নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছদ্মবেশী সুশীল

সভ্যতার মাঝে অসভ্য আমি,কর্মের মাঝে বেকার।

কর্পোরেট বেকার

বানান ভূলের আধিক্য থাকাটা স্বাভাবিক।নিজ গুনে ক্ষমা করবেন।সঠিক বানান দেখিয়ে দিলে খুশি হবো। খাটি কর্মহীন একজন মানুষ।খই ভাজতেও চাইনা।খই ভাজলে সেটা খাওয়া লাগবে।মাঝখান দিয়ে অনেক কর্ম সম্পাদন হয়ে যাবে।

কর্পোরেট বেকার › বিস্তারিত পোস্টঃ

কভার ফটোতে ঝুলানো শ্রদ্ধা

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১:০৩

আমাদের বাঙালীদের মধ্যে একটা অলিখিত নিয়ম চালু আছে।কোন বিখ্যাত কেউ মরলে তার বিখ্যাত বানী সহ ছবি দিয়ে কভার ফটো করা।আর অনেক সুন্দর একটা ছবি খুজে প্রোফাইল পিকচার করা।

তবে অধিকাংশই দেখা যাচ্ছে ঐব্যক্তির সম্পর্কে অল্পই জানে, বা শুধু জানে তিনি বিখ্যাত।

তবে একটা জিনিস ভালো অনেকেই ঐব্যক্তির সম্পর্কে জানার চেষ্টা করে।বা কভার ফটো খোজার সময় উইকিতে একটূ দেখে নেয়।

তবে বাঙালী সবকিছুতেই প্রতিযোগীতা করতে পছন্দ করে।

নেলসন ম্যান্ডলার শারীরীক অবস্থা বেশ খারাপ।লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।

এক সিনিয়র ভাইকে দেখলাম, ম্যান্ডেলার একটা উক্তি সহ ছবি কভার ফটো করছে আর সুন্দর একটা ছবি প্রোফাইল পিকচার করছে!!!

আমি দেখেই ভাবলাম, কখন মরল!!!???

টিভি অন করলাম...নাহ!!ম্যান্ডেলার মরার খবর নাই!!মনে হল আমাদের মিডিয়া ব্যাকডেটেড।এবার নেট সার্চ করে দেখলাম, এখনো বেছে আছে।

আমি মেসেজ পাঠালাম(কমেন্ট করার সাহস পেলাম না, যদি মরে গিয়ে থাকে তবে সবাই ভাববে আমি ব্যাকডেটেড, কোন খবর রাখি না), ভাই এখনোতো মরেনি!!!মরার আগেই প্রোফাইলে ছবি ঝুলিয়ে দিলেন!!!!

সেই সিনিয়র ভাই বলল, "মরেনি, কিন্তু অবস্থাতো ভালো না।আর ব্যস্থ থাকি।নেট ঘেটে ছবি ভালো ছবি বের করা সময় সাপেক্ষ।তারপর সেটা এডিট করা।ঝামেলার কাজ, ফ্রি সময় পাইলাম তাই করে রাখলাম।

হায়রে বাঙালী মানুষের মৃত্যু কভার ফটোতে বন্দী করে ফেললি!!!



দক্ষিন আফ্রিকার এই বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতার অবস্থা ভালো না।হয়তো বাচবেন না।

আল্লাহ তার মঙ্গল করুক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.