![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বজ্রকন্ঠে গাইতে চাই সত্য শব্দমালা। হাতুড়ি দিয়ে ভাঙতে চাই মিথ্যার খুলিটা।
পরম তাপমাত্রা থেকে সর্বোচ্চ স্ফুটনাংকে পৌঁছেছে অভিমান,
না, অবহেলায় নয়, উদারনৈতিকতার অপাত্র প্রয়োগে।
ভিসুভিয়াসের তাপমাত্রা তেমন নয়, কেবল হিমবাহতুল্য
এ তাপ উদগীরণে গলে যেতে পারে বিশ্বের সকল প্রাচীর-কাঁটা।
তাপীয় অভ্যুত্থানেই ঘটে যেতে পারে স্মরণকালের বৃহৎ বিপ্লব,
যে তা'য়ে পৃথিবীর সকল সর্পডিম্ব ফেঁটে গিয়ে তুলতে পারে ফণা
পাথর ফেঁটে ধূলিকণা হতেই পারে, অসম্ভব মোটেও না।
বজ্রের মত নিনাদ করে ভেঙে পড়তেই পারে পর্বতমালা।
সীসাঢালা প্রাচীর হয়ে, ঐক্যতায় একক হয়ে আসবে শীতলতা।
যথা-তথা অযথা শব্দ-কথা পঁচা কাঁদায় ফেলে দিয়ে ছুঁড়ে
খুব যতনে চোখের হিমেল জলে ভিজিয়ে তপ্ত অনল
অমূল্য স্বপ্নলোকের ধরণীর তরে চালিয়ে শীতল অভিযান।
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৩৯
মানুষ বলেছেন: ইডি কবিতা পড়লাম নাকি কেমিস্ট্রি কেলাস কে ফেললাম রে ভাই
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪
রাজীব নুর বলেছেন: আজ এক ক্যাফেতে এক বাটবার জানালো-দেশে বাস করার পরিবেশ নাই। সব মানুষ ধান্ধাবাজ হয়ে গেছে। আমি তাকে কিছু বলিনি। আপনি হলে কি বলতেন?
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯
জাহিদ অনিক বলেছেন:
থার্মোডাইনামিক্স কবিতা
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৯
রাকু হাসান বলেছেন:
প্রথম কোন এমন কবিতার নাম দেখলাম 
দারুণ লিখেছেন । কবিতায় একটু বিজ্ঞানের ছোঁয়া