নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্লান্ত চরণ

I

কার্ল মাকর্স

I'm sooo coool

কার্ল মাকর্স › বিস্তারিত পোস্টঃ

আমার কুয়াকাটা বেড়ানো।।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮

আজ কুয়াকাটা থেকে ফিরলাম, যাওয়ার আগে বলি নাই।

কারন ইদানিং হাসিনা আমাকে ভালোবেসে

পেছনে বাহিনী দিয়া ফলো করাইতাছে।



যাই হোক খুব বাজে অভিজ্ঞতা হল,

ধুর দেখার কিছুই নাই।

কত কি ভাবলাম অথচ সুমুদ্রে শুধু পানি আর পানি। ধুর এইডা কোনো কথা হইল!

তাও আবার নিচে শুধু বালু বালু।



সূর্য নিয়া কি সব শুনলাম। আশ্চর্য যাইয়া দেহি আমাগো বাড়ির সূর্যইতো এইডা।

অযথা এত টাকা খরচ কইরা পানি দেখতে আইলাম

খিক.. খিক.. :)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০০

একজন ঘূণপোকা বলেছেন: যাই হোক খুব বাজে অভিজ্ঞতা হল,
ধুর দেখার কিছুই নাই।
কত কি ভাবলাম অথচ সুমুদ্রে শুধু পানি আর পানি। ধুর এইডা কোনো কথা হইল!
তাও আবার নিচে শুধু বালু বালু।




-আমার বেলায়ও এমন হয়েছিল :P :P :P

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৭

মোঃ নজরুল ইসলাম বলেছেন: ....আপনি কি বই প্রকাশের কথা ভাবছেন!
নতুন বইয়ের জন্য ভালো মানের (ভ্রমণ কাহিনী-বইটির নাম: সদেশে প্রবাসে) লেখা আহ্বান।
তাহলে আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার রচিত গল্প, কবিতা, ছড়া, উপন্যাস, ভ্রমণ কাহিনী, জীবনীগ্রহন্থ, ধর্মীয় গ্রহন্থ, নাটক ইত্যাদি গ্রহন্থের পান্ডুলী পাঠিয়ে দিন। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা: প্রকাশক, সৃষ্টি প্রকাশনী, E-mail: [email protected] & Mobile: 01557864260 আমরা আপনার যে কোন ধরনের বই প্রকাশে আগ্রহী। স্বল্প খরচে আমাদের ডিজাইনার কর্তৃক আপনার বইয়ের প্রচ্ছদ করিয়ে নিতে পারেন।
http://www.facebook.com/SristyProkashony

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৪

কার্ল মাকর্স বলেছেন: realy!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.