![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহিউদ্দিন খালেদ। পেশায় ইঞ্জিনিয়ার। পড়তে ভালোবাসি। নিজের একটা চিন্তা জগত আছে। সেখানে চারপাশের অনেক কিছু নিয়ে অনেক নিঃশব্দ আলোচনা হয়! সেই আলোচনা গুলোর সাথে বৃহত্তর জগতের সংযোগ ঘটাতে ইচ্ছে করে!
টিএসসিতে সাহিত্য সভায় বক্তৃতা দিয়ে ফিরছিল কুশল। হলের ক্যান্টিনের সামনে এসে দেখল আনিস আর তুষারের মধ্যে তুমুল তর্ক হচ্ছে। তর্কের বিষয় বস্তু নিম্নরূপ-
আনিস নতুন টিউশনি পেয়েছে। ছাত্রী ক্লাস নাইনে পড়ে। প্রথম দিন পড়িয়ে এসে আনিস হলের বন্ধুদের কাছে ছাত্রীর বর্ননা দিয়েছে এই ভাবে- আমার স্টুডেন্ট এর সেই রকম ফিগার। পুরা ছত্রিশ চব্বিশ ছত্রিশ।এরকম কঠিন মাল যে স্টুডেন্ট হিসাবে পাব আমি কোনদিন কল্পনাও করি নাই।
তুষার বলেছে- দোস্ত তুই মেয়েটাকে বাসায় পড়াতে গিয়েছিস।পড়িয়ে এসে সবার কাছে তার শরীরের বর্ননা দিচ্ছিস। তোর বর্ননা শুনে সবাই মেয়েটার শরীর কল্পনা করছে। তুই কি ভয়ঙ্কর অন্যায় করেছিস সেটা কি তুই চিন্তা করেছিস দোস্ত? মেয়েটা অথবা তার বাবা মা যদি ঘুণাক্ষরেও তোর এই কথাগুলো শুনে ফেলে তাদের মনের অবস্থা কি হবে চিন্তা করেছিস?
আনিস বলেছে- দোস্ত ফান কে ফান হিসেবেই দেখা উচিত। আমি কি বলছি সেটা স্টুডেন্ট অথবা তার বাপ মা কে যেহেতু কেউ বলতে যাচ্ছে না কাজেই আমি এতে দোষের কিছু দেখি না। আমরা আমরাই ত!
সব শুনে কুশল তুষার কে তুখোড় সাহিত্যিক বক্তৃতা দিয়ে ফ্যাক্ট বুঝিয়ে দিয়েছে-দেখ তুষার। এখানে ত সত্যি সত্যি কেউ কিছু করছে না! এটা জাস্ট একটা মানসিক ফ্যান্টাসি। এটা করে ইয়ং ছেলেপেলে যদি একটু মজা পায় তাহলে ক্ষতি কি? এটা জাস্ট বিনোদন। এখানে সিরিয়াস হবার কিছু নাই।
বিশ বছর পর।
বিশিষ্ট সাহিত্যিক এবং উচ্চ পদস্থ চাকুরে কুশল চৌধুরী নারী অধিকার বিষয়ক সেমিনারে জ্বালাময়ী বক্তৃতা দিয়ে নিজেই গাড়ি চালিয়ে ঘরে ফিরছেন।লোড শেডিং এ অন্ধকার ঝড় বৃষ্টির রাত। যানজটে পুরা রাস্তা ভজকট পাকিয়ে গেছে। কুশল চৌধুরী’র থেমে থাকা গাড়ির পাশে একটা সিএনজি। বৃষ্টির কারনে সিএনজির পর্দা ফেলানো। অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না। কিন্তু সিএনজির ভেতর কোন তরুণ মোবাইলে কথা বলছে- আমার স্টুডেন্ট এর সেই রকম ফিগার। পুরা ছত্রিশ চব্বিশ ছত্রিশ।এরকম কঠিন মাল যে স্টুডেন্ট হিসাবে পাব আমি কোনদিন কল্পনাও করি নাই।
অকস্মাৎ বিদ্যুৎ চমকাতে পর্দার ফাঁক দিয়ে তরুণের চেহারা দেখতে পেলেন কুশল চৌধুরী। তরুণ কুশল চৌধুরীর মেয়ে অবন্তী কে পড়ায়। অবন্তী ক্লাস নাইনে পড়ে আর তরুণ বিশ্ববিদ্যালয়ে পড়ে। সপ্তাহ খানেক হল তরুণ অবন্তী কে বাসায় এসে পড়ানো শুরু করেছে।
‘কুত্তার বাচ্চা’ বলে গাড়ির দরজা খুলে লাফ দিয়ে নামলেন কুশল চৌধুরী। সিএনজির নেটের দরজার উপর ঝাঁপিয়ে পড়লেন! ঠিক তখন একটা অতি প্রাকৃতিক ব্যাপার ঘটল!!
