নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার রাজ্যে আমি রাজা, আমি সর্বময়।

কি লিখব বুঝতেসি না।

এম এ মনা

এম এ মনা › বিস্তারিত পোস্টঃ

লস তো সবাই করে, জেনে নিন ফরেক্সে লাভ করার উপায়গুলো

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪২

ওয়ারেন বাফেট পৃথিবীর চতুর্থ শীর্ষ ধনী। তার মতে ফরেক্স পৃথিবীর সবচেয়ে লাভজনক ব্যবসা। এর পরেই তিনি আবার বলেন ফরেক্স পৃথিবীর সবচেয়ে কঠিন ব্যবসা। মোটামোটি সবাই জানে ফরেক্সে ৯৫ ভাগ মানুষই লস করে। আমি মনে করি এই লুজার ট্রেডারদের সংখ্যা আরও বেশী। আমরা আকাশ সমান স্বপ্ন নিয়ে ফরেক্স করতে আসি কিন্তু পাহাড় সমান হতাশা এবং লস নিয়ে ফরেক্স ছেড়ে দেই। এতে করে আমাদের টাকা ও সময় অনেক অপচয় হয়।



ফরেক্সে তাহলে কি কেউ লাভ করতে পারে না?

ফরেক্সে খালি লস আর লস। তাহলে কি কেউই ফরেক্সে লাভ করতে পারে না? এই মার্কেটে কি তাহলে সবাই লুজার? আপনার মনে এরকম প্রশ্ন আসতেই পারে। উত্তর হচ্ছে অবশ্যই পারে। কিন্তু এর জন্য দরকার অনেক ধৈর্য, জ্ঞান এবং অভিজ্ঞতা। এই তিনটা বিষয় হুট করে হয় না। বছরের পর বছর ট্রেড করার পর এরকম অবস্থানে যাওয়া যায়।

আরেকটা ব্যপার হচ্ছে ট্রেডের অবস্থা। কেউ দুই মিনিটের জন্য ট্রেড করে, কেউ ১০ মিনিটের জন্য ট্রেড করে। এর জন্য ছোট টাইমফ্রেম দেখে তারা ট্রেড নেয়। আপনি নিজেই একটু চিন্তা করে দেখুন, ওয়ারেন বাফেট কি ১০ মিনিট বা ১৫ মিনিটের চার্ট দেখে বিলিয়ন ডলার ইনভেস্ট করে? অবশ্যই না, তারা অনেক বড় টাইমফ্রেমে ট্রেড করে এবং তাদের কাঙ্ক্ষিত লেভেল পর্যন্ত ট্রেড হোল্ড করে।



শুধু বিগ ইনভেস্টররাই না, যেকোন সফল ট্রেডারই ফরেক্সের বিগ মুভমেন্ট ধরার জন্য ট্রেড করে। ১০-২০ পিপ্সের জন্য ট্রেড যারা খুলে তারা সবাই লুজার ট্রেডার। আপনি যদি ফরেক্সে নিজেকে সফল করতে চান অবশ্যই বিগ মুভমেন্টগুলো ধরতে হবে।



আমি আপনাদের একটা বাংলাদেশী ফরেক্স টিমের সাথে পরিচয় করিয়ে দিব। একটা সত্যিকারের ফরেক্স ট্রেডিং সিগন্যাল সার্ভিস। বাংলাদেশে অনেক গ্রুপ আছে যারা দুই একটা সিগন্যাল দিয়ে লাভ করিয়ে পরে বিশাল লসের সাগরে ট্রেডারদের ফেলে দিয়ে পালিয়ে যায়। কিন্তু আমাদের টীম কখনো এরকম করে না। আমাদের আছে ওয়েভ অ্যানালিস্ট, প্রাইস অ্যাকশন অ্যানালিস্ট। আমরা কখনো ৪০-৫০ পিপ্সের জন্য ট্রেড ধরি না। আমাদের টার্গেট থাকে প্রত্যেক ট্রেড থেকে ৩০০-৫০০ পিপ্স। চলুন দেখি আমাদের থেকে আপনারা কি কি সুবিধা পাবেনঃ



১. প্রত্যেক মাসে ৫০০ পিপ্স পাবেন (গ্যারান্টি)।

২. যদি কোন মাসে ৫০০ পিপ্সের চেয়ে ১ পিপ্সও কম হয় তাহলে পরের মাস পুরোপুরি ফ্রী।

৩. ওয়েভ এনালাইসিস শিখতে পারবেন।

৪. প্রাইস অ্যাকশন শিখতে পারবেন।

৫. প্রত্যেক সপ্তাহে ওয়েভ ও প্রাইস অ্যাকশনের এনালাইসিস শেয়ার করা হবে, যা আপনারা চর্চা করতে পারবেন।

৬. ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ ও মোবাইল এসএমএস এর মাধ্যমে ট্রেড সিগন্যাল পাবেন।

৭. আপনি ১৪ দিনের জন্য আমাদের সার্ভিস বিনামূল্যে উপভোগ করতে পারবেন।

৮. ফরেক্সের বিভিন্ন টিউটোরিয়াল।

৯. সাথে আরও অনেক কিছু !!!



আমাদের কয়েক মাসের পারফরম্যান্স দেখুনঃ











আমাদের মাসিক ফিঃ ২০৪০ টাকা অথবা ৩০ ডলার।





যোগাযোগঃ

আমাদের ফেসবুক পেজঃ
https://www.facebook.com/wmklongtrade/

আমাদের ফ্রী গ্রুপঃ Click This Link

আমাদের ওয়েবসাইটঃ https://www.wmkteam.com





অ্যাডমিন

১. https://www.facebook.com/washimWMK

২. https://www.facebook.com/fxashif

৩. https://www.facebook.com/dr.10c41h05t

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১:০১

ভায়োলেন্স বলেছেন: আপনাদের কথা শুনে ভালো লাগলো। কিন্তু ফরেক্স সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা নাই,আমি যদি আপনাদের সাথে কাজ করতে চাই তাহলে আমার প্রথম করণীয় কি?

২| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১:৫৪

নতুন বলেছেন: একটা প্রশ্ন...

আপনি যদি মাসে ৫০০ পিপিস পান তবে যদি ৫হাজার ডলার বিনিয়োগ করলেই তো আপনি কোটি পতি হয়ে যাবেন...

আপনি কেন ৩০$ মাসে নিয়ে এতো কস্ট করতে যাবেন?

ওয়ারেন বাফেট কিন্তু নিজেই ব্যবসা করে.... কাউকে শিখিয়ে টাকা আয় করেনা। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.