![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বাইরে পড়াশোনা করছি আইটিতে। দেশেও কাজ করেছি একজন আইটি প্রফেশনাল হিসেবে। লেখালেখি ভাল্লাগে না। তারপরও মাঝে মাঝে মনে হয় সবসময় কথা বলে মনের ভাব প্রকাশ করা যায় না। তাই ২/১ টা কথা লিখে ব্লগে প্রকাশ করি। ফেইসবুকে আমি fb.com/cool.quiet
আমরা বেশ কয়েকজন একটা প্রাইভেট কোম্পানীতে চাকরি করি অনেক দিন ধরে। বিভিন্ন সময় আমাদের বেতন-ভাতা নিয়ে কোম্পানী টালবাহানা করে ২/১ মাস পরে হলেও কম-বেশি বেতন-ভাতা ঠিকই পরিশোধ করতো। কিন্তু এক, দুই, তিন করতে করতে ছয় মাস হয়ে গেলো। কোম্পানী আমাদের কোনো টাকাই দিচ্ছে না। আমরা সঙ্ঘবদ্ধ হলাম, প্রতিবাদ করলাম, ন্যায্য বেতন-ভাতার দাবী জানালাম মালিক পক্ষের কাছে।
ফলাফলঃ বেতন-ভাতা তো পেলামই না, উল্টো তারা তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের উপর হামলা করলো, গুলি চালালো নির্বিচারে।
//খবরঃ গ্রীসের এক স্ট্রবেরি খামারে অভিবাসী কর্মীরা তাদের বকেয়া বেতনের দাবি জানাতে জড়ো হলে সেখানকার একজন সুপারভাইজার তাদের উপর গুলি চালিয়ে ৩০ জনের উপর আহত করেছে। আহত কর্মীদের সকলেই বাংলাদেশি।
©somewhere in net ltd.