![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বানান ভূলের আধিক্য থাকাটা স্বাভাবিক।নিজ গুনে ক্ষমা করবেন।সঠিক বানান দেখিয়ে দিলে খুশি হবো। খাটি কর্মহীন একজন মানুষ।খই ভাজতেও চাইনা।খই ভাজলে সেটা খাওয়া লাগবে।মাঝখান দিয়ে অনেক কর্ম সম্পাদন হয়ে যাবে।
হরতালের দিনেও টিকিট না পাওয়ার শঙ্কা নিয়ে গেলাম মুভি দেখতে।গিয়ে টিকিট সহজেই পেলাম।কিন্তু হলে ঢোকার পর জায়গা খালি ছিলো না।অনেক দিন পর বাংলা সিনেমা হলে দেখছি।পুর্ন হল দেখতেও ভালো লাগে।হরতালের দিনেও হল ভর্তি দর্শক প্রমান করে সিনেমা হিট।।
এবার আসি মুভির কথায়।ভালো খারাপ মিলিয়ে সিনেমা ভালো হইছে।আর মুক্তি পাওয়া বাকি দুইটা মুভি দেখিনি।তবে "ভালবাসা আজকাল" অসাধারন।
শাকিব খানের অভিনয় খুব ভালো।তার মত ভালো অভিনেতা এখন আর বাংলা সিনেমায় কেউ নাই।নিজের ফিগার যথেষ্ঠ কন্ট্রোলে আনতে পেরেছে।তাকে নিয়ে কিছু বলার নাই।
মাহি'র সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ফিগার।বাংলা সিনেমায় এইরকম স্লিম ফিগারের নায়িকা আগে দেখা যেত না।অভিনয় চলে।উন্নতি করার অনেক জায়গা আছে।তবে সেগুলা ওভারকাম করছে।কিছু যায়গায় এক্সট্রা ন্যাকামো মনে হইছে।
কাবিলা অভিনয়ে কোন পরিবর্তন নাই।কোন বৈচিত্র নাই।এই টাইপের অভিনয় বিরক্তিকর লাগে।
আর সবার অভিনয় চলার মত।
মিশা'র অভিনয় অনবদ্য।কিন্তু পরিচালক একটু ভিন্ন ভাবে ব্যবহার করছে।তবে আরো ভালো ভাবে ব্যবহার করতে পারত।
কাহিনী ভালো, তবে কিছু যায়গায় বেশ দুর্বল।সিনেমার প্রথমে এত বেশী সময় ধরে কাবিলার অতিসাধারন মানে কৌতুক দেখানোর দরকার ছিলো না।
হটাৎ করেই কোথা থেকে কাবিলা মামা হয়ে এসে শাকিবের মায়ের মাথায় হাত দিয়ে কসম করালো।মুল কাহিনীর ভিত্তি এরকম ফালতু টাইপ করার দরকার ছিলো না।আরো ভালো করতে পারত।
থিডি এনিমেশন দিয়ে গান করার উদ্যোগ ভালো।জলিলের মত অতিমানবীয় হয়নি।ভালো হইছে।প্রায় নতুন জিনিস, তাই কিছু যায়গায় দৃষ্টিকটু লাগলেও সেটা বাদ দেওয়া যায়।গান গুলাও ভালো।
রাতের লাইটিং এর ক্ষেত্রে ব্যাপক উন্নতি বলাই যায়।ইফেক্টের জোনাকি বিরক্তিকর ছিলো।
বিদেশের লোকেশনে না গিয়েও দেশের সুন্দর লোকেশনে ভালো সিনেমা হয় সেটা মুভিতে বেশ ভালো করে ফুটিয়ে তোলা হইছে।
ক্যামেরা ক্রুদের অনেক উন্নতি।কারন আগে সিনেমায় নায়িকাদের দেহের বিভিন্ন অংশ জুম করে দেখানো হতো সেক্সি প্রমানের জন্য।এসব ট্রেডিশন থেকে বেরিয়ে আসা অনেক পজিটিভ একটা দিক।
সবমিলিয়ে সিনেমা ভালোই বলা যায়।সবার হলে গিয়ে দেখা উচিত।
©somewhere in net ltd.