| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কসমিক রোহান
বজ্রকন্ঠে গাইতে চাই সত্য শব্দমালা। হাতুড়ি দিয়ে ভাঙতে চাই মিথ্যার খুলিটা।
খোদাই করে লিখে দিয়েছি সহস্র বছরের শিলালিপি,
গহীন থেকে গহীন ঘন জঙ্গলে প্রোথিত করেছি ফসিল,
চিহ্ন থেকে যাবে আমৃত্যু-পৃথিবীর, সর্বশেষ মুহুর্তেও
ঝাঁঝালো নেশার গন্ধ যেমন খোলামাত্র বোতলের ছিপি!
অভিব্যক্তিহীন নির্লিপ্ততার খোলস হয়ে যাবে ছাই ধুলি
প্রলয় নিনাদের মত ব্যথা ফুলে উঠবে হৃদ-সমুদ্রে
আছড়ে পড়বে সারা কপোল জুড়ে অশ্রুর হিন্দোল
অনুভূত হবে -সবুজের কষ্টে রক্তাক্ত সূর্যের মত গোধূলি!
(অসমাপ্ত..)
২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০১
কসমিক রোহান বলেছেন: জুনায়েদ ভাইয়া, আপনার কমেন্ট আমাকে উৎসাহ প্রদান করছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
২|
২১ শে নভেম্বর, ২০১৮ রাত ২:২৫
মাহমুদুর রহমান বলেছেন: কবিতায় ভালো লাগা।
২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০২
কসমিক রোহান বলেছেন: আপনার কমেন্ট আমাকে ভালো বোধ এনে দিয়েছে। কবিতা পাঠের জন্য অনেক ধন্যবাদ।
৩|
২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৭
খায়রুল আহসান বলেছেন: দ্বিতীয় স্তবকটি খুব সুন্দর হয়েছে। প্রথম স্তবকে ঘন বানানটি ভুল হয়েছে, সম্পাদনা করে নেবেন।
কবিতায় ভাল লাগা + + রেখে গেলাম।
২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪
কসমিক রোহান বলেছেন: অজস্র ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমার বানান ভুল ধরে দিয়ে বড় উপকার করেছেন।
সংশোধিত।
৪|
২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১০
কসমিক রোহান বলেছেন: অসংখ্য ধন্যবাদ, রাজীব ভাইয়া।
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৫৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: শব্দচয়ন, ভাব বেশ ভালো।