![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বাইরে পড়াশোনা করছি আইটিতে। দেশেও কাজ করেছি একজন আইটি প্রফেশনাল হিসেবে। লেখালেখি ভাল্লাগে না। তারপরও মাঝে মাঝে মনে হয় সবসময় কথা বলে মনের ভাব প্রকাশ করা যায় না। তাই ২/১ টা কথা লিখে ব্লগে প্রকাশ করি। ফেইসবুকে আমি fb.com/cool.quiet
কালকে নাকি হরতাল, কারণ কী? জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। ভালো কথা। কিন্তু যে দাবীতে হরতাল দেয়া হচ্ছে তা' কি মেনে নেয়া হবে? পরশুদিন থেকে কি আবার জ্বালানি তেলে'র মূল্য পূর্ব নির্ধারিত দামে ফিরে যাবে? যদি না যায় তাহলে এই একদিনের হরতালের কী অর্থ? হরতাল যদি দিতেই হয় তবে তা' হতে হবে লাগাতার। দাবী পুরণ না হওয়া পর্যন্ত হরতাল চলতে থাকবে। সাহস থাকলে এরকম হরতাল দেন। আমাদের কষ্ট হলে একবারে হয়ে যাক। একদিকে জ্বালানি দাম বৃদ্ধি'র কারণে আমাদের বেশি ভাড়া গুনতে হবে অন্যদিকে হুদাই একদিনের লোক দেখানো হরতালে ক্ষতি হবে হাজার কোটি টাকা। দু'দিক দিয়েই বাঁশটা খাচ্ছে ম্যাঙ্গো পিপল।
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২
কুল_কুয়াইট বলেছেন: হরতাল কতদিন হইছে সেটা নিয়ে আমার মাথাব্যথা নাই। যদি হরতাল দিয়ে ন্যায্য দাবী পুরণ হয় তাইলে একদিন কেন এক সপ্তায় হরতালেও আমার আপত্তি নাই। কিন্ত তা কি হচ্ছে?
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৯
লিঙ্কনহুসাইন বলেছেন: বাংলাদেশের স্বাধীন হয়েছে ৪১ বছর , আর এই ৪১ বছরের মধ্যে প্রায় ১১০৫ দিন হরতাল হয়েছে , তার মানে প্রায় তিন বছর হরতালের মধ্যে দিয়েই গেছে তাহলে বাংলাদেশের বয়স কত ? ৩৮ না ৪১ ????????? এই তিন বছর পুরা পৃথিবী থেকেই বিছিন্ন ছিল বাংলাদেশ