![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বাইরে পড়াশোনা করছি আইটিতে। দেশেও কাজ করেছি একজন আইটি প্রফেশনাল হিসেবে। লেখালেখি ভাল্লাগে না। তারপরও মাঝে মাঝে মনে হয় সবসময় কথা বলে মনের ভাব প্রকাশ করা যায় না। তাই ২/১ টা কথা লিখে ব্লগে প্রকাশ করি। ফেইসবুকে আমি fb.com/cool.quiet
নব (আমার ভাগ্নে, টু-তে পড়ে) তার আম্মুকে বলছে:
-আমাকে কিন্তু সোহা'র আগে বিয়ে করাইতে হবে। (সোহা ৭ মাস বয়সী তার ছোট্ট বোন)
-জী না আব্বু, আমরা আগে সোহার বিয়ে দিবো। তারপর তোমার।
-ইসসস, তা হবে না। তখন মেয়ে আমাকে দেখে বলবে বুইড়া পোলা।
-
নব'র আম্মু শকস, নব রক্স।
ডিজিটাল পুলাপাইনের ডিজিটাল ভাবনা।
১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
কুল_কুয়াইট বলেছেন:
২| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
জাহিদ হাসান বলেছেন: মজা পাইলাম ।
১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
কুল_কুয়াইট বলেছেন: ভাই ঘটনাটা আমার সামনে ঘটেছে। আমরাতো সবাই পুরাই টাসকিত ওর কথা শুনে।
৩| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: নব নামটার জন্য হলেও একটা প্লাস আপনার প্রাপ্য
১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
কুল_কুয়াইট বলেছেন: নামটা কিন্তু মামা হিসেবে আমিই রেখেছিলাম
৪| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
কুল_কুয়াইট বলেছেন: আপনিও কি ছোটবেলায় এমন ছিলেন নাকি?
৫| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
খাটাস বলেছেন: অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: নব নামটার জন্য হলেও একটা প্লাস আপনার প্রাপ্য।
যার নাম রাখা হয়, সে নাকি নাম করণ কারির গুণাবলী পায়- এরকম একটা কথা প্রচলিত আছে। তার মানে কি দাঁড়ায়??
মজা পেলাম। প্লাস।
১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
কুল_কুয়াইট বলেছেন: ভাই আপনার নামটা কে রাখছে??
প্লাসের জন্য ধন্যবাদ
৬| ১৫ ই জুন, ২০১৩ রাত ৮:১২
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
১৫ ই জুন, ২০১৩ রাত ৮:১৭
কুল_কুয়াইট বলেছেন:
৭| ১৫ ই জুন, ২০১৩ রাত ৮:১৫
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: লেখক বলেছেন: ভাই আপনার নামটা কে রাখছে??
প্লাসের জন্য ধন্যবাদ
(ব্যাপক বিনুদুন পাইলাম )
১৫ ই জুন, ২০১৩ রাত ৮:১৮
কুল_কুয়াইট বলেছেন: আমিও
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
কালোপরী বলেছেন: