|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 কসমিক রোহান
কসমিক রোহান
	বজ্রকন্ঠে গাইতে চাই সত্য শব্দমালা। হাতুড়ি দিয়ে ভাঙতে চাই মিথ্যার খুলিটা।
  
 
ফাগুনে তুমি আগুন ঝরা রূপঝলমল
গুনগুন সুখী গান, আমি অশ্রু-সজল..
লাস্যময়ী সহাস্যমুখ, দেখছে লোক দেখুক
আমার জন্য রেখেছো কি একটুকু সুখ?
শাড়ির আচলে ধুলিকা দেখে বিষণ্ণ হয় মন
আমার মনে জমছে ব্যাথা ভেবেছো কখন?
পথে পথে গনগনে তাপ সহ্য হয় রবির
এক ঝলকের অভিমানই অসহ্য এই কবির?
চোখ মেলে দূর হতে দেখি তোমার রঙমেলা,
সকাল দুপুর গড়িয়ে যায় বসেথাকি সাঁঝবেলা,
আসবে হয়তো খোঁজ নিতে, কইতে রঙিন কথা,
অবশেষে শূণ্য আমার, সব আশাটাই বৃথা...
 ৬ টি
    	৬ টি    	 +১/-০
    	+১/-০  ০৯ ই মার্চ, ২০১৯  দুপুর ২:০৩
০৯ ই মার্চ, ২০১৯  দুপুর ২:০৩
কসমিক রোহান বলেছেন: 
অনেক ধন্যবাদ নাবিল ভাইয়া।
আপনার ব্লগে বেড়াতে যাবো, আমন্ত্রণের জন্য শুকরান।
২|  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:০৫
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:০৫
নাহিদ০৯ বলেছেন: সারাদিন এত লোকের খোরাক জুগিয়ে আবার আপনার আশা মেটাবে কিভাবে! পারলে বউ এর ব্যাথা হয়ে যাওয়া পা টিপে দেন গিয়ে।
এতদম বাস্তব চিত্র তুলে ধুরেছেন আজকের। সারাদিন শাড়ি বাতাসে উড়িয়ে শত শত মানুষের লোলুপ চোখের খোরাক হচ্ছে, সাথে হাজার খানেক অনলাইন পার্ভার্ট বসে তো আছেই। এর মধ্যে নিজের মানুষ টার খোঁজ কয়জন ই বা নেয় আর কয়জন ই নিতে পারে।
  ০৯ ই মার্চ, ২০১৯  দুপুর ২:০৭
০৯ ই মার্চ, ২০১৯  দুপুর ২:০৭
কসমিক রোহান বলেছেন: জ্বী ভাইয়া,
ঠিক বলেছেন।
প্রিয় কবি নজরুল এর ভাষায়ঃ
"নারী নাহি হতে চায় শুধু একা কারো,
এরা দেবী,এরা লোভী,
যত পূজা পায় এরা,তত চায় আরো...
ইহাদের অতি লোভী মন,
একজনে তৃপ্ত নয়, এক পেয়ে সুখী নয়,
যাচে বহুজন.."
৩|  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:৩৫
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:৩৫
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
  ০৯ ই মার্চ, ২০১৯  দুপুর ২:০৯
০৯ ই মার্চ, ২০১৯  দুপুর ২:০৯
কসমিক রোহান বলেছেন: ক্ষমাপ্রার্থী ভাইয়া,  অনেক দেরী করে ফেললাম রিপ্লাইতে।
আনমনে কেটেছে কিছুদিন।
অন্তস্থ ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৫
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৫
এ.এইচ.নাবিল বলেছেন: অসাধারন।
আমার ব্লগে ঘুরে আসার আমন্ত্রণ রইল।