![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহিউদ্দিন খালেদ। পেশায় ইঞ্জিনিয়ার। পড়তে ভালোবাসি। নিজের একটা চিন্তা জগত আছে। সেখানে চারপাশের অনেক কিছু নিয়ে অনেক নিঃশব্দ আলোচনা হয়! সেই আলোচনা গুলোর সাথে বৃহত্তর জগতের সংযোগ ঘটাতে ইচ্ছে করে!
পরিসংখ্যানের নিয়মেই হয়ত
বিচ্ছিন্ন ভাবে ছোঁড়া পেট্রল বোমা আমার গায়ে লাগবে না
ধ্বংস ফ্লাই ওভার যখন পৈশাচিক উল্লাসে নিচে নেমে আসবে
তখন আমি থাকব অন্য কোথাও!
আমার কোন বোন বা সন্তান কে গার্মেন্টসের আগুন পোড়াতে পারবে না,
তাও হয়ত ঐ পরিসংখ্যানের নিয়মেই!
কিন্তু পরিসংখ্যান এক নিরেট বিজ্ঞান।
এখানে নেই কোন আবেগ।
নেই কারো প্রতি আলাদা পক্ষপাতিত্ব!
পরিসংখ্যানের নিয়মেই পেট্রল বোমা উড়ে এসে পুড়িয়ে দিতে পারে আমাকে।
ধ্বংস ফ্লাই ওভার পারে পিষে কিমা বানিয়ে দিতে!
গার্মেন্টসের আগুনে পুড়ে যেতে পারে আমার বোন, স্ত্রী, মা বা সন্তান...
পরিসংখ্যানের নিয়মেই।
©somewhere in net ltd.