| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসমাপ্ত গল্পের রাজকুমার
সমাজ নামক গল্পের রাজকুমার হতে চেয়েছিলাম কিন্তু মৃত মস্তিষ্কগুলি অসমাপ্তই করে রাখলো.
আমার জানার প্রয়োজন নেই সে কি করেছে,সে তোমাদের হাতেই ছিল পালিয়ে যাচ্ছিলো না,আদালত মরে যায় নাই,তার রাজনৈতিক ক্ষমতা অতনা যে আদালতকেও কিনে বসবে,সে সাধারন মানুষ, হয়তো অপরাধ করে বসেছে, হয়তো করেই নি কিছু..(আইন তুমি অন্ধ সেটা প্রমান করেছো বহুবার নামের ভুল তোমাদের চোখে পড়ে না, মৃত্যুদণ্ড দেয়ার প্রতিযোগিতায় বাধা হয় না কিছুই..) তাকে আদালতে সোপর্দ করা যেতো, সবার বিবেকের কাছে প্রশ্নরাখছি প্রধানমন্ত্রীর অভিযান টা তো মাদক বিরোধী ছিল,যাই হোক জেনে শুনে নিজ হাতে খুনের তো ছিল না! আর প্রশ্নটা হলো সবাই নিজ এলাকার প্রেক্ষাপটে বলুন আপনার এলাকার মাদক যোগানদাতাগুলির কি কিছু হয়েছে!!-উত্তরটা আমার প্রেক্ষাপটে না,৩ টা জোনের পরিসংখ্যান থেকে বলছি,অকপটে চলছে এর দৌরাত্ম্য, তাহলে এমন একরামুল কারা যারা তাদের ন্যূনতম অধিকারটুকু পাচ্ছে না!
গুলি করে হত্যার অধিকার কে দিলো আমাদের পুলিশ বাহিনীকে!!
বিচার জানি হবে না,কারন আমরা দুপায়ে ভর করে চলা মানুষরূপী কিটের সমাজে থাকি,যারা তনু হক্ত্যার বিচার করতে পারি না,যারা সাগর-রুনীর হক্ত্যার বিচার করতে পারি না,যারা শুধু গলাফাটিয়ে একটা অতীত নিয়ে পড়ে থাকতে জানি,কই গলা ফাটিয়ে মানুষের জন্য সুষ্ঠুবিচারের ব্যবস্থা করতে পারি না।
আমরা জাতী হিসেবে লজ্জিত...
বিবেকের দিকে অনেক আগেই মৃত...
০৫ ই জুন, ২০১৮ ভোর ৪:৫৯
অসমাপ্ত গল্পের রাজকুমার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৮ রাত ২:১৯
কাওসার চৌধুরী বলেছেন: ব্লগে স্ববাগতম। শুভ কামনা রইলো।