| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসমাপ্ত গল্পের রাজকুমার
সমাজ নামক গল্পের রাজকুমার হতে চেয়েছিলাম কিন্তু মৃত মস্তিষ্কগুলি অসমাপ্তই করে রাখলো.
পুলিশ ভুলে নিরপরাধ মেরে ফেল্লো বিচার কারোই হইলো না, ডাক্তার মেরে ফেল্লো ভুল চিকিৎসায় প্রতিবাদ করায় -রোগী রাস্তায় নামায়ে দিলো কারোি কিছু হইলো না, ড্রাইভার পুলিশ মেরে ফেল্লো তাও কিছু হইলো না,ড্রাইভার প্রতিনিয়ত আরো বেপরোয়া হচ্ছে মানুষের জীবন যাচ্ছে কই কি হয়েছে কার!! আইন আছে ভালো কথা কিন্তু প্রয়োগ তো নাই,থেকে লাভ কি হইলো তাহলে!
দেশকেপে যাওয়া বিশ্বজিত হত্যাকারী রা খালাস পেয়ে যায়, আমার টাকা অন্যকেও খেয়ে যায়, আমাদের বন্ধু রাষ্ট্রকে আমরা নদীপথ,সড়ক পথ ব্যবহার করতে দেই বিনা খরচে,কিন্তু আমার দেশের ৪০০ গজের ভিতরে ঢুকে আমার জনগণের উপর হামলা করে যায় সাথে লোক তুলে নিয়ে যায় আমরা অকেজো পতাকা বৈঠক করি, কোন রাজনৈতিক না কথা গুলা, আমি সাধারণ জনগন, আমি এই দেশের নাগরিক হিসেবেই ভীত,সংকীত.. অন্যগুলি আমাদের দুর্ভাগ্য মেনে নিলেও আমাদের মাটিতে ঢুকে আমাদের মানুষকে গুলি করে পার পেয়ে যায়,এইটা মানতে পারতাছি না এই ছিল আমাদের মুক্তিযুদ্ধ! এই প্রতিদান দিচ্ছি?? শুধু মুখে চিল্লাইলেই হয় না দেশকে ভালোবাসি..অবাক আমি দেশের কোটা নিয়ে নিরাপদ সড়ক নিয়ে আমরা সচেতনতা দেখাই,কিন্তু এই নিজের দেশের সার্বভৌমত্ব এর উপর হুমকি গুলা খুব লাইটলি নিয়ে নিই...
#লজ্জিত_ভীত_বাঙালি
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৭
সনেট কবি বলেছেন: পড়লাম