![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহিউদ্দিন খালেদ। পেশায় ইঞ্জিনিয়ার। পড়তে ভালোবাসি। নিজের একটা চিন্তা জগত আছে। সেখানে চারপাশের অনেক কিছু নিয়ে অনেক নিঃশব্দ আলোচনা হয়! সেই আলোচনা গুলোর সাথে বৃহত্তর জগতের সংযোগ ঘটাতে ইচ্ছে করে!
পুরাতন কাঠের চেয়ার টার কোন খট মট নাই
বেদিশা ঘুরতে ঘুরতে চুপচাপ একদিকে চলে যায়।
মিছা সদাগরের শুঁড়িখানায় আকণ্ঠ মদ গিলে বেহুঁশ আমি
চেয়ারের উপর বসে থাকি চুপচাপ!
একহাত চেয়ারের হাতলে রেখে আরেক হাতে লাঠি ঘুরাই বাতাসে
আর পশ্চাৎদেশের নীচে অনুভব করি চেয়ারের ওম!
চেয়ার আমার সেন্ট মার্টিন, চেয়ার আমার হানিমুন,
চেয়ার ই আমার তেলে ভাজা মচমচে পরটা!
মৃত্যুর ভয়ে বেহুঁশ আমি
চেয়ারের উপরে মরেই পড়ে থাকি চুপচাপ!
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৩
হাসান মাহবুব বলেছেন: চেয়ার আমার সেন্ট মার্টিন, চেয়ার আমার হানিমুন,
চেয়ার ই আমার তেলে ভাজা মচমচে পরটা!
চমৎকার উপমা।