![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বানান ভূলের আধিক্য থাকাটা স্বাভাবিক।নিজ গুনে ক্ষমা করবেন।সঠিক বানান দেখিয়ে দিলে খুশি হবো। খাটি কর্মহীন একজন মানুষ।খই ভাজতেও চাইনা।খই ভাজলে সেটা খাওয়া লাগবে।মাঝখান দিয়ে অনেক কর্ম সম্পাদন হয়ে যাবে।
বাংলা মুভি মাঝে মাঝে দেখা পড়ে।সৌভাগ্য দুর্ভাগ্য কোনটাই না, ইচ্ছা করেই দেখি।ইংলিশ হিন্দী সিনেমার তুলনায় অবস্থা খুবই খারাপ বাংলা সিনেমার।ভালো নায়ক-নায়িকার অভাব সবসময়ই আছে।অধিকাংশ ক্ষেত্রেই অভিনয় করতেই পারেনা ঠিক মতো।আর পরিচালকের দক্ষতাও উপভোগ করার মত।কারিগরি দক্ষতা মোটামুটি মানেরও বলা যায় বা।তবে কিছু সিনেমা অবশ্যই ভালো হয়।বিশেষ করে আর্ট ফিল্ম গুলো।কারন তরুণ পরিচালকরা এগুলা ভালোই বানায়।তাদের প্রতিভা দেখায়।তাদের দক্ষতা, মুভি সেন্স অনেক ভালো।
কিন্তু কর্মারশিয়াল মুভির অবস্থা খুবই জঘন্য।প্রায়ই সময় শাকিব খান অথবা জলিল।নতুন কিছু নায়ক দেখা গেলেও অভিনয়ের অবস্থা সঙ্গীন।আর অভিনয় ভালো করলেও সিনেমাটাকে অখাদ্য করে তোলার জন্য পরিচালকের, স্ক্রিপ্ট রাইটারের সুপার দক্ষতাই!!! যঠেষ্ট।
তবে কমার্শিয়াল মুভির এই দুরবস্থার জন্য তরুন পরিচালকদের আওয়ার্ড লোভী মনোভাব অনেকাংশে দায়ী।তারা কমার্শিয়াল মুভি দেখে নাক শিটকায়, সমালোচনা করে।কিন্তু নিজেরা তাদের আওয়ার্ড লোভী মনোভাব থেকে বেরিয়ে কমার্শিয়াল মুভি করবে না।তাদের প্রতিভা কমার্শিয়াল মুভিতে কাজে লাগালে এই দুরবস্থা কখনো হতো না।তরুন পরিচালকদের উচিত আওয়ার্ড লোভী মনোভাব থেকে বেরিয়ে আসা।আর বাংলা সিনেমার উন্নয়নে কাজ করা।
©somewhere in net ltd.