|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 কসমিক রোহান
কসমিক রোহান
	বজ্রকন্ঠে গাইতে চাই সত্য শব্দমালা। হাতুড়ি দিয়ে ভাঙতে চাই মিথ্যার খুলিটা।
আমি তোমাদের ভ্যালেনটাইন্স স্রোতে ভাসি না
আমি ফ্লাওয়ার, চকোলেট, কিস, হাগ পেয়ে হাসি না
প্রতিটাদিন, প্রতিটারাত আমার ভালবাসা দিবস-রজনী
প্রতিটা মুহুর্ত, প্রতিটা নিঃশ্বাসে ভালোবাসতে চাই আমি..
হ্যা শুধু তোমাকে,  হৃদয়ের সবটুকু শক্তি দিয়ে। 
একদিনের জন্য কথিত ভ্যালেনটাইন্সে আমার পোষবেনা
আমি চাই অনন্তকাল জুড়ে,
ভাল না বেসে এক সেকেন্ড নষ্টের দলে আমি নই।
কেন? কেন তোমার এমন অবলা অবিশ্বাস ?
আমি গভীর ঘুমে ডুবেও কি তোমায় নিয়ে স্বপ্ন দেখি না?
ভালবাসা কোন শব্দ নয়, নয় প্রথার নাম।
এটা ঠিক বুকের বাঁ পাশে শিহরণ লাগা এক অনন্দ-ব্যথা!
আমি এই এক দুদিনের কিস, হাগ, রোজ সব ফেরত দিচ্ছি
আমি গুহামানব কিংবা সেলুলোজ নই, তাই অব্যাস্ত!
আমি নিজেকে অভ্যস্থ করছি, প্রশিক্ষিত করছি
চিরকালের বন্ধনে তোমাকে জড়াব বলে।
আমি অসীম অপেক্ষায়!
 ৪ টি
    	৪ টি    	 +১/-০
    	+১/-০২|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১  রাত ৮:১০
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১  রাত ৮:১০
চাঁদগাজী বলেছেন: 
মৌমাছি, নাকি বোলতা?
৩|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১  রাত ১০:৫২
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১  রাত ১০:৫২
নাসরীন খান বলেছেন: চমৎকার।
৪|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১  রাত ১২:২৯
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১  রাত ১২:২৯
রাজীব নুর বলেছেন: ভ্যালেন্টাইস এইসব হাবিজাবি নিয়ে আমি কোনো দিন চিন্তিত না।
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১  সন্ধ্যা  ৬:৪৬
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১  সন্ধ্যা  ৬:৪৬
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: ভালোবাসা হোক প্রতিটা সময়ের জন্যই... কবিতা ভালো লিখেছেন...