![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বাইরে পড়াশোনা করছি আইটিতে। দেশেও কাজ করেছি একজন আইটি প্রফেশনাল হিসেবে। লেখালেখি ভাল্লাগে না। তারপরও মাঝে মাঝে মনে হয় সবসময় কথা বলে মনের ভাব প্রকাশ করা যায় না। তাই ২/১ টা কথা লিখে ব্লগে প্রকাশ করি। ফেইসবুকে আমি fb.com/cool.quiet
শাহবাগে আজকের কোটাবিরোধী আন্দোলনের কারণে চারিদিকের রাস্তা বন্ধ হইয়া গেছে। পুরো ঢাকা শহরে আজকে যে তীব্র গরম আর অসহ্য যানজেটের সৃষ্টি হইছে তারও একমাত্র কারণ আজকের শাহবাগের আন্দোলন। রাজাকারদের ফাঁসির দাবীতে গড়ে উঠা গণজাগরণ মঞ্চের আন্দোলনকে কলংকিত করছে এই ফালতু আন্দোলন। শাহবাগের নাম বেঁচে খাওয়ার জন্যই যত্তসব পুংটা পুলাপাইনেরা এই ফালতু আন্দোলনে নামছে। আরে রাজাকারের বাচ্চারা, সময় থাকতে সুযোগ কেন নিলি না? তোদের বাপ-দাদা মুক্তিযুদ্ধে যাইতে পারে নাই ভালা কথা; তাই বলে একটা সারটিফিকেটও যোগার করতে পারলি না??? ২ দলই তো ক্ষমতায় গিয়া তাদের কর্মীদের সুযোগ দেয়, নিলি না কেন??
আমি মনে করি মেধাবীবান্ধব সরকারকে বেকায়দায় ফেলতেই এই আজাইরা আন্দোলন। তাই অচিরেই এই আন্দোলনের নামে গড়ে উঠা নৈরাজ্য বন্ধ করে দেয়া হোক। তাদেরকে বিরানীর পরিবর্তে রাবার বুলেট আর মিনারেল ওয়াটারের পরিবর্তে কাঁদানে গ্যাস সরবরাহ করা হোক।
বাংলানিউজ বলছে আজকে গোটা ঢাকা শহরে যানজটের কারণ হচ্ছে এই শাহবাগের কোটা-বিরোধী আন্দোলন
বিডিনিউজ বলছে আন্দোলনের কারণে যানজট প্রথমআলো'র আন্দোলনের ৫ গন্টা পরও যে ছবিটা ঝুলায়া রাখছে দেখেন।
১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫০
কুল_কুয়াইট বলেছেন: হুম
২| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫১
কুল_কুয়াইট বলেছেন: কইতে না কইতে পরথম আলুও যোগ দিলো Click This Link
৩| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩১
প্রচুর বলেছেন: তারা একটা বৈধ দাবী নিয়ে অবৈধ কোটার বিরুদ্ধে আন্দোলন করছে আর আপনি রাজাকার বলে আখ্যা দিচ্ছেন?
১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৬
কুল_কুয়াইট বলেছেন: এই দেশে রাজাকারের ফাসির আন্দোলন ছাড়া বাকী সব আন্দোলনই রাজাকারদের আন্দোলন।
৪| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫০
নাজিম-উদ-দৌলা বলেছেন: ফালতু আন্দোলন বলতেছেন কেন? ঐ পোলাপানের কষ্ট আপনি বুঝবেন? খেয়ে না খেয়ে সাধারন ঘরের ছেলে পিলে গুলো বিসিএস এর জন্য প্রস্তুতি নিয়েছে। প্রত্যেকের চোখে বিসিএস পাশ করে সরকারী চাকরির নিরাপদ জীবনের স্বপ্ন। কিন্তু সরকারের এই কোঠাপ্রেমি মনোভাব তাদের আন্দোলনের দিকে ঠেলে দিয়েছে।
১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৯
কুল_কুয়াইট বলেছেন: আমি জানি ভাই। আমার দু:খ লাগছে একজন মানুষও আমি আসলে কী বলতে চেয়েছি তা বুঝলো না
৫| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৮
নাইট বার্ড বলেছেন: কোটা সহনিয় মাত্রায় রাখা উচিত, সব কোটার সংস্কার জরুরী আর একটা কথা
প্রকৃত মুক্তিযোদ্ধা কয়জন আছে?
১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:০২
কুল_কুয়াইট বলেছেন: একমত। কিন্তু আমি আসলে আজকের বিডি মিডিয়ার ভূমিকার সমালোচনা করতে চাচ্ছিলাম। কাউকেই বুঝাতে পারিনি মনে হচ্ছে।
৬| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৮
সোহেল সি এস ই বলেছেন: এই লোটা ভর্তি কোটা নিয়ে যারা মোটা কথা বলে তাদের বোটাসহ মূলৎপাটন করলে গোটা দেশের মানুষের মুখে হাসি ফোটা এখন সময়ের দাবি।
১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৯
কুল_কুয়াইট বলেছেন: সহমত।
৭| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫২
আমি অপদার্থ বলেছেন:
যারা শুধু দেশের স্বাধীনতা চেয়েছে তারা এত কোটা কোটা করে না।
মুক্তিযোদ্ধার ছেলে হলেই চাকুরী এটা মানা যায় না। যেখানে মুক্তিযোদ্ধারা অনাহারে থাকে সেখানে নাতী নাতনী। আর যে কত মেজিক দেখবো।
সুবিধাবাদী কিছু নামে মুক্তিযোদ্ধাদের কারণে দেশের এই অবস্থা।
জয় বাংলা বলে সেদিন সকলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল কোটা ভিত্তিতে না। মুক্তিযুদ্ধের ডাক আসার পরে যারা স্বাধীন বাংলার জন্য মনে প্রাণে দোয়া করেছিলো সবাই মুক্তিযোদ্ধা। শুধু যুদ্ধে অংশগ্রহণকারীরা না।
আপনাদের কথা থেকে বুঝা যায় মুক্তিযোদ্ধা ফেমেলি ছাড়া আর বাকী সবাই রাজাকার। তারমানে কি এটা রাজাকারের দেশ????
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৩
ভিটামিন সি বলেছেন: কুত্তায় না শুনে ধর্মের কাহিনী। ছাগল যতই কাঠাল পাতা খাক না কেন, সেকি আর ঘোড়া হয়। যার যেমন বুদ্ধি, তার তেমন শুদ্ধি। বেশি লাফাইলে পা ভাঙ্গে। ঢিল মারলে পাটকেল খেতে হয়।