![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বাইরে পড়াশোনা করছি আইটিতে। দেশেও কাজ করেছি একজন আইটি প্রফেশনাল হিসেবে। লেখালেখি ভাল্লাগে না। তারপরও মাঝে মাঝে মনে হয় সবসময় কথা বলে মনের ভাব প্রকাশ করা যায় না। তাই ২/১ টা কথা লিখে ব্লগে প্রকাশ করি। ফেইসবুকে আমি fb.com/cool.quiet
অনেকে বলছে আওয়ামীলীগ নাকি দুই নৌকায় পা দিয়েছে। আমি বলি দুই নৌকা নয়, আওয়ামীলীগ এখন ৪/৫ অপশন বিশিষ্ট MCQ প্রশ্নের গোলক ধাঁধায় পড়ে গেছে যেখানে ভুল উত্তরের জন্য তাদের জন্য নেগেটিভ মারকিং এরও ব্যবস্থা রয়েছে।
তবে আশার কথা হলো এখনও সময় আছে। সুবিধাবাদি, নীতিহীন, আদর্শবর্জিত বামদের সঙ্গ ছাড়ুন। আলোচনায় বসুন। দেশটাকে নিয়ে, দেশের মানুষগুলোকে নিয়ে আর খেলিয়েন না। ক্ষমতাসীন দল হিসেবে যেকোনো ধরণের সংলাপ/সমঝোতা'র উদ্যোগ নেয়ার এবং তা' সফল করার দায়িত্ব আপনাদের উপরই বর্তায়।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
জেনারেশন সুপারস্টার বলেছেন: বামদের সঙ্গ ছাড়ুক তা চাই দেশটা একাত্তরের খুনী রাজাকারদের হাতেও যেন চলে না যায় তারও শতভাগ গ্যারান্টি চাই।