নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম

দিনের শেষে আমরা সবাই একা...

কুল_কুয়াইট

দেশের বাইরে পড়াশোনা করছি আইটিতে। দেশেও কাজ করেছি একজন আইটি প্রফেশনাল হিসেবে। লেখালেখি ভাল্লাগে না। তারপরও মাঝে মাঝে মনে হয় সবসময় কথা বলে মনের ভাব প্রকাশ করা যায় না। তাই ২/১ টা কথা লিখে ব্লগে প্রকাশ করি। ফেইসবুকে আমি fb.com/cool.quiet

কুল_কুয়াইট › বিস্তারিত পোস্টঃ

ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজঃ একদল দুস্কৃতিকারী.।.।.।.।.।।

১৩ ই মে, ২০১৩ সকাল ১১:০৬





(আজাইরা পোস্ট, পড়লে মেজাজ খারাপের জন্য লেখক দায়ী নয়)



ব্রেকিং নিউজ:



একদল দুস্কৃতিকারী আমার রুমের ইলেক্ট্রনিক সামগ্রীর উপর আজকে সসস্ত্র হামলা চালিয়েছে। বিকেলে ঘুম থেকে উঠে দেখি তারা আমার ল্যাপটপ এডাপ্টার এর ক্যাবল, মোবাইল চার্জারের ক্যাবল, পিসি স্পীকারের এডাপ্টার ক্যাবল, ইনপুট ক্যাবল, পাওয়ার ক্যাবল কেটে নিয়ে গেছে।



মন্তব্য: কেন ভাই? কেন করলি এসব? আমার সাথে তোদের তো কোনো শত্রুতা ছিলো বলে মনে করতে পারছি না। কোন বেটায় তোদের নামানুসারে মাউসের নামকরণ করছে তার জন্য আমার এত বড় ক্ষতি কেন করলি? (কানতেই আছি)



আপডেট: কেটে ফেলা ক্যাবলগুলো খাটের চিপায় খুঁজে পাওয়া গেছে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৩ সকাল ১১:২৭

লিঙ্কনহুসাইন বলেছেন: :|| :|| :|| কেউ এসে এতো কিছু কইরা গেলো আর আপনার ঘুম ভাঙ্গলোনা ;) ;) আপনার ভাগ্য ভালো সাকার মতন কেউ আসলে তোঁ আপনার উপ্পেও এই হামলা হইতো :প

১৩ ই মে, ২০১৩ সকাল ১১:৩৮

কুল_কুয়াইট বলেছেন: ভাই, সারারাত নাইট ডিউটি করে দিনের বেলার ঘুমে কত মজা তা যদি বুঝতেন!!!!

২| ১৩ ই মে, ২০১৩ সকাল ১১:৫২

হাসিব০৭ বলেছেন: [img]http://2.bp.blogspot.com/-JZQ4dnmTIuA/TqDIito-xbI/AAAAAAAANJY/k36fRy3NYOk/s1600/police+rat2.JPG[/img]

১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:০২

কুল_কুয়াইট বলেছেন: এইটা কী ভাই?

৩| ১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:০৪

বিডি আমিনুর বলেছেন: জামাত-শিবিরের বিরুদ্ধে মামলা করেন , সরকারের কাছ থেকে অনেক সুযোগ সুবিধা পাবেন আশাকরি।

১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:০৩

কুল_কুয়াইট বলেছেন: কয়েকজনের নাম-ঠিকানা দেন ভাই।

৪| ১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:১৪

সাহাদাত উদরাজী বলেছেন: ইন্দুর নাকি!

১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:২৩

কুল_কুয়াইট বলেছেন: এত পরে বুঝলে হবে???

৫| ১৩ ই মে, ২০১৩ দুপুর ১:৩১

ভিটামিন সি বলেছেন: এটা জামাত-শিবির, হেফাজতে ইসলাম ও বিএনপির কাম মনে হইতাছে। স্ব-রাষ্ট্র মন্ত্রী সাব ভালো বলতে পারবেন। থানায় যান, পুলিশ বেশ আগ্রহের সাথে মামলা নিবে। আর ভাইজান আপনি কি কারও লেন্জা ধইরা ধাক্কা-ধাক্কি করেন নাকি? যার ফলে এতো বড় একটা দুর্যোগ আপনার উপর দিয়া বয়ে গেছে।

১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:২৫

কুল_কুয়াইট বলেছেন: আপনার মাথায় এত বুদ্ধি কি ভিটামিন সি খাইয়া??? হাহাহা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.