![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বাইরে পড়াশোনা করছি আইটিতে। দেশেও কাজ করেছি একজন আইটি প্রফেশনাল হিসেবে। লেখালেখি ভাল্লাগে না। তারপরও মাঝে মাঝে মনে হয় সবসময় কথা বলে মনের ভাব প্রকাশ করা যায় না। তাই ২/১ টা কথা লিখে ব্লগে প্রকাশ করি। ফেইসবুকে আমি fb.com/cool.quiet
যেহেতু বাংলাদেশের বিরুদ্ধে বরাবরই এমন আম্পায়ারিং হয় তাই তাদের কিছু বলছি না। আমি বাংলাদেশের অধিনায়ক মুশফিককে ২/১ টা কথা বলতে চাই।
১> কেন শাহাদাতকে দলে নেয়া হল? // আমি হলে মোশারফ হোসেন/জিয়া কে নিতাম
২> শাহাদাত এত মার খেতে থাকার পরও কেন ওকে দিয়ে চার ওভার বল করানো হলো? // আমি হলে মমিনুল/আশরাফুল/নাসিরকে দিয়ে বোলিং করিয়ে নিতাম।
৩> নাসির ক্রমাগত একজন ফিনিশার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করছে, তারপরও কেন এত আগে ওকে নামানো হলো? নাসিরের জায়গায় মমিনুল, মমিনুলের জায়গায় নাসির নামলে এত বাজে বোলিং/ফিল্ডিং/ক্যাপ্টেইন্সি করার পরও আজকে ফলাফল অন্যরকম হতে পারত।
।।। জয়-পরাজয় খেলারই অংশ, তারপরও কিছু পরাজয় মেনে নিতে কষ্ট হয় ।।।
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৮
কুল_কুয়াইট বলেছেন: বড়সড় লিংক-টিংক দিয়া দলে থাকুক, একাদশে না থাকলেই হৈত।
২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৭
আঠারো বছর বয়স বলেছেন: যেখানে খুলনা বিপিএলে শাহাদাতকে খেলানোর ঝুকি নেয় নাই সেখানে মুশফিক কোন সাহসে তাকে আন্তর্জাতিক টি২০তে খেলানোর কথা মাথায় আনল? জিয়াউর টি২০ স্পেশালিস্ট হিসেবে পরিচিত। ব্যাটিংয়ে খারাপ করার কারণে তাকে বাদ পড়তে হল অথচ আগের ওয়ানডেগুলোতে বোলিংও ভাল করেছে। অলরাউন্ডার জিয়াউরকে বাদ দিয়ে শাহাদাতকে নেয়াটাই ছিল চরম ভুল। শাহাদাতের ওভারগুলো শেষে করানোর জন্য রেখে দিল আবার। আশরাফুল এবং নাসিরকে দিয়ে ২ ওভার করালে অন্তত ১০ টা রান কম হত। তারপর নাসিরকে ফিনিশার হিসেবে শেষে নামালে বাকি ৭ রান সে অবশ্যই নিতে পারত।
মুশফিকের ক্যাপ্টেনসি যথার্থ নয়। এই মুহুর্তে তার বিকল্পও কেউ নেই। তবে সহ অধিনায়ক পরিবর্তন করানোর পক্ষপাতি। মাহমুদুল্লাহ নামেই সহ অধিনায়ক কিন্তু সিদ্ধান্ত নেয়ার বেলায় কোন সাপোর্ট দিতে পারছে বলে মনে হয়না। সহ অধিনায়ক রাজ্জাক হলে ভাল হত।
এই মুহুর্তে বাংলাদেশ টিম যেকোন দলকে হারানোর ক্ষমতা রাখে। কিন্তু এরকম ভুলভাল সিদ্ধান্ত নিতে থাকলে বারবার জয়ের কাছাকাছি গিয়ে ফিরে আসতে হবে।
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:১০
কুল_কুয়াইট বলেছেন: আমারও কথা সেটাই। জিততে থাকা ম্যাচগুলো কেন আমরা এভাবে হেরে যাব?
৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৪
বেপারিবাজ বলেছেন: শাহাদাতের জায়গায় জিয়া আর রুবেলের জায়গায় মোশারুরফ কে নেওয়া উচিত ছিল। পুরো সিরিজে ওরা আমাদের পেসকে মেরেছে, স্পিনাররাই ভাল করেছিল তাই আমি হলে মোশররফ কে নিতাম।
আর জিয়ার স্লো মিডীয়াম পেস শাহাদাতের চেয়ে অনেক ভাল।
একজন হিটার ব্যাটস্মন থাকত।
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:১২
কুল_কুয়াইট বলেছেন: ১০০% একমত আপনার সাথে। এই জিনিসগুলো কেন যে টিম ম্যানেজমেনট বুঝে না????
৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৫
মমবাতি বলেছেন: বাংলাদেশে ২ টা ফাস্ট বলার চাই।
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪
কুল_কুয়াইট বলেছেন: যতদিন না হৈছে ততদিন স্পিনার দিয়া কাম চালাইতে সমস্যা কৈ?
৫| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:২০
ভ্রমন কারী বলেছেন: কেন শাহাদাতকে দলে নেয়া হল?
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:২১
কুল_কুয়াইট বলেছেন: আমি হলে মোশারফ হোসেন/জিয়া কে নিতাম
৬| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২
িনহাজ রিমন বলেছেন: সিলেক্টরগুলোকে আরও ভাবতে হবে স্কোয়াড বানানোর আগে ।সহমত আপনার সাথে।
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:১৭
কুল_কুয়াইট বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৫
মনে নাই বলেছেন: একজন সেট ব্যাটসম্যানকে অযাচিতভাবে আউট দেয়ার পর আর কোন কথা থাকতে পারেনা, আম্পায়ারিং সবসময়ই আমাদের বিপক্ষে যায় কেন!!!!
রান আউটটাও ছিল দুঃখজনক।
শাহাদাতকে এত গুরুত্ব দেয়ার কারন বুঝলামনা, বড়সড় লিংক-টিংক আছে নাকি!!!