![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বজ্রকন্ঠে গাইতে চাই সত্য শব্দমালা। হাতুড়ি দিয়ে ভাঙতে চাই মিথ্যার খুলিটা।
জলপ্রপাতের জল শেষ হয়ে গেল,
জলহীন পুকুরে ক্লেদাক্ত একটি মাছ,
আকাশের বাতি নিভে গেল
নিশিথের এক পথচারী যে আহত।
খুজে খুজে ফেরে একফোঁটা জল
মরুময় শ্যামল এক মেকি ধরণীতে!
উরন্ত গাঙচিল গান গেয়ে ওড়ে
সুনীল জলরাশি পেরিয়ে
ছাড়িয়ে দিগন্তের কোণ
সুরভিত আকাশের প্রান্ত ছুঁয়ে।
দুর্ধর্ষ সাহস নিয়ে চেয়ে দেখে পান্থ
নিপলক নিশাচর স্বপ্ন বুকে।
©somewhere in net ltd.