কুশল চৌধুরী দেখলেন বিশ বছর আগের তরুণ বিশ্ববিদ্যালয় ছাত্র এবং সাহিত্য কর্মী কুশল তার সামনে এসে দাঁড়িয়েছে। সে হাহাহাহা অট্টহাস করতে করতে বলছে-দেখুন কুশল চৌধুরী! এখানে ত সত্যি সত্যি কেউ কিছু করছে না! এটা জাস্ট একটা মানসিক ফ্যান্টাসি। এটা করে ইয়ং ছেলেপেলে যদি একটু মজা পায় তাহলে ক্ষতি কি? এটা জাস্ট বিনোদন। এখানে সিরিয়াস হবার কিছু নাই।
প্রবীণ কুশল চৌধুরী সজোরে তরুণ কুশলের মুখে ঘুসি হাঁকালেন। হাঁকাতেই থাকলেন।
পরিদিন খবরের কাগজে নারী অধিকার বিষয়ক সেমিনারে দেয়া সাহিত্যিক কুশল চৌধুরীর জ্বালাময়ী বক্তৃতার পাশাপাশি বক্তৃতা দিয়ে ফেরার পথে কুশল চৌধুরীর অকস্মাৎ হার্ট এটাকে মৃত্যুর খবর ছাপানো হল।
০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৩
হঠাৎ ধুমকেতু বলেছেন: ধন্যবাদ রাফা আপনাকে।
২| ০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৯
নিলু বলেছেন: লিখে যান
০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৪
হঠাৎ ধুমকেতু বলেছেন: ধন্যবাদ নিলু আপনাকে।
৩| ০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৩
বিজ্ঞান মনস্ক বলেছেন: আড়ি পেতে আগেই পড়েছিলাম । এক কথায় অসাধারণ
০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৫
হঠাৎ ধুমকেতু বলেছেন: ধন্যবাদ। আপনি কি ‘বিজ্ঞান মনস্ক’ হয়েই আড়ি পাতেন??
৪| ০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
আমিনুর রহমান বলেছেন:
এটাই হয়।
আপনার লিখার বিষয়বস্তুর প্রশংসা করতেই হয়। আর লিখা তো অসাধারণ।
০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:২০
হঠাৎ ধুমকেতু বলেছেন: ধন্যবাদ জেসন ভাই। চাটগা আসেন। আড্ডা হবে।
৫| ০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
বোকামানুষ বলেছেন: অসাধারণ লিখেছেন
ছেলেদের হিরো সাজার সব চেয়ে সহজ উপায় হল মেয়েদের নিয়ে কথা বলা
০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৭
হঠাৎ ধুমকেতু বলেছেন: ধন্যবাদ বোকা মানুষ ভাই। আপনার সাথে পুরোপুরি একমত।হিরো হবার সহজ উপায় সমূহ- রাস্তা ব্লক করে দাঁড়িয়ে থাকা। মেয়ে দেখলে সিটি মারা। রিকশাওয়ালা পিটানো।
৬| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৯
ডি মুন বলেছেন:
তৃতীয় ভালো লাগা +++
দারুণ লিখেছেন।
তরুণদের মানসিকতা উন্নত হোক।
শুভকামনা সতত
০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৪
হঠাৎ ধুমকেতু বলেছেন: ধন্যবাদ ডি মুন ভাই। গল্পের কথা সেটাই- তরুণদের মানসিকতা উন্নত হোক। আরেকটু যুক্ত করতে চাই। তারুণ্যে না হলে বুড়া কালে আর হয় না। যত বুড়া হবে তত পারভার্ট হবে।
৭| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৯
আমি তুমি আমরা বলেছেন: আড়িপাতায় আগেই পড়েছিলাম।
০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৮
হঠাৎ ধুমকেতু বলেছেন: হুম! ঘরের মানুষের সাথে কখনো দেখা হয়ে যায় ট্রেন স্টেশনে! না না, ট্রেন স্টেশন টাও পর নয়!!
