![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বজ্রকন্ঠে গাইতে চাই সত্য শব্দমালা। হাতুড়ি দিয়ে ভাঙতে চাই মিথ্যার খুলিটা।
শব্দহীন পায়ে হেটেছি একা শিশির ঝড়া ভোরে
পর্বত ছিল বুকে, ব্যাকুলতার হিমালয়.
সম্মোহিত চোখ খুঁজেছে শুধু এক ফোটা রৌদ্র.
খড়খড়ে নয়ন জল ভেজাতে!
তীব্রতর আকুলতা গহীনে প্রোথিত ছিল,
অবয়বে নিশ্চুপ নিরবতা
শুধু শব্দ করে গেছে স্পন্দনযন্ত্র খুব জোড়ে!
জমানো ছিল কিছু মর্ম-কথা।
হল অবসান, লয় প্রলয় মহাপ্রলয়
বাকি ছিলনা কিছুই, ইচ্ছেটা হয়েছিল নির্গোত্র
একবিন্দু শব্দ তরঙ্গ এলো কর্ণপাতে
বাতাসে আজও বাজে তা!
অশ্রু ঝরেছিল ওদের আমি পাষাণ প্রস্তর
আমার ক্ষত লুকিয়েছি, ওরা ছিল খুব কাতর
সূতিকাবন্ধী হওনি, গুটিয়ে নিয়ে নিরুদ্দেশে
রঙীন বিশাল দূর্গ আমার মলিন আজ ধুলি ঝড়ে।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৭
কসমিক রোহান বলেছেন: ধন্যবাদ ভাই, আপনাদের অনুপ্রেরণা পেলে লিখে যাবো.
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৮
কসমিক রোহান বলেছেন: অনেক ধন্যবাদ ভাই.
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪
সেলিম আনোয়ার বলেছেন: বাকি ছিলনা কিছুই, ইচ্ছেটা হয়েছিল নির্গোত্র
একবিন্দু শব্দ তরঙ্গ এলো কর্ণপাতে
বাতাসে আজও বাজে তা!
সুন্দর +
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০১
কসমিক রোহান বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই.
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৬
রেইড ইন স্কাই বলেছেন: খুবই সুন্দর আপনার কবিতা
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪১
কসমিক রোহান বলেছেন: আকাশ থেকে সবকিছুই সুন্দর লাগে দেখতে, তাই হয়তো
ধন্যবাদ
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪২
কথাকথিকেথিকথন বলেছেন:
ভাল লেগেছে কবিতা ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৮
কসমিক রোহান বলেছেন: ধন্যবাদ ভাই.
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৮
বিজন রয় বলেছেন: এতদিন পরে লিখলেন বা পোস্ট করলেন!!
ভাল কথা, এবার নিয়মিত থাকুন ব্লগে।
কবিতার শুরুটা আর শেষটা ভাল হয়েছে।
শুভকামনা রইল।