| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসমাপ্ত গল্পের রাজকুমার
সমাজ নামক গল্পের রাজকুমার হতে চেয়েছিলাম কিন্তু মৃত মস্তিষ্কগুলি অসমাপ্তই করে রাখলো.
আজ এক চরম মুকুর্তে দেশ দেশের আর্তনাদ টুকু শোনার যেন কেউ নেই,
কথা ছিল আমাদের সমস্যার কতা শুনবে আমাদের জন্য কাজ কারবে যেই থাকুক ক্ষমতায় ,
কিন্তু সমস্যা তাদের গুলি সারাদিন শুনতে শুনতে সবাই না হোক আমি ক্লান্ত হয়ে গেছি,
একটু মুক্তি চাই এই সরকার না ,এই ভেঙে পড়া প্রশাষণ টা থেকে,অথর্বের মতো চলছে এই দেশ জীবনের নিরাপত্তাটুকু নাই ,কুকুর মারলে জেল হবে শাস্তি হবে সাধুবাদ জানাই কিন্তু আমি মরলে কি হবে??আমার কিছু হলে ,আমার বোনের কিছু হলে এই প্রশাষনের কি এতটুকু সক্ষমতা আছে যে এই অপরাধীগুলিকে আইনের আওতায় আনতে আর শাস্তি নিশ্চিত করতে! আম্র মনে হয় না কারন আজকাল একটা নতুন ট্রেন্ড চলছে চাপে পড়লে অপরাধী ধরা পরে তাকে কি এক তথ্যপ্রমান সমেত তাকে ইজ্জতের সহিত জামিন দেয়া হয় কয়েকদিনের জন্য কিন্তু মজার ব্যাপার সে আর কখনোই সেই জামিন শেষ করে ফিরে আসে না ,কেউ খোজও নেয় না,আমাদের আসলে কয়েকদিনের জন্য কিছু টপিক লাগে ,যেই টপিক গুলি দিয়ে কয়েকদিন ইন্সপাইরেশনাল ,মোটিভেশনাল,ইমোশনাল, রিভিউ দেয়ার জন্য রিয়্যাকশন দিবো ,তারপর টপিকটার হলো কি শেষ টুকু দেখার ক্ইম্যাক্স টুকু টেনে দেয়ার সময় হয় না কারো, তার জন্যই আমাদের সমস্যাগুলি কেউ শোনার মতো থাকে না,শুধু চায়ের কাপে চুমুক দিয়ে দেশকে গালি দিয়ে নিকোটিন উড়াতে পারি আমরা।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৮
অসমাপ্ত গল্পের রাজকুমার বলেছেন: আজকাল মুক্তির অর্থটাই পরিবর্তন হয়ে গেছে ,মুক্তি আমরা চাই এই অথর্ব প্রশাসন থেকে, আমাদের চরিত্রের যে অবনতি হয়ে গেছে সেইটা থেকে চাই মুক্তি,আর মৃত্যু এর মাধ্যমে যদি মুক্তির চিন্তা করা হয় তাহলে তা মুক্তি আমার কাছে না সেইটা হেরে যাওয়া চরিত্র।।
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৮
রাজীব নুর বলেছেন: সবাই মুক্তি চায়।
কিন্তু কেউ মুক্তি পায় না।
আবার এক হিসেবে চিন্তা করলেতো- মুক্তি মানে তো মৃত্যু।