![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ না অন্য দিন লিখব ....
১। বিয়ের আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সরাসরি কথা বলতে শিখা। মানে স্ত্রীর সাথে কথা বলার সময় কোন ধরনের লুকনো কিছু যেনো না থাকে।
২। নিজেকে অনেক বেশি পরিষ্কার পরিচন্ন রাখা। এতে করে স্ত্রী আপনাকে নিয়ে গর্ববোধ করবে।
৩। বিয়ের পর আপনার খরচ অনেক বেড়ে যাবে তাই বিয়ের আগেই আপনি আপনার পরিবারের বাকি সদস্যদের চাহিদা পূরণ করে নিন। কারন বিয়ের পর মন চাইলেও আপনি পারবেন না।
৪। বিয়ের আগে থেকে সঞ্চয় করার অভ্যাস করুন। কারন সংসার জীবনে আপনি কখন বিপদে পড়বেন তা বলা মুশকিল। তাই বিপদের সহায়কের জন্য সঞ্চয় করুন।
৫। নারীদের সন্মান করা শিখতে হবে। স্ত্রীকে কিভাবে বাসার কাজে হেল্প করা যায় যায় সে বিষয়ে জেনে নেয়া।
৬। আপনাকে অনেক ধৈর্য্যের অধিকারী হতে হবে।
৭। নিজেকে সব সময় হাসি খুশি রাখার চেষ্টা। যদি স্ত্রী বা পরিবারের সামনের মুখ গোমরা করে রাখা হয় তাহলে হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হয়।
৮। রাগ নিয়ন্ত্রণ করতে হবে, কারন স্ত্রীকে যতটা না রাগ দিয়ে বুঝানো যায় তার চাইতে বেশি ভালোবেসে।
৯। সর্বপরি দায়িত্ব নেয়া শিখতে হবে। বিয়ের পর আপনাকে নতুন আরেকটি জীবনে পা রাখতে হবে যেখানে আপনিই মাঝি, আপনার স্ত্রী আপনার জীবনের সহযাত্রী। তাই ঘরের সবার আচার আচরনের প্রতি খেয়াল করুন।
১০। ঘরের প্রয়োজনীয় জিনিস গুলোকে কিভাবে যোগান দিবেন বুঝে নিন এবং স্ত্রীর প্রতি বিশ্বাস, সন্মান এবং ভালোবাসার জন্য প্রস্তুতি নিন।
০৫ ই মে, ২০২০ রাত ২:৩২
মো: ইমরান হোসেন বলেছেন: ধন্যবাদ।
২| ০৫ ই মে, ২০২০ রাত ২:৩০
উদাসী স্বপ্ন বলেছেন: এই পোস্ট স্টিকির দাবী জানাই
৩| ০৫ ই মে, ২০২০ রাত ৩:৩১
অনল চৌধুরী বলেছেন: কেউ বেশী বেয়াদব হলে তাকে স্ত্রীর মামলায় জেলে যাওয়ার জন্যও প্রস্তত থাকতে হবে,যেমন গেছে এই ব্লগের একজন
!!!!!!।
০৫ ই মে, ২০২০ রাত ৮:২১
মো: ইমরান হোসেন বলেছেন: নাহ, অল্পের জন্য বেঁচে গেলাম হা হা
৪| ০৫ ই মে, ২০২০ রাত ৩:৫৩
ভুয়া মফিজ বলেছেন: বিয়ের আগে এই অভ্যাসগুলো গড়ে তুলতে পারলে ভালো, গড়ে তুলেন........তবে, বিয়ের পরে একই অভ্যাসগুলো কৌশলগত কারনেই ধ্বংস হয়ে যাবে নিশ্চিতভাবে।
০৫ ই মে, ২০২০ রাত ৮:১৮
মো: ইমরান হোসেন বলেছেন: যেভাবেই হোক বেঁচে থাকা তো দরকার।
৫| ০৫ ই মে, ২০২০ ভোর ৬:০৭
নেওয়াজ আলি বলেছেন: এইগুলো থাকলে এবং মানলে সমস্যা হবে না।
০৫ ই মে, ২০২০ রাত ৮:১৪
মো: ইমরান হোসেন বলেছেন: ধন্যবাদ।
৬| ০৫ ই মে, ২০২০ সকাল ৮:৪৫
নাসরীন খান বলেছেন: হু। ভালো বলেছে।
০৫ ই মে, ২০২০ রাত ৮:১৭
মো: ইমরান হোসেন বলেছেন: ধন্যবাদ গুরু।
৭| ০৫ ই মে, ২০২০ সকাল ১১:৩১
মীর আবুল আল হাসিব বলেছেন: আহহহহ। ভাবছিলাম একখান রোমান্টিক পোস্ট হবে, কিন্তু না........
০৫ ই মে, ২০২০ রাত ৮:২০
মো: ইমরান হোসেন বলেছেন: শীত শেষ তাতে কি সামনে বর্ষাকাল আসতে, রোমান্টিক পোস্ট......।
৮| ০৫ ই মে, ২০২০ দুপুর ১:৩৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার পরামর্শগুলো ভালো তবে এর বাইরে মেয়েদের আরও কোনও চাওয়া আছে কিনা তা মেয়েরা ভালো বলতে পারবে। ছেলেদের লেখা উচিত বিয়ের আগে মেয়েদের কি কি অভ্যাস গড়ে তোলা উচিত। আর মেয়েদের লেখা উচিত ছেলেদের কি কি অভ্যাস গড়ে তোলা উচিত।
০৫ ই মে, ২০২০ রাত ৮:১৭
মো: ইমরান হোসেন বলেছেন: আপনিও ভালো বলেছেন। আসলে জানার অনেক কিছুই বাকি থাকে।
৯| ০৫ ই মে, ২০২০ দুপুর ১:৩৯
রাজীব নুর বলেছেন: আপনি কি বিয়ে করেছেন?
নিজের অভিজ্ঞতা থেকে বললেন?
ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে স্বামী স্ত্রী দুজনকেই। তাহলের সাংসারিক জীবন আনন্দময় হবে।
০৫ ই মে, ২০২০ রাত ৮:১৬
মো: ইমরান হোসেন বলেছেন: জ্বি গুরু, আমি সদ্য বিবাহিত একজন পুরুষ, এর অনেক কিছুই আমার মধ্যে ছিলো না। তাই আমাকে অনেক সমস্যায় পড়তে হয়েছে। দিন দিন নিজের উন্নতি ঘটছে তাই ভাবলাম। অন্যদেরকেও বিষয়টা জানান দেয়া উচিত। এই আর ।।
১০| ০৫ ই মে, ২০২০ রাত ৮:৪১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কোন কাজে আসবে না যদি বউ শাশুড়ির মধ্যে মিল না থাকে...
০৮ ই মে, ২০২০ বিকাল ৪:৪৬
মো: ইমরান হোসেন বলেছেন: বঊ শাশুড়ির সম্পর্ক ঠিক রাখার জন্য নিজেকে অনেক স্ট্রং করতে হবে। শক্ত কথা বলা শিখতে হবে। তা না হলে বিপদ আছে।
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০২০ রাত ২:২৮
সাহাদাত উদরাজী বলেছেন: হ্যাঁ, বিয়ে মানেই বুঝে শুনে!