নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ি এবং লেখি

সৃষ্টিশীল আলিম

ক্ষুদে সাহিত্যিক, সৃষ্টির নেশায় উন্মুখ

সৃষ্টিশীল আলিম › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১১





একপশলা বৃষ্টি



জীবন ডাঙায় তপ্ত রোদ্দুর

ঘুমোট নির্জনতা উপচে পড়ে

অস্পষ্টতায় মেঘের কাছে বৃষ্টি চাইলুম

একপশলা বৃষ্টি!

ভারাক্রান্ত মেঘ

অতঃপর কথনের পর চলে কথন

ভাড়ারের অশ্রুশূন্য প্রত্যাশা মথিত হয়

অহোরাত্র চলে উসখুস মিছিলের প্রেম

রোদনের মুখে কুলুপ এঁটে দেয় নীরবতা

আকাক্ষার পুজ্ঞত পুজ্ঞত ডালি বেড়েই চলে

সন্ধ্যা থেকে অতঃপর ভোর

প্রত্যাশা কেবলি রুক্ষ হয়ে উঠে

বিদগ্ধ যন্ত্রনায় নড়েচড়ে উঠে মহাকাল

অকপটে লিখে ফেলে কথনের নতুন রেকর্ড!

তবুও মেঘ নীরব

প্রত্যাশার আবেদনে বাতাস ভারী হয়ে উঠে

জোনাকি পোকারা এলোপাথারি উড়ে

সবুজ ঘাসের বুকে কান্নার শব্দের মত পড়ে শিশির

তবুও বৃষ্টি নেই!

বৃষ্টি নাকি জমা পড়ে আছে পাশ্চাত্যের কোন এক অজ্ঞাত স্থানে!

অস্ফুষ্ট যন্ত্রনায় নীরব সময়

দাহ বেড়েই চলছে।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.