![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশে লুকিয়ে আছে ,তাকে বিশ্বের কাছে তুলে ধরতে হবে।বাংলাদেশের নাগরিক হিসেবে এটুকু করতে পারাতেই আমার আনন্দ।
ভ্রমনের সাথে শপিং জমজ ভাইয়ের মতো। কক্সবাজারে যারা বেড়াতে আসেন তাদের কাছে কেনাকাটাটা অনেক আগে থেকেই অপরিহার্য অঙ্গ হয়ে আছে। শপিং এ কক্সবাজারে যে জিনিষটি সবার মন কাড়ে তা হচ্ছে রাখাইন সম্প্রদায়ের হস্তশিল্প সামগ্রী। এসব সামগ্রীর বৈশিষ্টই আলাদা। তাঁতের কাপড়,প্রসাধনী,কাঠের সামগ্রী আরো কতকিছু। এসব বিক্রয় কেন্দ্র গুলো আবহমান কাল থেকে "বার্মিজ মার্কেট" বলে চিণ্হিত হয়ে আসছে। রাখাইন সম্প্রদায় মাতৃতান্ত্রিক পরিবার হওয়ায় তাদের বাহ্যিক কাজকর্ম তথা ব্যবসা বাণিজ্য প্রধানত মেয়েরাই পরিচালনা করে আসছে। সময়ের আবর্তে আর্থিক অসচ্ছলতা বা পূজির অভাবে বার্মিজ মার্কেট কেন্দ্রীক ব্যবসা তাদের হাতছাড়া হতে থাকলেও বিপণনে রাখাইন মেয়েরাই এখনো প্রধান উপজীব্য। কেনাকাটায় এই বার্মিজ মাকেট কক্সবাজারে শীর্ষে। আপনি কেনাকাটা করতে চাইলে যে কোন রিকশাওয়ালাকে বলুন বার্মিজ মার্কেটে নিয়ে যেতে। সী বীচ থেকে রিকসা ভাড়া ১৫ টাকার মত নেবে।
তা ছাড়া কক্সবাজারের ঝিনুক সামগ্রী আপনার গৃহসজ্জার বাড়তি আকর্ষণ। এর জন্য হোটেল হলিডে মোড়ে প্রধান ঝিনুক মার্কেটে চলে যান। সী বীচ থেকেও কিছুটা কম মূল্যে এখানে কেনাকাটা করতে পারবেন।
তবে সাবধান। দামাদামি করার সাথে জিনিষটা আসল কিনা যাচাই করে নেবেন। নকলের ছড়াছড়ি সব জায়গায়।
২| ১৮ ই আগস্ট, ২০০৭ রাত ৮:৩৮
কক্সবয় বলেছেন: মুকুল,আপনাকে ধন্যবাদ।
৩| ১৮ ই আগস্ট, ২০০৭ রাত ৮:৪৫
নাসিম আহমেদ বলেছেন: আমরা ১৫/২০ জন ৩ দিনের জন্য কক্সবাজারে যেতে চাই। যাতায়াতের কত খরচ, কেমন পরিবেশে থাকা যায়, অল্প সময়ে কোথায় কোথায় বেড়ানো যায় জানতে চাচ্ছি, কিন্তু এমন কাউকে পাচ্ছি না যে এই তথ্য গুলো দিতে পারে। অথবা এমন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কি আছে যারা এই টোটাল পেকেজ টা আমাদের সুবিধামত সময়ে আয়োজন করতে পারে? জানালে খুব উপকৃত হব। ধন্যবাদ।
##লেখা সুন্দর হয়েছে।
৫
৪| ১৮ ই আগস্ট, ২০০৭ রাত ৮:৪৬
বিবেক সত্যি বলেছেন: মাস দুয়েক অাগে গিয়েছিলাম কক্সবাজার। বার্মিজ মার্কেট থেকে লুঙ্গি কিনলাম একটা ৯০ টাকায়।
৫| ১৮ ই আগস্ট, ২০০৭ রাত ৮:৫৯
কক্সবয় বলেছেন: নাসিম আহমেদ ভাই,আমি একজনকে জানি যে এ ব্যাপারে আপনাকে তথ্য দিতে পারবে।আপনি যোগাযোগ করতে পারেন-
মিঃ রেজা
জি,এম
হোটেল এলবাট্রস
কলাতলী সী বীচ রোড,কক্সবাজার।
মোবাইল নং-০১৮১৮ ৫৪০১৭৭
৬| ১৮ ই আগস্ট, ২০০৭ রাত ৯:১০
ভাস্কর চৌধুরী বলেছেন: দারুন...
