![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বজ্রকন্ঠে গাইতে চাই সত্য শব্দমালা। হাতুড়ি দিয়ে ভাঙতে চাই মিথ্যার খুলিটা।
খোদাই করে লিখে দিয়েছি সহস্র বছরের শিলালিপি,
গহীন থেকে গহীন ঘন জঙ্গলে প্রোথিত করেছি ফসিল,
চিহ্ন থেকে যাবে আমৃত্যু-পৃথিবীর, সর্বশেষ মুহুর্তেও
ঝাঁঝালো নেশার গন্ধ যেমন খোলামাত্র বোতলের ছিপি!
অভিব্যক্তিহীন নির্লিপ্ততার খোলস হয়ে যাবে ছাই ধুলি
প্রলয় নিনাদের মত ব্যথা ফুলে উঠবে হৃদ-সমুদ্রে
আছড়ে পড়বে সারা কপোল জুড়ে অশ্রুর হিন্দোল
অনুভূত হবে -সবুজের কষ্টে রক্তাক্ত সূর্যের মত গোধূলি!
(অসমাপ্ত..)
২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০১
কসমিক রোহান বলেছেন: জুনায়েদ ভাইয়া, আপনার কমেন্ট আমাকে উৎসাহ প্রদান করছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
২| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ২:২৫
মাহমুদুর রহমান বলেছেন: কবিতায় ভালো লাগা।
২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০২
কসমিক রোহান বলেছেন: আপনার কমেন্ট আমাকে ভালো বোধ এনে দিয়েছে। কবিতা পাঠের জন্য অনেক ধন্যবাদ।
৩| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৭
খায়রুল আহসান বলেছেন: দ্বিতীয় স্তবকটি খুব সুন্দর হয়েছে। প্রথম স্তবকে ঘন বানানটি ভুল হয়েছে, সম্পাদনা করে নেবেন।
কবিতায় ভাল লাগা + + রেখে গেলাম।
২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪
কসমিক রোহান বলেছেন: অজস্র ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমার বানান ভুল ধরে দিয়ে বড় উপকার করেছেন।
সংশোধিত।
৪| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১০
কসমিক রোহান বলেছেন: অসংখ্য ধন্যবাদ, রাজীব ভাইয়া।
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৫৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: শব্দচয়ন, ভাব বেশ ভালো।