![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বাইরে পড়াশোনা করছি আইটিতে। দেশেও কাজ করেছি একজন আইটি প্রফেশনাল হিসেবে। লেখালেখি ভাল্লাগে না। তারপরও মাঝে মাঝে মনে হয় সবসময় কথা বলে মনের ভাব প্রকাশ করা যায় না। তাই ২/১ টা কথা লিখে ব্লগে প্রকাশ করি। ফেইসবুকে আমি fb.com/cool.quiet
চট্টগ্রামের বহদ্দারহাটে ২ নাম্বার নির্মাণ-সামগ্রী ব্যবহার করার কারণে নির্মাণাধীন ফ্লাইওভার ভাইঙ্গা পড়লো বাজারে, মরলো মানুষ। আশুলিয়ায় তাজরীন গার্মেন্টসে আগুন লাগার পরও বাইর হওয়ার গেটে তালা খুলে দেয়া হলো না, পুড়লো মানুষ। সাভারে রানা প্লাজায় বিশাল ফাটল দেখা যাওয়ার পরও গার্মেন্টস শ্রমিকদের ডাইকা আনা হইলো, যা হবার তাই হলো।
এই ঘটনাগুলো যেমন মানতে পারি না, তেমনি মানতে পারি না শুধুমাত্র ভিন্ন মতাবলম্বী হওয়ার অপরাধে মানুষ মানুষকে পিটিয়ে মারার ঘটনা। মানতে পারি না নিরাপত্তা বাহিনী দিয়ে মানুষের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে মানুষের বুকেই গুলি করে হত্যা করার ঘটনা। কতজন মারা গেছে সেটা আমি জানি না, ১ জন মানুষকেই বা আপনারা গুলি করে খুন করবেন কেন?
আজকে ডিএমপি কমিশনার বললেন মতিঝিলের অপারেশনে কোনো প্রাণঘাতি অস্ত্র ব্যবহার করা হয়নি; তাহলে ১১ জন (তার হিসেবে) মানুষ মরলো কীভাবে? ১ জনকে নাকি হেফাজতের লোকেরা মারছে। ফাইন, মারলে যারা মারছে তাদের ধরেন, বিচার করেন। আপনাদের হিসেবে ওই একজন ছাড়া আরো ১০ জনের লাশ পাওয়া গেছে। যেহেতু তারা স্বাভাবিকভাবে মরেনি, আমরা বলতে পারি তাদেরকে কেউ খুন করছে। আমাদের কি এটা ধরে নিতে হবে যে হেফাজতের লোকেরাই তাদের লোকদের খুন করে পালায়া গেছে? যদি এটা না ধরতে পারি তাইলে তাদেরকে কারা মারলো? এই খুনের কি বিচার হবে না?
০৮ ই মে, ২০১৩ রাত ১১:২২
কুল_কুয়াইট বলেছেন: কোনো লিংক নাই ভাই, দুঃখিত। আমার যা মনে হইছে তাই কইছি।
২| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:২৬
মাহিরাহি বলেছেন: গতকাল লাইভ টেলিকাস্টে উনি বলেছেন কোন লেথাল উইপন ব্যবহার করা হয়নি।
০৮ ই মে, ২০১৩ রাত ১১:৩১
কুল_কুয়াইট বলেছেন: তাইতো কইলাম হেফাজতের লোকেরাই তাদের লোকদের শহীদ কইরা পালায়া গেছে।
৩| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:২৮
মুনাজির বলেছেন: এরূপ মিথ্যাচার বাংলাদেশের পুলিশের মুখেই মানায়।
০৮ ই মে, ২০১৩ রাত ১১:৩৮
কুল_কুয়াইট বলেছেন: আপনার নামের সাথে মিল আছে কিন্তু ভদ্রলোকের। বেনাজির, মুনাজির
৪| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:৩০
নষ্ট ছেলে বলেছেন: মখার মত স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে পারলে পুলিশ এর চেয়ে ভাল হবে কিভাবে।
০৮ ই মে, ২০১৩ রাত ১১:৪০
কুল_কুয়াইট বলেছেন: পুলিশের আর ভালো হওয়া লাগবে না। তারা যেমন আছে তেমনই থাক। আমি প্রত্যেকটা হত্যার বিচার।
৫| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:৪৭
শফিক১৯৪৮ বলেছেন: মখার মত স্বরাস্ট্র থাকলে বেনএর মত কমিশনার থাকবেনা তো কি হাতেম তাই থাকবে?
