![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বজ্রকন্ঠে গাইতে চাই সত্য শব্দমালা। হাতুড়ি দিয়ে ভাঙতে চাই মিথ্যার খুলিটা।
জোছনার পথে হবে দেখা
কোন এক ভবিষ্যতে
নীলাভ আলোর বর্ণালীতে
খুশির বারিধারায়
ধুয়ে মুছে সকল ক্লান্তিজরা..
টোল পড়া গাল ছুঁয়ে দেব,
বর্ণীল ইচ্ছেরা ইচ্ছে মতন
হাতড়ে যাবে দীর্ঘশ্বাস আলতো ফেলে
চির ইপ্সিত খোয়াবের ফুয়ারায়..!
নিঃশব্দ কবিতার মতো
চুপচাপ কেঁপে ওঠা সুডৌল বক্ষ!
হাপড়ের মত শাস উঠে
কলধ্বনি হবে ঠিক অন্তরীক্ষে,
তরতর করে বেয়ে বেয়ে
সুখাবেশ ছড়াবে সারা পৃথিবীতে..
কম্পমান সুখে
ওৎ পেতে থাকা আমি সেই
ভয়ানক চিতা.!
২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৬
কসমিক রোহান বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাইয়া
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩২
রাজীব নুর বলেছেন: সুন্দর।