![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধকারকে খুব কাছ থেকে দেখেছি পরখও করেছি শিল্পের মত করে
কতটা সার্থক মহাকালের গোপন খাতায় নির্লিপ্ত প্রশ্ন
অনেকেই করে শিয়াল শামুকের মত
তা হয়ত শিল্প হয়ে উঠে না
পুরনো প্রাচীরে শেওলার আস্তরণের মতই অন্ধকারের নিষিদ্ধ উল্লাসের প্রলেপ
সমুদ্রের সহস্র কোটি ঢেউ সমুদ্রের অলংকার
ঠিক তেমনি নিষিদ্ধ লোবানও রাতের...
লজ্জা ভয় জিঘাংসা কেউ কারো পরিপূরক নয়
তবু যেন একই পথের পথিক
পরগাছার মতই এরা অন্ধকারকে কেন্দ্র করে বাঁচে
©somewhere in net ltd.