![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব রাজনীতি= দশ বছরে ৩২৯৯ জন মারা গেছে যাদের বেশির ভাগই নারী, শিশু ও সাধারন মানুষ। হামলা চলছে প্রতি মুহুর্তেই আতংকে আছে সীমান্তবর্তী মানুষগুলো। তালেবান হত্যার দোহাই দিয়ে সেখানে নীরবে চলছে মানবতা বিরোধী অপরাধ। পাক সরকার এ ব্যপারে বারবার বিরোধীতা করা সত্ত্বে ও মানছে না আমেরিকা। ওয়ারিজিস্থানের বাসিন্দারা এ হামলাকে সন্ত্রাসী র্কমকান্ডের সাথে তুলনা করেছেন। এ দিকে ২২ জানুয়ারি ২০১৩ সি আই এ প্রধান বলেছেন ড্রোন হামলা অব্যহত থাকবে। আন্র্জাততিক আইন ও সার্ভেৌমত্বের লঙ্ঘন বলে দাবী করেছে ইসলামাবাদ। অন্যদিকে ইমরান খানের জনপ্রিয় দল তেহরিক ই ইনসাফ এ ব্যপারে কঠোর হুশিয়ারি উচ্চারন করলেও পাক সরকার এ ব্যপারে কঠোর কোন কর্সূচি দিতে পারে নি। যার ফলে পিপিপির জনপ্রিয়তার পারদ অনেক নিচে নেমে গেছে।
।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২০
সোহেল রনি বলেছেন: তলাবিহিন ঝুড়িতে পরিনত হয়েছে পাকিস্তান।