|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 কসমিক রোহান
কসমিক রোহান
	বজ্রকন্ঠে গাইতে চাই সত্য শব্দমালা। হাতুড়ি দিয়ে ভাঙতে চাই মিথ্যার খুলিটা।
 
 
ভুলের গাথুনি দিয়ে বিশ্বাসের বেড়ে ওঠা আকাশের মেঘ ছুঁয়ে,
শান্ত দীঘির জলের মত টলমলে চোখ, কন্ঠে বিনয় পড়েছে নুয়ে,
নিঃশ্বাস প্রদর্শিত অভিজ্ঞতা মুছে দিয়ে ভুল প্রমাণিত হতে চায়,
বক্ষস্থিত কোন এক অংশ বাধা দিয়ে নিঃশ্বাসকে প্রবোধনে বাঁচায়।
প্রতি মানবের বুকের একাংশ শয়তান, অপরাংশে ফেরেশতার প্রভাব,
শুচিময় অন্তরের অশান্তবোধ তবু অপারগ দিতে ভীষণ অভিশাপ, 
তা শুধু কাপুরুষোচিত বলে নয়, দৃশ্যতঃ সেই মেকি সরলতার প্রমত্তে
প্রতিটি রক্তকণিকা ও মস্তিষ্ক-কোষ নাকচ করতে চায়না অসত্যে।
হাতছানিতে ছিনতাই করা জীবনের জমানো সর্বশেষ ব্যাকুল-অনুভব
শক্ত-শীতল ফ্যাকাশে নির্জীব যেন ধীর গতিতে অন্তিমযাত্রায় শব।
শিশুর সারল্যে, জলের তারল্যে মিথ্যার আশীর্বাদে গড়ানো বিশ্বাস
সকল স্বচ্ছতা, নির্ভেজাল অমিশ্রিত সত্যে প্রতিষ্ঠিত ভয়াল ত্রাস।
নিষ্পাপ মুখোশের খোলসে শকুনের নখর, সতর্কের অভিপ্রায়ে পান্থ
নিভৃত নিঃশব্দে করেছে আবিষ্কার স্বাধীনতার রাজপথ অক্লান্ত।
অসাধু আত্মার মৃগতৃষিকায় প্রায়শ্চিত্ত প্রতিরোধে নিস্ফল অসাধ্যতা
হিতকথা তিক্তস্বাদ তাই অনুভূত ব্যথা, পান্থের নিচ্ছিদ্র প্রার্থনাই সফলতা।
 ৬ টি
    	৬ টি    	 +০/-০
    	+০/-০  ০৯ ই মার্চ, ২০১৯  দুপুর ২:১০
০৯ ই মার্চ, ২০১৯  দুপুর ২:১০
কসমিক রোহান বলেছেন: আপনার কমেন্ট আমাকে বরাবরই অতি মুগ্ধ করে। অজস্র ধন্যবাদ।
২|  ০৯ ই মার্চ, ২০১৯  সন্ধ্যা  ৬:৪২
০৯ ই মার্চ, ২০১৯  সন্ধ্যা  ৬:৪২
মাহমুদুর রহমান বলেছেন: মনোমুগ্ধকর!
  ০৯ ই মার্চ, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৯
০৯ ই মার্চ, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৯
কসমিক রোহান বলেছেন: অজস্র ধন্যবাদ বিমুগ্ধ মন নিয়ে পাঠের জন্য।
৩|  ০৯ ই মার্চ, ২০১৯  সন্ধ্যা  ৭:৩৫
০৯ ই মার্চ, ২০১৯  সন্ধ্যা  ৭:৩৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার কমেন্ট আমাকে বরাবরই অতি মুগ্ধ করে। অজস্র ধন্যবাদ।  
ভালো থাকুন।
  ০৯ ই মার্চ, ২০১৯  রাত ১০:৩৪
০৯ ই মার্চ, ২০১৯  রাত ১০:৩৪
কসমিক রোহান বলেছেন: আপনার ভালো থাকার জন্যও শুভ কামনা.
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০১৯  দুপুর ২:০৬
০৯ ই মার্চ, ২০১৯  দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।