নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্লান্ত চরণ

I

কার্ল মাকর্স

I'm sooo coool

কার্ল মাকর্স › বিস্তারিত পোস্টঃ

কামারুজ্জামান ও আমার ভাবনা।

১২ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:৪১

আফসোস এ জাতীর জন্য যারা শুধুমাত্র রাজনৈতিক কারনে ১৯ বছর বয়সি (১৯৭১) একজন তরুণ মানবতা বিরোধী তকমা লাগিয়ে হত্যা করল।

অথচ বর্তমান সরকার ই সবচেয়ে বড় মানবতা বিরোধী।



আজকে যদি সত্যিই রাজাকারের বিচার করা হত তাহলে আ’লীগের মধ্যেও যে রাজাকার গুলো বাসা বেধেছে তাদেরও বিচার হত কিন্তু যে বিচার হয়েছে বা হচ্ছে তা একটা সাজানো নাটক ছাড়া আর কিছুই নয়।



দেশে মাত্র ১০ বা ১২ টি রাজাকার নেই আরো আছে।

যুক্তির খাতিরে ধরেই নিলাম কামারুজ্জামান রাজাকার বা আরো যারা আছে কিন্তু কেও কি বলবেন তারা কোথায়?



কামারুজ্জামান ‍যদি আজ জামায়াত না করত তাহলে তাকে হত্যা করা হত না।

যদি আ’লীগ করত হয়ত সে মন্ত্রীও হতে পারত।

যদি বাম দল করত হয়ত মহাআআআআন কমরেডও হতে পারত

কিন্তু হায় কিছু দলান্ধদের কারনে ১৯৮৬ সালের নির্বাচিত মেধাবী সাংবাদিক প্রতিনিধিকে হত্যা করা হল।



শেষ কথা.........।



তাতে কার কি ক্ষতি হবে জামায়াত কি চিরতরে হারিয়ে যাবে?

মানুষ জামায়াতের নাম নিতে ভয় করবে?

মানুষ জামায়াতকে ঘৃণা করবে?



হ্যা করবে তবে মানুষ নয় আ’লীগ।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:৪৩

সকালের পাখি বলেছেন:

২| ১২ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:৪৪

জিলাপীর প‌্যাঁচ বলেছেন:

৩| ১২ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:৪৬

নাঈম বলেছেন:

৪| ১২ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:৫৮

মানুষ বলেছেন: শিরোনাম ভুল হয়েছে। লেখেন, "কামারুজ্জামান ও আমার বেদনাহত পুটকি - লেখক কার্ল মার্ক্স"

৫| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:০৫

কার্ল মাকর্স বলেছেন: যারা যুক্তিতে পারে না তারাই গালি দিতে ওস্তাদ।
হা হা হা কত্ত মূর্খের যে বাস এখানে ভাবতে অবাক হতে হয়!!!!!!!!!!!!!!!!
কেও তো একটা প্রশ্নের ও সঠিক উত্তর দিতে পারলেন না ;)

৬| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:২৫

মানুষ বলেছেন: সর্ব কনিষ্ঠ মুক্তিযোদ্ধার নাম কি জানেন? তার নাম লালু। তার বয়স কত ছিল জানেন? ১৩। আপনার পাকি আব্বারা যখন ক্রাক প্লাটুনের রুমীর চোখ উপড়াচ্ছিল সঙ্গীদের নাম ঠিকানা আদায়ের জন্য, তখন তার বয়স কত ছিল জানেন? ২০।

রাতের অন্ধকারে চোখ বেঁধে মারা হয়নি কামারুজ্জামান কে। বিচারিক প্রক্রিয়ায় আত্মপক্ষ সমর্থনের পুর্ণ সুযোগ দিয়ে বিচার হয়েছে দিনের আলোতে, সবার সামনে।

যুক্তি।সোহাগপুরের সমস্ত বিধবা দূরে থাক, সমস্ত ফেরেস্তা সাক্ষ্য দিলেও সে যুক্তির ধার আপনারা ধারবেন না। আপনাদের জন্য গালিই শ্রেয়।

৭| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:২৮

কার্ল মাকর্স বলেছেন: সর্ব কনিষ্ঠ মুক্তি যোদ্ধার বয়স ১৩ মানলাম তাকে স্যলুট। কিন্ত সর্ব কনিষ্ঠ রাজাকারের নাম কি?
...................................................
মানুষ

৮| ১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৫

শহিদুল বলেছেন: ব্রেইন ওয়াস ছাগুর আবার ভাবনা!!

১৯ বছরে মুক্তিযোদ্ধা হইতে পারলে রাজাকারও হইতে পারে।

তোর আব্বারা যদি নির্দোষ ভালো মানুষ হয়ে থাকে তবে যখন ক্ষমতায় ছিল মানবতা বিরোধী অপরাধী আওয়ামী সহ অন্যান্য প্রকৃত রাজাকারদের বিচার করলো না কেন? যুক্তিজ্ঞান বলতে তোদের মাথায় কিছু আছে না কি সারাদিন মুখস্ত বিদ্যার জাবর কাটাই সার।



৯| ১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০১

হাসান মাহবুব বলেছেন: আহারে কী করুণ ম্যাৎকার! :((

১০| ১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:১১

নিয়েল হিমু বলেছেন: কামরুজ্জামানের বৈধ পোলা ওয়ামীও শিকার করে কামরুর অপরাধ আর তোমাদের মত কামরুর অবৈধরা শিকার করতে নারাজ থাকবা সব সময় এবং তোমরা তাই । তাই তোমাদের সাথে যুক্তির কোন মুল্য নাই ।

১১| ১৩ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:৩৪

মানুষমানব বলেছেন: আমার বাংলা আমি ফাসি দিছি। তোমার কি? কিছু ছিড়তে পারলে ছিড়ে দেখাও। আর না হলে কাঠাল পাতা ছিড়।

১২| ১৩ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:৪০

মানুষমানব বলেছেন: ভাবনা কি এমন হতে পারে না যে ৭১ এর পর থেকে এরা এতদিন দেশের যত সম্পদ ব্যবহার করেছে তার হিসাব কে দিবে?

১৩| ১৩ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৯

কার্ল মাকর্স বলেছেন: ১৯৯৬ থেকে ২০০১ এ কে আ”লীগ বিচার করল না?
...........................
শহীদুল

১৪| ১৩ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫০

কার্ল মাকর্স বলেছেন: তোমার বোকামীতে বেশ মাজ পেলাম
.........................।
হিমু

১৫| ১৩ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৩

কার্ল মাকর্স বলেছেন: তোমার কথাই প্রমান করে আইন নয় ক্ষমতার জোরে ফাসি দিয়েছো তাই তোমরাই পরজিত কিন্তু তোমরা এতটাই মূর্খ যে তা বুঝতেই পার না।
..................................।
মানুষমানব

১৬| ০৭ ই মে, ২০১৫ রাত ১১:০৮

ক্রান্তী সৌরভ বলেছেন: যদি কামারুজ্জামন একজন ভাল মহান ব্যাক্তি হন, তাহলে পৃথিবীর সকল সন্ত্রাসবাদী মানুষগুলো সমপর্যায়ে।
লেখককে অনুরোধ করব তার নামটি পরিবর্তন করতে। এমন এক মহান ব্যাক্তির নামটি লাগিয়ে, তার নামকে কলুষিত করছেন।
যে নিজের বাপ-মায়ের দেয়া নামটি পর্যন্ত ব্যাবহার করতে ভয়/লজ্জা করেন, তার বড় কথা সাজে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.