০৯ ই মে, ২০১৩ রাত ১২:২১
কুল_কুয়াইট বলেছেন: বেন কিন্তু মখার আগে থেকি ছিলো, সুতরাং সে সিনিয়র।
৬| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:৫৪
মীর হাসিন রেজা বলেছেন: Click This Link
০৯ ই মে, ২০১৩ রাত ১২:২৮
কুল_কুয়াইট বলেছেন: ক্লিক করছি, কছু পাই নাই
৭| ০৯ ই মে, ২০১৩ রাত ১২:১৮
অমৃত সুধা বলেছেন: বিএনপি-আওয়ামী লীগই হেফাজত উত্থানের কারণ
http://dhakajournal.com/?p=6597
০৯ ই মে, ২০১৩ রাত ১২:২৫
কুল_কুয়াইট বলেছেন: যে কোনো দলেরই যেকোনো সময় উত্থান হতে পারে, তাই বলে তাদেরকে খুন করে সেই খুনের ব্যপারে মিথ্যাচার কাম্য নয়।
৮| ০৯ ই মে, ২০১৩ রাত ১২:২৪
সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: ভাবতেসি আওয়ামি লিগ করুম, বুইঝা নেন।
০৯ ই মে, ২০১৩ রাত ১২:২৭
কুল_কুয়াইট বলেছেন: একমাত্র আওয়ামীলীগই বাংলাদেশের গণতান্ত্রিক দল, সত্যবাদী দল। তারা যা বলে তা-ই সঠিক।
৯| ০৯ ই মে, ২০১৩ রাত ১২:৪২
কুল_কুয়াইট বলেছেন: আজকে আমি বুঝতে পারছি হেফাজতীদের গায়ে যত রক্ত দেখা যাচ্ছিলো তার সবই ছিলো নকল। তারা তাদের পাঞ্জাবীর পকেটে কইরা লাল রঙ এর কৌটা নিয়া আসছিলো। তারপর সেই রঙ গায়ে মাইখা অভিনয় করছে।
১০| ০৯ ই মে, ২০১৩ রাত ১২:৪৮
মুহসিন বলেছেন: শেষ পর্যন্ত না বলে বসেন গার্মেন্টস এর এত লোক মরলো সেটাও সাজানো নাটক, স্রেফ ফটোশপ।
আজকাল ডিজিটাল দুনিয়ায় কতকিছু হচ্ছে?
তবে একসময় না একসময় মানুষ বুঝে নিবে কোনটা সত্য, সেটাই যা সান্ত্বনা।
০৯ ই মে, ২০১৩ রাত ১২:৫১
কুল_কুয়াইট বলেছেন: বইলা তো ফালাইছিলোই। মনে নাই বলছিলো- আমরা আগেই সব লোক সরায়া নিছিলাম, যারা গেছিলো তারা চুরি করতে গেছিলো, মূল্যবান মালামাল আনতে গেছিলো। ফুডুশপটা ঠিকমত সাজাইতে পারে নাই ভাই।
১১| ০৯ ই মে, ২০১৩ রাত ১২:৪৯
মুহসিন বলেছেন: অন্ধকার না করে লাইভ টিভির সামনে অভিযান চালালেই এতো প্রশ্নের জন্ম হতোনা।
হানাহানির রাজনীতি পরিহার করে আমরা বড় দুই দলকে কি প্রস্তাব দিতে পারিনা একটা অনাক্রমণ চুক্তি করতে পোড়ামাটি নীতির পরিবর্তে? তাহলে পাঁচ বছর পরপর দুদলই পালাবদল করে ক্ষমতায় থাকবে এবং সরকার ও বিরোধীদল হরতাল ধ্বংসযজ্ঞ গোলাগুলি আর এসব সংখ্যাতত্বের কচকচানি বন্ধ করে পরস্পর সহযোগিতায় জনকল্যাণমূলক কাজ করে জাতিকে এগিয়ে নেবে।
০৯ ই মে, ২০১৩ রাত ১:০০
কুল_কুয়াইট বলেছেন: আমি এত প্রশ্ন করতাছিনা ভাই। অনেকের মত আমি বলতাছি না ২৫০০ মানুষকে খুন করে লাশ গুম করে দিছে। আমি বলতাছি তারা যদি বলে ১০ জন মরছে তাইলে সেই ১০ জন কেমনে মরছে? কারা মারছে তাদের? আমি সেই উত্তর চাই।
আপনার ২য় বক্তব্যের সাথে আপাতত একমত পোষণ করতেছি। আর ভাল্লাগেনারে ভাই। এত রক্ত আর আমরা দেখতে চাই না।
১২| ০৯ ই মে, ২০১৩ রাত ২:১২
আশিকুর রহমান ১ বলেছেন: তাই আসুন সবাই দলে দলে দেশের এক মাত্র ইসলামী দল আম্লীগে যোগদান করে ইসলাম রক্ষা করি
০৯ ই মে, ২০১৩ রাত ২:২৫
কুল_কুয়াইট বলেছেন: মজা লন?? আম্লীগের লোকদেরই দাড়ি টুপ বেশি, তারাই বেশি নামাজ-রোজা করে। তারা ইসলামী দল না হইয়া যায় কই?
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৩ রাত ১১:১৭
কে এম শিহাব উদ্দিন বলেছেন: নিউজের লিংক দেন ভাই