| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুল_কুয়াইট
দেশের বাইরে পড়াশোনা করছি আইটিতে। দেশেও কাজ করেছি একজন আইটি প্রফেশনাল হিসেবে। লেখালেখি ভাল্লাগে না। তারপরও মাঝে মাঝে মনে হয় সবসময় কথা বলে মনের ভাব প্রকাশ করা যায় না। তাই ২/১ টা কথা লিখে ব্লগে প্রকাশ করি। ফেইসবুকে আমি fb.com/cool.quiet
আমরা বেশ কয়েকজন একটা প্রাইভেট কোম্পানীতে চাকরি করি অনেক দিন ধরে। বিভিন্ন সময় আমাদের বেতন-ভাতা নিয়ে কোম্পানী টালবাহানা করে ২/১ মাস পরে হলেও কম-বেশি বেতন-ভাতা ঠিকই পরিশোধ করতো। কিন্তু এক, দুই, তিন করতে করতে ছয় মাস হয়ে গেলো। কোম্পানী আমাদের কোনো টাকাই দিচ্ছে না। আমরা সঙ্ঘবদ্ধ হলাম, প্রতিবাদ করলাম, ন্যায্য বেতন-ভাতার দাবী জানালাম মালিক পক্ষের কাছে।
ফলাফলঃ বেতন-ভাতা তো পেলামই না, উল্টো তারা তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের উপর হামলা করলো, গুলি চালালো নির্বিচারে।
//খবরঃ গ্রীসের এক স্ট্রবেরি খামারে অভিবাসী কর্মীরা তাদের বকেয়া বেতনের দাবি জানাতে জড়ো হলে সেখানকার একজন সুপারভাইজার তাদের উপর গুলি চালিয়ে ৩০ জনের উপর আহত করেছে। আহত কর্মীদের সকলেই বাংলাদেশি।
©somewhere in net ltd.