৮| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৫
In2the Dark বলেছেন: ছাত্র আর ছাত্রী হতে হবে একজন শিক্ষকের কাছে সন্তান সমতুল্য, কিন্তু,,,,, সমাজ ঐদিকেই যাচ্ছে যেদিকটা আপনি গল্পে দেখালেন
০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪২
হঠাৎ ধুমকেতু বলেছেন: ধন্যবাদ আপনাকে।তবে সমাজ সেদিকে বহু আগে থেকেই আছে। ফেরানো দরকার!
৯| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:১২
মুহাম্মাদ শরিফ হোসাইন বলেছেন: অসাধারন লেখনী..
০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৬
হঠাৎ ধুমকেতু বলেছেন: ধন্যবাদ শরিফ ভাই।
১০| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩০
কালীদাস বলেছেন: ভাল হয়েছে লেখাটা
০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৭
হঠাৎ ধুমকেতু বলেছেন: ধন্যবাদ কালিদাস ভাই।
১১| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৯
মাহমুদ০০৭ বলেছেন: ভাল লাগল খালেদ ভাই ।
ব্লগের আগে ফেসবুকে পড়লাম । ব্লগে কমেন্ট করলাম
আপনি যথার্থই বলেছেন রুচির বা বিবেকের শাসন প্রয়োজন । কোন থিয়োরির নামে একে প্রশ্রয় দেয়া উচিত না , আখেরে
ইঁদুর কিন্তু নিজ ঘরের বেড়া কাটে ।
ভাল থাকবেন ভাই ।
০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৮
হঠাৎ ধুমকেতু বলেছেন: ভাল থাকবেন মাহমুদ ভাই। ইদুর নিয়ে ভাল গল্প স্টকে আছে। সাক্ষাতে বলব!
১২| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:২০
তার ছিড়া আমি বলেছেন: সত্যিই, আপনার বিষয়বস্তু প্রশংসার দাবী রাখে।
০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৯
হঠাৎ ধুমকেতু বলেছেন: ধন্যবাদ তার ছিড়া ভাই।
১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০৯
তুষার কাব্য বলেছেন: চমৎকার লিখেছেন ।থিম টা অসাধারণ...আমাদের মানসিক সাস্থ্যের সুস্ততা আগে জরুরি...
ভালো থাকবেন..
০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৯
হঠাৎ ধুমকেতু বলেছেন: ..আমাদের মানসিক সাস্থ্যের সুস্ততা আগে জরুরি.এটাই! ধন্যবাদ।
১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৫
মামুন রশিদ বলেছেন: অসাধারণ লিখেছেন ।
০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১০
হঠাৎ ধুমকেতু বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই।
১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১২
অপূর্ণ রায়হান বলেছেন: গতরাতেই অফলাইনে পড়েছিলাম ভ্রাতা। বেশ কিছুদিনের বিরতিতে লিখলেন আপনি! কেমন আছেন ?
৪র্থ ভালোলাগা + আমাদের নিজেদের আঁতে না লাগলে আমরা বুঝিনা, কি যাতনা বিষে!
নতুন বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল :#P
০৩ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৯
হঠাৎ ধুমকেতু বলেছেন: অনেক ধন্যবাদ রায়হান ভ্রাতা। ভাল আছি ইনশাল্লাহ। নতুন বছরে আপনার জন্যেও অনেক শুভ কামনা।
১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:১২
কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ লেখা । +++++++
০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৯
হঠাৎ ধুমকেতু বলেছেন: অনেক ধন্যবাদ কলমের কালি শেষ ভাই। ভাল থাকবেন।
১৭| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২১
তাহসিনুল ইসলাম বলেছেন: চমৎকার মরাল। ভালো লাগলো লেখাটা।
০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৮
হঠাৎ ধুমকেতু বলেছেন: ধন্যবাদ তাহসিন আপনাকে।
১৮| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৪
পার্থ তালুকদার বলেছেন: একটু দেরিতে হলেও পড়ে নিলাম।
দারুন বিষয়বস্তু সাথে উপস্থাপনা।
১৯| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৭
আরমিন বলেছেন: চমৎকার!
২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার লেখা।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৩
রাফা বলেছেন: চমৎকার লিখেছেন...। যেমন করিবে তেমনি ফিরে আসিবে ।
ধন্যবাদ,হঠাৎ ধুমকেতু ।