৭| ১৮ ই আগস্ট, ২০০৭ রাত ৯:১৩
কক্সবয় বলেছেন: ভাস্কর চৌধুরী আপনাকে ধন্যবাদ।
৮| ১৮ ই আগস্ট, ২০০৭ রাত ৯:৩০
নাসিম আহমেদ বলেছেন: ধন্যবাদ @ কক্সবয়। আপনিকি কক্সবাজারেই থাকেন? বেড়াতে আসলে কি আপনার সাথে দেখা হবে?
৯| ১৮ ই আগস্ট, ২০০৭ রাত ১০:৪৯
কক্সবয় বলেছেন: নাসিম আহমেদ বলেছেন :
২০০৭-০৮-১৮ ২১:৩০:৫৩
ধন্যবাদ @ কক্সবয়। আপনিকি কক্সবাজারেই থাকেন? বেড়াতে আসলে কি আপনার সাথে দেখা হবে?
-------------------------------
আমি কক্সবাজারেই থাকি।অবশ্যই দেখা হবে,যদি আপনি ইচ্ছে করেন।
১০| ১৮ ই আগস্ট, ২০০৭ রাত ১১:২৭
সাইমুম বলেছেন: বদ্দা, ক্যান আছোন?
হিরাম কক্স থেকে কি কক্স শব্দটি ছিনিয়ে নিলেন নাকি?৫
১১| ১৯ শে আগস্ট, ২০০৭ রাত ১:২২
কক্সবয় বলেছেন: @সাইমুম
আঁই ভালা আছি বদ্দা।
আপনার লাগলে শেয়ার করতে পারি।যেমন সাইমুমকক্স।হা হা হা।ধন্যবাদ ৫'র জন্য।
১২| ১৯ শে আগস্ট, ২০০৭ দুপুর ১:৫৩
মনোজ মুকুট বলেছেন: বদ্দা অঁনর লেহা পরি ভাল লাগিল। অঁনে ব্লগত হঁত্যে অইতে ঢুইক্যন?.......ওয়রর ছবিগান পলাশদার মোবাইলত দেইখ্যিলাম..ত....এতল্যাই আতিক্যা চোক পইত্যে দেহিদ্যে অঁনর ওগ্যা লেহা..........। বদ্দা, আঁরে চিন্নন্যে..................?
১৩| ১৯ শে আগস্ট, ২০০৭ দুপুর ২:৫৮
কক্সবয় বলেছেন: @মনোজ মুকুট!
ম.র.মু তোয়ারে আঁই চিন্নি।মনে গজ্জিলামদে এড়ে আঁই খালিগা নোয়া পলঁ।এহন দেখির দে তোঁয়ার নান পুরান পঁল আগে য়ইতে আছ।ভালা লাগের তোয়ারে পাই।তোঁয়ার ব্লগত গেইলাম। যোগাযোগ রাইক্ক।
১৪| ১৯ শে আগস্ট, ২০০৭ বিকাল ৫:০৫
কক্সবয় বলেছেন: বার্মিজ মার্কেট সম্পর্কে আরো জানতে দৈনিক ডেসটিনির আর্টিকেল টা পড়ুন।লিংক-http://www.dainikdestiny.com/ND.aspx?SID=8017&NID=0
১৫| ১৯ শে আগস্ট, ২০০৭ রাত ৮:৫২
জিললু বলেছেন: আমি ও কক্সবাজারের ছেলে ।
১৬| ১৯ শে আগস্ট, ২০০৭ রাত ৯:২১
সাইমুম বলেছেন: আরা চাঁটগাইয়া নৌজোয়ান।
১৭| ১৯ শে আগস্ট, ২০০৭ রাত ১০:৪৬
কক্সবয় বলেছেন: থ্যাংকস জিললু।আপনি কোথায় আছেন।
১৮| ১৯ শে আগস্ট, ২০০৭ রাত ১০:৫১
কক্সবয় বলেছেন: সাইমুম বলেছেন :
২০০৭-০৮-১৯ ২১:২১:৪১
আরা চাঁটগাইয়া নৌজোয়ান।
-------------------------
দইজ্জার কুলত বসত গরি সিনাদি ঠেকাই ঝড় তুয়ান।
১৯| ২০ শে আগস্ট, ২০০৭ রাত ১২:৫৬
আহমেদ শারফুদ্দীন বলেছেন: আপনার সব লেখাতেই চোখ বন্ধ করে ৫।
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০০৭ রাত ৮:৩১
মুকুল বলেছেন: ভালো লাগলো।