুঝা মুশকিল

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৫

রামন বলেছেন:
আপনার প্রিয় বিষয়টি নিয়ে প্রথমে শুরু করুন। হ্যাপী-রিডিং।

৩১| ২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫১

আমি সাদমান সাদিক বলেছেন: ভাল কাজ ।। :D :D

১৭ ই মে, ২০১৫ সকাল ৭:৫৫

রামন বলেছেন: ধন্যবাদ।

৩২| ১৭ ই মে, ২০১৫ সকাল ৯:১২

এন জে শাওন বলেছেন: ধন্যবাদ।বাংলা ই-বুকের সবচেয়ে ভাল লিংক টা দরকার ভাইয়া।

১১ ই জুন, ২০১৫ বিকাল ৫:২৮

রামন বলেছেন: চেষ্টা থাকবে, পেলে জানিয়ে দিব৷ ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩৩| ২০ শে জুন, ২০১৫ সকাল ১০:২৪

চাঁদগাজী বলেছেন:


ব্লগে দেখা যায়নি আপনাকে কিছু সময়?

২৭ শে জুন, ২০১৫ রাত ১২:৩১

রামন বলেছেন:
আপনি ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে আমাকে অনুসরণ করার জন্য।

৩৪| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪২

চাঁদগাজী বলেছেন: "

রামন বলেছেন:
চৌধুরী সাহেব আরো বলেছেন, স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের আগরতলায় অবস্থান কালে তার কিছুদিন জিয়াউর রহমানের সান্নিধ্যে থাকার সুযোগ হয়েছিল। তিনি কখনই জিয়াকে যুদ্ধের ময়দানে যেতে দেখেননি বরং বেশিরভাগ সময় চুলের পরিপাটি রক্ষায় আয়না ও চিরুনি নিয়ে জিয়াকে ব্যতিব্যস্ত থাকতে দেখেছেন তিনি। যুদ্ধের প্রতি অনীহা থাকার কারণে পরবর্তীকালে জিয়াকে 'জেড ফোর্স' থেকে বহিস্কার করা হয়েছিল। "

-জিয়া কখনো আগর তলায় ছিলেন না; অস্ত্রের জন্য যেতেন।

৩৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৫

কলাবাগান১ বলেছেন: রামন সাহেব আপনাকে অনেকদিন ব্লগে দেখি না

২৮ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৫৫

রামন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, কলাবাগান১। আসলে ব্যস্ততার ভেতর সময় যাচ্ছে তাই নিয়মিত হতে পারছি না৷ আশাকরি ব্যস্ততা কাটিয়ে সময় নিয়ে আবার আপনাদের সাথে মিলিত হব। শুভ কামনা ও ইংরেজী নববর্ষের শুভেচ্ছা রইল।

৩৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:০৭

তুষার আহাসান বলেছেন: পোস্ট প্রিয়তে।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২১

রামন বলেছেন:
অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.