![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বজ্রকন্ঠে গাইতে চাই সত্য শব্দমালা। হাতুড়ি দিয়ে ভাঙতে চাই মিথ্যার খুলিটা।
নীল অভ শূন্যতায় মিলিয়ে যায় দূরে
হারিয়ে যায় গাংচিল, কভু আসেনা ফিরে,
চঞ্চল মনে ঘুরে ফিরি তেপান্তর মাঠে
খাঁ-রোদ্দুর থেকে কনকনে কম্পিত শীতে।
...বালুতে বসে আছি, সমুদ্রের গর্জন
ঝাপটায় ছিটে আসা জল করে কর্ষণ,
ফিরে আসি পৃথিবিতে, ঘড়িতে অনেক বাজে,
পিছুটান ডেকে নেয়, ফিরে যাই কাজে।
নিশ্চুপ টেবিলে কাটেনা ঘোর, হয় ভোর,
সূর্যের আলোতে রচিত হয় জোনাকের কবর,
চা হাতে নিয়ে চুমুক দিই বিস্বাদে,
ফিরে যাই আবারো ঘন কালো রাতে।
২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪২
কসমিক রোহান বলেছেন: ধন্যবাদ শায়মা আপু।
২| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৫
ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার !
২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৩
কসমিক রোহান বলেছেন: ধন্যবাদ মুন ভাই। আপনার ব্লগটি তথ্যবহুল পোষ্টে নির্মিত অসাধারণ।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৮
শায়মা বলেছেন: সুন্দর!